![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরে পাওয়া বিজয় নিছক বিজয় নয়
স্বাধীনভাবে বাঁচতে পারা সবচে’ বড় জয়।
রক্ত দিয়ে বিজয় কিনে পেলাম স্বাধীন দেশ
মুক্তিসেনার বাংলাদেশে রাজাকারও শেষ।
বিজয় দিবস পেলাম বলে জোসনা বিলায় চাঁদ
বাতাস, পানি, মাটি পেল মুক্ত হওয়ার সাধ।
মায়ের ভাষায় কথা বলি, গাইতে পারি গান
ক্রিকেট খেলায় জিততে করি অনেক বেশি রান।
এভারেস্টের বুকে ওড়াই নিশান সবুজ লাল
শীত সকালে গায়ে জড়াই মায়ের গরম শাল।
চোখ ভিজিয়ে কাঁদি যখন মরে আপন কেউ
হৃদয়ভরে হাসতে পারি লাগলে সুখের ঢেউ।
বিজয় দিবস পেলাম বলে স্মৃতিসৌধে ফুল
জাতির পিতার অবদানে সিক্ত মানবকুল।
বছর বছর বিজয় দিবস আনে খুশির রব
স্বাধীন এখন মানুষগুলি পাখপাখালি সব।
(বাংলাদেশ শিশু একাডেমী কতৃক প্রকাশিত সচিত্র শিশু-কিশোর মাসিক পত্রিকা ‘শিশু’র ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত)
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
বিজয় ইত্যাদি নিয়ে লেখাগুলো কম পাঠকেই পড়ছেন।