নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার ও অনুবাদক

সাফি উল্লাহ্‌

জীবন লিখি...

সাফি উল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় নিজের বই এবং বই সংগ্রহ

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৫

অমর একুশে বইমেলা ২০১৬ শেষ হল। জীবনের শ্রেষ্ঠ একটি মাস ছিল এটা। জীবনের প্রথম কোন বইয়ের মলাটে নিজের নাম দেখার সৌভাগ্য হল। আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আপনাদের কাছে কৃতজ্ঞ।

পছন্দের বইয়ে ভরপুর ছিল মেলার প্রাঙ্গন। ইচ্ছা থাকলেও ভিটামিন টি (টাকা) এর অভাবে বেশি বই সংগ্রহ করতে পারনি। যে কয়টি বই নিলাম:
১. অসমাপ্ত আত্নজীবনী (আত্নজীবনী), শেখ মুজিবুর রহমান
২. গল্পসমগ্র (ছোটগল্প), জহির রায়হান
৩. জলটুপ শ্রাবণে, (হাইকু), জগলুল হায়দার
৪. আলোর আকাশ ভালোর আকাশ (ছড়া), জগলুল হয়দার
৫. ডিজিটাল হাসি এনালগ কাশি (রম্য), শরীফ বিল্লাহ
৬. আমাকে আরোগ্য দেবে একটি হৃদয় (কবিতা), তানিম ইশতিয়াক
৭. Hayku Haiku (Haiku), Quamrul Hassan
৮. আয়াজ আলীর ডানা (গল্প), সাজিদ উল হক আবির
৯. সূর্যকুসুম (কবিতা), মাসুম মুনাওয়ার
১০. একটা জীবন দিয়ে দিলাম তোমার নামে (কবিতা), আলী হোসাইন
১১. ১০ তরুণের কবিতা (কবিতা), আলী হোসাইন সম্পাদিত
১২. অসুখের নাম তুমি (ছোটগল্প), মুহাম্মাদ আসাদুল্লাহ
১৩.কোহেকাফের সলতে (ছোটগল্প), রায়ান নূর
১৪. গোড়ায় গন্ডগোল (ছড়া), সা’দ শারীফ
১৫. ফারিয়া মুরগির বাচ্চা গলা টিপে টিপে মারে (ছোটগল্প), মেহেদী উল্লাহ
১৬. বান্ধবী বন্ধু তোমার (ছোটগল্প), আমির সোহেল
১৭. চেনাগলি চোরাবালি (কাব্য সংকলন), আহসান আল আজাদ সম্পাদিত
১৮. ডালপুরি (ছড়া), সানাউল্লাহ মাহী
১৯. চোখ (সাহিত্যের ছোট কাগজ), শাহাদাৎ শাহেদ সম্পাদিত
২০. চিরকুট (সাহিত্যের ছোট কাগজ), আনজুম সানি সম্পাদিত
২১. ষষ্ঠেন্দ্রিয় (সাহিত্যের ছোট কাগজ), আলী হোসাইন সম্পাদিত
২২. তোতাপাখি (সাহিত্যের ছোট কাগজ), সা’দ শারীফ সম্পাদিত
২৩. মাইন ক্যাম্ফ (জীবনী), হিটলার
২৪. ছড়া দিলাম ছড়িয়ে (ছড়া), মুহাম্মদ ইলিয়াস উদ্দীন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.