নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার ও অনুবাদক

সাফি উল্লাহ্‌

জীবন লিখি...

সাফি উল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

সাফি উল্লাহ্’র দু-টি ছড়া

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০

পাঠক এসে বলে


গল্প নিয়ে সুনাম করে
পাঠক এসে বলে,
ফেসবুকে খুব কাটতি তোমার
গল্প খুবই চলে।

খুবই দারুণ গল্প লিখ
গভীর তত্ত্ব জ্ঞান,
এমন জটিল গল্প আমি
লিখতে ব্যর্থ ক্যান?

কাহিনী তো মুগ্ধ করে
ভাষা দারুণ খুব,
গল্প পড়া শুরু করেই
ধ্যানেতে দিই ডুব।

এমন সময়-

সম্পাদকে ফোন দিয়েছে
ধরেই বলি, ভাই।
তিনি বলেন, এ সপ্তাহে
গল্প একটা চাই।

‘দেব’ বলে ফোনটা রেখে
লোকটিকে সামলাই,
তিনি বলেন, তুমি কিন্তু
গল্পকার, কামলাই।

গল্পগুলো ইংলিশে সব
দারুণ! টেলিং নো লাই!
আমি বলি- ইংলিশে না
গল্প লিখি বাংলায়।



চুলের সেবা


ঢাকায় থাকি- অজুহাত এই
দিই না মাথায় তেল,
কিন্তু আমি হঠাৎ দেখি
হচ্ছে মাথা বেল।

দেহের যদি ছাদ ফাঁকা হয়
মাথা হবে হ্যাঙ,
মাথার ভেতর গোবর হবে
খাইনা যতই চ্যাং।

এ মাথাটা শূণ্য হলে
কে-বা দেবে কাজ,
সার্টিফিকেট, দু-হাত ও পা
বাঁচায় রাখে সাজ।

তাইতো আমি চিন্তা করে
কিনে আনি খৈল,
সাবান-শ্যাম্পু, জেল-এর মাঝে
এটাই মাথার তৈল।


(আনমল, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা ।।সেপ্টেম্বর ৮, ২০১৭)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩২

সাইফুর রহমান খান বলেছেন: মজা পেলাম, দ্বিতীয় কবিতাটি পড়ে। প্রথমটাও ভাল হয়েছে। শুভ কামনা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৫

সাফি উল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: দুইটাই ভাল শুভেচ্ছা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৬

সাফি উল্লাহ্‌ বলেছেন: অনুপ্রাণীত হলাম। ধন্যবাদ

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: প্রথমটি বেশি ভালো লাগল। +।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

সাফি উল্লাহ্‌ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

সুফি ইবনুসসাবিল বলেছেন: তৈলের দিন শেষ। এখন চলবে খৈল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৭

সাফি উল্লাহ্‌ বলেছেন: হাহাহাহা.. ঠিক।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৯

শায়মা বলেছেন: মজার মজার মজার! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

সাফি উল্লাহ্‌ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ! হাহাহাহা

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:



=p~ =p~ =p~

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

সাফি উল্লাহ্‌ বলেছেন: হাহাহাহা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.