নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

ও‌গো বন্ধু

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১২

ক‌বিতাঃ- ও‌গো বন্ধু
ক‌বিঃ- অ‌নি‌কেত কামাল
ও‌গো বন্ধু , শুধু একটু তোমায় দেখব ব‌লে
কত পথ প্রন্তর পা‌ড়ি দি‌য়ে
‌ গি‌য়ে‌ছি ছু‌টে কৃ্ঞ্চচূড়ার নি‌চে
‌ যেখা‌নে প্রথম ভা‌লোবা‌সি ব‌লে‌ছি‌লে
হাতে হাত রে‌খে।

ও‌গো বন্ধু , শুধু একটা কথা বলব ব‌লে
‌ চৈ‌ত্রের খর রৌদ্র তা‌পে,
ধু‌লো উড়া সেই বাবলার সা‌রি প‌থে
‌ গি‌য়ে‌ছি ছু‌টে কতবার ক‌রে
‌ যেখা‌নে স্কু‌লে যে‌তে যে‌তে
কত কথা হ‌তো গোপ‌নে।।

ও‌গো বন্ধু , তোমার একটু হা‌সি দেখব ব‌লে
পড়ন্ত বি‌কে‌লে ফস‌লের মা‌ঠে
ব‌সে ব‌সে ক‌রেছি প্রতীক্ষা (অধ‌ী‌রো অাগ্র‌হে)
‌ যেখা‌নে তু‌মি অাস‌তে রোজ বি‌কে‌লে
কম‌লিশাক তোলার ছ‌লে অামা‌কে দেখ‌তে।।।

ও‌গো বন্ধু , তোমার কোমল হ‌া‌তের
একটু ছোঁয়া নিব ব‌লে
মধ্য দুপু‌রে তপু‌দের অাম বাগা‌নে
‌ গি‌য়ে‌ছি ছু‌টে কতবার ক‌রে
‌ যেখা‌নে তু‌মি প্রথম ব‌লে‌ছি‌লে,
ভা‌লোবা‌সি , হা‌তে হাতে হাত রে‌খে।।।।

ও‌গো বন্ধু , তোমার রুপখা‌নি একটু দেখব ব‌লে
পুকুর প‌া‌ড়ে, শিমুল গা‌ছের নি‌চে
পাগ‌লের ম‌তো ছু‌টে যেতাম গোছ‌লের ছ‌লে
(প্র‌তি‌দিন সকাল দশট‌া হ‌লে)
দূর থে‌কে তোমায় দে‌খে
বু‌কের পিয়াস মিটাব ব‌লে
যেখা‌নে রাজ হাস দু'‌টি ,ভা‌লোবাসার
প্রথম অনুভূ‌তি দি‌য়ে‌ছিল অন্ত‌রে।।।।।


ও‌গো বন্ধু , তোমার সেই ওয়াদার কথা শুনব ব‌লে
পূ‌র্নিমা রা‌তে সবার দৃ‌ষ্টির অাড়া‌লে
কতবার গি‌য়ে‌ছি ছু‌টে
‌ তোমা‌দের গোলাপ ফোটা বাগা‌নে
‌ যেখা‌নে তু‌মি কথা দি‌য়ে ছি‌লে
‌ চির প‌বিত্র খোদার বাণী ছুঁ‌য়ে
ভুলব না তোমায় জীব‌নের ত‌রে।।।।।।
ও‌গো বন্ধু , তোমার সেই হাত পাখার
শীতল পরশ নেব ব‌লে
জ্যৈ‌স্টের অাম পাকা ভ্যাবসা গর‌মে
কতবার গি‌য়ে‌ছি ছু‌টে, মুন্না‌দের দোতলা ঘ‌রে
‌ যেখা‌নে তু‌মি বু‌কে মাথা রে‌খে
‌ কেঁ‌দে কেঁ‌দে ব‌লে‌ছি‌লে
অামা‌কে একা ফে‌লে যা‌বে না তো চ‌লে
বহুদূ‌রে ভুল বু‌ঝে চিরত‌রে।।।।।।।

ও‌গো বন্ধু , তোমার সেই গান সেই ক‌বিতা
অাবৃ‌ত্তি শুনব ব‌লে, কতবার কত রজনী
‌ বি‌নিদ্র অা‌বে‌শে জে‌গেছি
অব্যক্ত কথামালা ব্যক্ত ক‌রে‌ছি
গা‌নের সু‌রে, ক‌বিতার ছ‌ন্দে,
‌ সেইদিনই অা‌মি গভীর অা‌বে‌গে
‌ তোমা‌কে জ‌ড়ি‌য়ে ব‌লে‌ছিলাম
য‌দি তু‌মি কখ‌নো যাও হা‌রি‌য়ে
অামার জীবন থে‌কে,
অা‌মি তোমার সেই ক‌বিতা সেই গান নি‌য়ে
‌ তোমারই বিহ‌নে , জ্ব‌লিব একাকী
কাঁ‌দিব নিরব‌ধি।।।।।।।।

ও‌গো বন্ধু , সেই কৃঞ্চচূড়া গাছ, সবু‌জের সমা‌রোহ
ফস‌লের মাঠ, তপু‌দের অাম বাগান,
সবই অা‌ছে অা‌গের মতই
তু‌মি নেই, না না তু‌মিও অা‌ছো
শুধু নেই তোমার দেওয়া
‌ সেই ওয়াদা, সেই কথা।।।।।।।।।


ও‌গো বন্ধু , কত সহ‌জে তু‌মি সব স্নৃ‌তি ভু‌লে
‌ নি‌য়ে‌ছ তু‌লে অন্য কাউ‌কে বু‌কে
ক্ষ‌ণি‌কের ত‌রে প‌ড়ে‌নি কি ম‌নে
লাল বেনার‌শি প‌ড়ে অাল‌তো পা‌য়ে হেঁ‌টে
‌ যে‌দিন গি‌য়ে‌ছি‌লে বধু সে‌জে
‌ মোর বা‌ড়ির পাশ দি‌য়ে।।।।।।।।।


ও‌গো বন্ধু , জা‌নি তু‌মি অার কোন‌দিনও
অাস‌বে না‌কো ফি‌রে
অামার এই শুন্য জীবন পূর্ণতায় ভ‌রে দি‌তে
অাস‌বে না অন্ধকার জীব‌নে দীপ জালা‌তে
তবু অবুঝ এই মন এক‌টি স্বপ্ন‌কে ভা‌লো‌বে‌সে
এ‌গি‌য়ে যা‌বেই সে তো ভাবা‌বে‌ষে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.