নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

জান‌তে তো দোষ নেই বন্ধু

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

ই‌তিহা‌সের সবচেয়ে নির্মম ট্রাজেডি

রাজা ইডিপাস কে নিয়ে বাল্যকালেই জ্যোতিষী মন্তব্য করেছিলেন এই ছেলেই হবে একদিন রাজা এবং গর্ভধারিনী জননীর স্বামী । জানতে পেরে পিতা-মাতা ভূমিষ্ঠ হওয়ার পরে তা‌কে জল্লা‌দের হাতে তু‌লে দেন হত্যা করারে জন্য । জল্লাদ‌ মৃত্যুর আদেশ পালন করার জন্য প্রস্তুত হন কিন্তু ঘটনা ক্র‌মে তা‌কে তাকে হত্যা না করে মেষ পালকের কাছে বিক্রয় করেন। মে‌ষের দুধ খেয়ে একদিন বড় হয়ে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং রাজা তার পিতাকে হত্যা করেন রাণী ইয়াকাস্টার অর্থাৎ মাকেকে বিবাহ করেন পরে অবশ্য জানতে পারেন তিনি ইয়াকাস্টর সন্তান এবং তি‌নিই ইয়াকাস্টার স্বামী । শুধু তাই নয় দুই সন্তানের জনক হোন তি‌নি । গভীর লজ্জা নিদারুণ পাপ অার অদৃ‌ষ্টের নির্মম আঘাত নিয়ে কাঁদলেন রাজা ইডিপাস।




জীবন ও মন
অ‌নি‌কেত কামাল

জীবন তো একটাই বন্ধু
মনও তো একটা
জীবন ও মন
একই দে‌হের দু‌'‌টি সত্তা
জীবন বড় কঠিন, বড়ই নির্মম।
মনও বড়ই কঠিন
বড়ই বি‌চিত্র।
জীব‌নে চাওয়ার শেষ নেই
পাওয়ার তৃ‌প্তি নেই
জীবন চাই এটা ক‌রি
ওটা ক‌রি।
মনও চাই যা ই‌চ্ছে
তাই ক‌রি।
কিস্তু
পা‌রি কি তা সব করতে?
এভাবেই পারা অার
না পারা ক‌ষ্টে
অতৃ‌প্তির বেদনা নিয়ে
তোমাকে আমাকে সবাইকে
চ‌লে যেতে হবে
সুন্দর এই পৃ‌থিবী ছে‌ড়ে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

ভাললাগে না বলেছেন: এটা গ্রীক ট্রাজেডি। এরকম কিছু পড়তে গেলে মাথা আউলাই যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১২

ANIKAT KAMAL বলেছেন:
জা‌নেন প‌ড়ে‌ছেন জে‌নে এবং মন্তব্য ক‌রে‌ছেন ব‌লে অনেক অ‌নেক ভা‌লো লাগল ধন্য বাদ ব ন্ ধু

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লোলাগার জন্য ভা‌লোবাসা ও অান্ত‌রিক অ‌ভিনন্দন ভা‌লো থাক‌বেন সব সময় বন্ধু

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪

নীল আকাশ ২০১৬ বলেছেন: দুই নয়, রাণী জোকাস্টার গর্ভে রাজা ঈডিপাসের চার সন্তান হয়েছিল। কিন্তু এটা আপনার কাছে সবচেয়ে নির্মম ট্র্যাজেডি কেন মনে হয়েছে? এর চেয়েও তো বড় বড় ট্রাজেডি গ্রীক সাহিত্যে আছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০

ANIKAT KAMAL বলেছেন: ভালো লেখক হওয়া সত্বেও কেন আপনি বিশ্বাস করেন না যে এটাই ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা আমার মনে হয় অবশ্যই পটভূমিতে যাপন করলে এমন কথা বলতননান্বদ

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

নয়ন বিন বাহার বলেছেন: Too Know Is Suffering.

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৬

ANIKAT KAMAL বলেছেন: Yrs, Too Know Is Suffering but it,s parhsbs real . thanks a lot 4r ur thinking

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: হুম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

ANIKAT KAMAL বলেছেন: হুম। নাই মামার চেয়ে কানা মামা ভাল সেই হিসেবে আপনার মন্তব্য আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৩

নতুন বলেছেন: এটা ইতিহাস না.... এটা একটা কাহিনি... সফোক্লিস এই ট্রাজিডি লিখেছিলেন.... এটা সত্য কাহিনি না।

তাই এটাতে ইতিহাসের অংশ ভাবা ঠিক না।

https://en.wikipedia.org/wiki/Oedipus_Rex

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.