নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হার না মানা হা‌রেই অা‌মি পরা‌জিত

ANIKAT KAMAL

ANIKAT KAMAL › বিস্তারিত পোস্টঃ

অনু‌রোধ কর‌ছি একবার হ‌লেও পড়ুন মন্তব্য করুণ কিছু ভূ‌মিকা রাখুন

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩১

কি মারাত্নক ভুলটাই না অামরা কর‌ছি প্র‌তি‌দিন

অত্যাধু‌নিক সভ্যতার অহংকা‌রে অামরা গ‌র্বিত ঠিকই অথচ প্র‌তি‌নিয়তই অামরা অামাদের ক্ষ‌তি (নি‌জেরা) কর‌ছি । অাধুনিক প্রযুক্তি নির্ভর চোখ ধাঁধা‌নো অ‌ফিস অাদালত হো‌টেল রেস্ট‌ু‌রেন্ট অাবা‌সিক অনাবা‌সিক স্কুল ক‌লেজ ‌বিশ্ব‌বিদ্যালয় মাদ্রাসা এ‌তিম খানা ট্রা‌ভোল এজেন্সীগু‌লো ধর্মীয় উপাশনালয় বাসা বা‌ড়ি সর্বত্রই যেন এই স‌বের নির্মাণ কারিগর হি‌সে‌বে কাজ কর‌ছে। অার অামরা ধী‌রে ধী‌রে ভু‌লের প‌থ ধ‌রে মর‌ণের প‌থে মারাত্নক ক্ষ‌তির দি‌কে এ‌গি‌য়ে যা‌চ্ছি । অাল্লাহ অামা‌দের স‌ঠিক প‌থে প‌রিচালনা করুন অা‌মিন।

দাঁড়িয়ে_প্রস্রাব_করলে_পুরুষের_যেসব_ক্ষতি_হয়ঃ~

চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় সেগু‌লো নিম্নরুপঃ~

(১) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ না পড়ার ফলে দূষিত বায়ু বের হতে পারে না বিধায় তা উপর দিকে উঠে যায় যার ফলে অস্থিরতা , রক্ত চাপ , হৃদযন্ত্রের স্পন্দন বে‌ড়ে যায়, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।

(২) দাঁড়িয়ে প্রস্রাবের করার ফ‌লে প্রস্রাব থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে যার দরুণ দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ঔসব দূষিত পদার্থ বের হয়ে যায়।

(৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় ।

(৪) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।

(৫) যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই এত কোনই স‌ন্দেহ নেই

(৬) দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনাতেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।

(৭) দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করলে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয় ।

(৮) দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিঁটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।

(৯) দাঁ‌ড়ি‌য়ে প্রস্রাব কর‌লে সকল ধ‌র্মের ফরজ কাজগু‌লো পালন করা সম্ভব হয় না।

(১০) দাঁ‌ড়ি‌য়ে প্রস্রাব কর‌লে অ‌ন্ডো‌কোষ নি‌চের দি‌কে ঝু‌লে প‌ড়ে। এবং প্রস্রাব থ‌লি শরী‌রের বর্জ্য পদা‌র্থের ডাস্ট‌বিন হ‌য়ে যায়।

(১১) দাঁ‌ড়ি‌য়ে প্রস্রাব কর‌লে প্র‌স্টেস গ্র‌ন্থির স্বাভা‌বিক কর্মক্ষমতা নষ্ট হয় র‌ক্তের গ‌তি স্পন্দ‌নের মাত্রা ক‌মে অা‌সে ফ‌লে পুরুষ‌ত্বের যৌবনী শ‌ক্তি ক‌মে অা‌সে।

(১২) দে‌হের জীব‌নিশ‌ক্তি বা রোগ প্র‌তি‌রোধ ক্ষমতা হ্রাস পে‌তে থা‌কে।

স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থে‌কে বাঁচ‌তে হ‌লে ব‌সে প্রস্রাব করা উ‌চিত।

অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন

উপ‌দেশ~
মানুষ অভ্যা‌সের দাস অার অভ্যাসও মানু‌ষের করায়াত্ত সোয়ারী।‌ যে অভাস অাপনার জীবন‌কে নীরব ঘাতক হ‌য়ে মৃত্যুর দি‌কে নি‌য়ে যায় সে অভ্যাস অবশ্যই প‌রিত্যা‌জ্যে অাপনার জন্য অা‌শির্বাদ। নিন্দনীয় ও দৃ‌ষ্টিকটু অভ্যাস গু‌লোর মা‌ঝে দাঁ‌ড়ি‌য়ে প্রস্রাব করা অন্যতম। সামা‌জিক শোভনীয়তায়তা ও প‌রি‌বেশগত সৌন্দর্য্য রক্ষার ক্ষে‌ত্রে ব‌সে প্রস্রাব করা বাঞ্ছনীয়। ম‌নে রাখ‌বেন এই অভ্যাস প‌রিবর্ত‌নে অাপনার ই‌চ্ছে শ‌ক্তিই য‌থেষ্ট।
তাই অাস‌ুন না, অাজই ইস্পাত ক‌ঠিন প্র‌তিজ্ঞায় অাবদ্ধ হই ঃ~ ক. দাঁ‌ড়ি‌য়ে প্রস্রাব করব না। খ. পানীয় ও ব্যবহার্য পা‌নির ম‌ধ্যে প্রস্রাব করব না। গ. প‌রি‌বেশ প‌রি‌স্থি‌তি ও স্হান‌ বি‌শে‌ষে ব‌সে ধর্মীয় বিধান ম‌তে প্রস্রাব করব।ঘ. ইসলাম ধর্মম‌তে প্রস্রাব শেষে পা‌নি ঢেলা টিসু ব্যবহার করা উ‌চিত যাতে অাপনা‌র শরীর অাত্না মন পোশাক প‌রি‌চ্ছেদ প‌বিত্র থা‌কে ও ধর্মীয় ফরজ কাজগু‌লো ম‌নের প‌রিশুদ্ধতায় সম্পন্ন করা যায়। অাল্লাহ অামাদের সবাই‌কে তাও‌ফিক দান করুন । অা‌মিন

উ‌দ্দেশ্য ~ তাহ‌লে প্রযু‌ক্তি নির্ভর সভ্যতার উ‌দ্দেশ্য কি!!! স‌ত্যিকার অ‌র্থে ডি‌জিটাল অাধু‌নিকতার স্মার্ট‌নে‌সে অামরা কোথায় যা‌চ্ছি তা নি‌জেরাও জা‌নিনা। অাধু‌নিকতার অহংকার রোগব্যা‌ধির খামার বা‌ড়ি সৃ‌ষ্টি হ‌চ্ছে।।


ডাঃ এ এইচ এম কামাল হো‌সেন
‌ ডিপ্লোমা ইন অায়ু‌র্বে‌দিক মে‌ডি‌সিন এন্ড সার্জারী
ঢাকা

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: বেশ গুরুত্বপুর্ণ তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
এটা সত্য যে দাঁড়িয়ে প্রশ্রাব করা হলে
বেশ কিছু শারিরিক সমস্যার সৃস্টি হয় ।

শুভেচ্ছা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২২

ANIKAT KAMAL বলেছেন: ডাঃ হি‌সে‌বে এমন মন্তব্য অাপনার কা‌ছে অাশা কর‌তেই প‌া‌রি ধন্যবাদ

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

আবু তালেব শেখ বলেছেন: জেনে উপকৃত হলাম

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

ANIKAT KAMAL বলেছেন: উপকৃত হওয়ার জন্য ও মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট। তবে শিরোনামটা বদলে দিন। পোস্টের সাথে যায় না।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লো কিছু উপহার দি‌তে এবং তা গ্রহ‌ণের জন্য পা‌য়ে ধরা কেণ প্র‌য়োজ‌নে তার মু‌চি‌গি‌রি কর‌তেও অামার বাধ‌বে না কারণ অা‌মি মানবতার মহান দৃষ্টান্ত স্থাপন কর‌তে চাই ধন্যবাদ

৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: দাড়িয়ে প্রশ্রাব করা আমাদের সাথে ঠিক যায় না শুধু প্রয়োজন অভ্যাসটা বদলে ফেলা।।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩

ANIKAT KAMAL বলেছেন: স‌ত্যিই এমন মন্ত‌ব্যে অা‌মি কৃতজ্ঞ x

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮

আমার আব্বা বলেছেন: পা‌য়ে ধ‌রে অনু‌রোধ কর‌ছি এককার হ‌লেও পড়ুন মন্তব্য করুণ < দাঁড়িয়ে_প্রস্রাব_করলে_পুরুষের_যেসব_ক্ষতি_হয় < স্কুলের শিক্ষা< আরও বড় ক্ষতি হয় প্রস্রাব করে পানি নানিলে এটা বললেনা কেন স্যার

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

ANIKAT KAMAL বলেছেন: স‌রি অা‌রো ম‌নোয়োগ দি য়ে পড়ুন ধন্যবাদ

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অফিস বা জিন্স পরা অবস্থায় বসে প্রস্রাব করা একটু কঠিন...

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

ANIKAT KAMAL বলেছেন: ‌ অা‌মি ব‌লে‌ছি সব কিছুর জন্য অাপনার ই‌চ্ছে শক্তিটাই য‌থেষ্ট চেষ্টা করুন প্র‌য়োজ‌নে পেন্ট চেন্জ করুণ ধন্যবাদ

৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সর্বনাশ।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

ANIKAT KAMAL বলেছেন: ধন্যবাদ তাহ‌লে অাপ‌নি টের পে‌য়ে‌ছেন অথবা প‌রে পা‌বেন শু‌ভেচ্ছা অফুরান

৮| ০৯ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৯

নতুন বলেছেন: চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয়

কোন গবেষনায় এই গুরুত্বপূন` তথ্য পেলেন তার রেফারেন্স তো দিলেন না।

রাসুল সা: সাধারনত বসেই প্রস্রাব করতেন.... কিন্তু তিনিও দাড়িয়ে প্রস্রাব করেছেন এবং তার সহী হাদিসও আছে..

আর বসে প্রস্রাব করা সুন্নত কারন রাসুল সা: নিজে করেছেন.... তাই বলে দাড়িয়ে করা কিন্তু নিষেধ না কারন রাসুল সা: নিজেও করেছেন...( ১ বার হলেও করেছেন তা সহী হাদিস আছে)

তাই উপরে আপনি যা লিখেছেন সেটা খুবই বাড়াবাড়ী .... ধম` এতো কঠিন কিছু না....

Is it haraam to urinate standing up?
What is the Shari ruling regarding standing while urinating?
There is a hot debate here regarding this. Wile some claim that it is permissible others claim it is haram. Their argument is that there is a hadith in which Aisha says that whoever tells you that the prophet urinated while standing do not believe him. Please clarify the issue.
Published Date: 2001-02-18
Praise be to Allaah.

It is not haraam for a man to urinate standing up, but it is Sunnah for him to urinate sitting down, because ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “Whoever tells you that the Prophet (peace and blessings of Allaah be upon him) used to urinate standing up, do not believe him. He only ever used to urinate sitting down.” (Narrated by al-Tirmidhi, al-Tahaarah, 12; he said, this is the most saheeh report on this topic. It was also classed as saheeh by al-Albaani in Saheeh Sunan al-Tirmidhi, no. 11). And because this is more concealing, and it reduces the risk of any drops of urine splashing up onto him.

It was narrated from ‘Umar, Ibn ‘Umar and Zayd ibn Thaabit (may Allaah be pleased with them) that it is allowed to urinate standing up on the condition that there is no risk of drops of urine splashing onto one’s body or clothes, and that one does not expose one's ‘awrah, because al-Bukhaari and Muslim narrated from Hudhayfah (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) came to a garden belonging to some people, and urinated standing up. There is no contradiction between this and the hadeeth of ‘Aa’ishah (may Allaah be pleased with her), because it is possible that the Prophet (peace and blessings of Allaah be upon him) did that because he was in a place where he was unable to sit down, or he did that to show the people that it is not haraam. This does not contradict the basic principle mentioned by ‘Aa’ishah (may Allaah be pleased with her), that he (peace and blessings of Allaah be upon him) urinated sitting down, because it is Sunnah, it is not something waajib (obligatory) which it is forbidden to go against. And Allaah knows best.

Fatawa al-Lajnah al-Daa’imah, 5/88 .

https://islamqa.info/en/9790

http://islamqa.org/hanafi/qibla-hanafi/43710

৯| ০৯ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৬

নতুন বলেছেন: Found In: Sunan Ibn Majah Chapter No: 2, The Chapters of Purification and its Sunnah
Hadith no: 306
Narrated: Shubah
from Asim, from Abu Wail, from Mughirah bin Shubah that the Messenger of Allah (saw) came to the garbage dump of some people and urinated standing up. (Hasan) Shubah said: “That day, Asim said: Amash reported this from Abu Wa’il, from Hudhaifah, but he did not remember it (correctly). So I asked Mansur about it, and he narrated it to me from Abu Wa’il, from Hudhaifah, that the Prophet (saw) came to a dump of some people and urinated standing up.’”
Relevance: 9.9149

Found In: Sahih Muslim Chapter No: 2, Purification (Kitab Al-Taharah)
Hadith no: 523
Narrated: Abu Wail
Abu Musa inflicted extreme rigour upon himself in the matter of urination and urinated in a bottle and said: When the skin of anyone amongst the people of Israel was besmeared with urine, he cut that portion with a cutter. Hudhaifa said: I wish that'your friend should not inflict such an extreme rigour. I and the Messenger of Allah (may peace be upon him) were going together till we reached the dumping ground of filth behind an enclosure. He stood up as one among you would stand up. and he urinated, I tried to turn away from him, but he beckoned to me, so I went to him and I stood behind him, till he had relieved himself.
Relevance: 8.4642

Found In: Sahih Bukhari Chapter No: 45, Oppressions (Al-Mazalim)
Hadith no: 661
Narrated: Hudhaifa
I saw Allah's Apostle (SAW) coming (or the Prophet (SAW) came) to the dumps of some people and urinated there while standing.
Relevance: 8.2012

Found In: Sunan Ibn Majah Chapter No: 2, The Chapters of Purification and its Sunnah
Hadith no: 305
Narrated: Hudhaifah
that the Messenger of Allah (saw) came to the garbage dump of some people and he urinated on it standing up. (Sahih)
Relevance: 8.2012

Found In: Sunan Ibn Majah Chapter No: 2, The Chapters of Purification and its Sunnah
Hadith no: 307
Narrated: Aisha
“If anyone tells you that the Messenger of Allah (saw) urinated while standing, do not believe him, for I (always) say him urinating while sitting down.” (Hasan)
Relevance: 8.2012

Found In: Sunan An-Nasai Chapter No: 1, The Book of Purification
Hadith no: 26
Narrated: Hudhaifah
that the Messenger of Allah (saw) came to some people's garbage dump and urinated while standing. (Sahih)
Relevance: 8.2012

Found In: Sunan An-Nasai Chapter No: 1, The Book of Purification
Hadith no: 29 Report Mistake Permalink
Narrated: Aisha
“Whoever tells you that the Messenger of Allah (saw) urinated while standing up, do not believe him, for he would not urinate except while squatting.” (Hasan)
Relevance: 8.1157

http://ahadith.co.uk/searchresults.php?q=urinated+while+standing

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.