![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/arjunasrinpony.author
কিছু শব্দ আছে যার অর্থ গালি বা নঞর্থকভাবে ব্যবহৃত হলেও অনেকেই অনেক মানে করে থাকেন। কিছু শব্দ আছে আমাদের অতি পরিচিত, কিন্তু এগুলো হয় স্ত্রীবাচক অথবা পুরুষবাচক শব্দ। এদের লিঙ্গান্তর করতে পাচ্ছি না, বা করা যায় না। আবার কিছু শব্দ আছে যেগুলো কোন পুরুষের বিয়ে করা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সেই পুরুষের পেশায় নিয়োজিত কোন নারীর ক্ষেত্রে সেই পেশার কোন নাম নেই।
আমি কিছু শব্দ দিলাম, যার লিঙ্গান্তর প্রয়োজন: সহযোগিতার ভিত্তিতে এডিট করে নিব।
স্ত্রীবাচক শব্দ : পুরুষবাচক শব্দ : জেন্ডার সংবেদনশীল শব্দ
১. সতী : ?? : ??
২. কুলটা : ?? : ??
৩. অসতী : ?? :??
৪. সতীন : ?? : ??
৫. বেশ্যা : ?? : ??
৬. কলংকীনি : ?? : ??
৭. নটি : ?? : ??
৮. নর্তকী : ?? : ??
৯. খানকী : ?? : ??
১০. বন্ধ্যা : ?? : ??
১১. মাগী : ?? : ??
১২. নার্স : ?? : ??
১৩. পতিতা : ?? : ??
১৪. ছিনাল : ?? : ??
পুরুষবাচক শব্দ : স্ত্রীবাচক শব্দ : জেন্ডার সংবেদনশীল শব্দ
১. চেয়ারম্যান : ?? : চেয়ারপারসন
২. জেলে : জেলেনী : ??
৩. লুচ্চা : ?? : ??
৪. কৃষক : ?? : ??
৫. বদমাইশ : ?? : ??
৬.কিষাণ : কিষাণী : ??
৭.গৃহস্থ : ?? : ??
৮. লুল : ?? : ??
একটা ব্যাপার খেয়াল করলাম যে, সমাজে নারীদের প্রতিই বেশি নোংড়া শব্দগুলো ব্যবহৃত হয়
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৫
আরজু পনি বলেছেন:
হা হা হা, ভয় পাইয়ে দিয়েছিলেন তো!
আমিতো ভাবলাম আপনি নয়া মডু নাকি
২| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৪
ফেলুদার চারমিনার বলেছেন: আপাতত একটা দিলাম, কৃষক- কৃষাণী
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৭
আরজু পনি বলেছেন:
কৃষক এর লিঙ্গান্তর কি কৃষাণী হয়??
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:১৭
আরজু পনি বলেছেন:
"কিষাণী" শব্দটা দিয়ে কিষাণের স্ত্রীকে বোঝানো হয়। কিন্তু নারী কৃষককে কি বলবো????
৩| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৫
মাস্টার বলেছেন: পতিতা - পতিত। যেমন জমি কে বলা হয় পতিত
মাগী - মাইজ্ঞা । যেসব পোলাপান মাগী দের মত আচরন করে।
নর্তকী - নর্তক
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৮
আরজু পনি বলেছেন:
হা হা হা ...দেখা যাক আরো সাজেশন আসে কি না
৪| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬
ফেলুদার চারমিনার বলেছেন: জেলে - মোস্টলি এটা পুরুশদের জীবিকা নির্বাহের পেশা, মহিলারা করলে তাকে মহিলা জেলে বলা যেতে পারে। বদমাইশ একটি উভলিঙ্গ শব্দ।লুইচ্চা কিংবা লুল ও তাই।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২০
আরজু পনি বলেছেন:
ওকে দেখা যাক আরো কেউ কোন সাজেশন দেয় কি না
৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১৬
ঈষাম বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২২
আরজু পনি বলেছেন:
কি হলো??!!
লিঙ্গান্তর করতে পাচ্ছেন না???!!! ব্যাকরণ সব ভুলে গেছেন এতো তারাতারি
৬| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২০
ফেলুদার চারমিনার বলেছেন: নার্স ও একটি উভলিংগ শব্দ, বাইরের দেশে মেল নার্স কিংবা ফিমেল নার্স বলা হয়ে থাকে।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৩
আরজু পনি বলেছেন:
দারুণ! আপনি তো অনেক সহযোগিতা করছেন...দেখা যাক আরো কিছু...
৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৪
মাস্টার বলেছেন: আফনে এইগুলা দিয়া কি করবেন? গালি দিতে চাইলে দিয়া ফেলছেন না কেরে?
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:২৭
আরজু পনি বলেছেন:
আরে না রে ভাই। জেন্ডার সংবেদী শব্দ খুজতে গিয়ে এগুলো নিয়ে পুরাই বিপদে আছি।
একটু চিন্তা করলেই দেখবেন যে, সমাজে নারীদের হেয় করার জন্যেই যতো বেশি বাজে শব্দ ব্যবহৃত হয়। তাই শুধু তুলে ধরা।
৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩৬
নাহুয়াল মিথ বলেছেন: আধুনিকতম জেন্ডার উত্তীর্ন শব্দ - ব্লগার
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪৬
আরজু পনি বলেছেন:
"ব্লগার" শব্দটা খুব কাজে লাগবে আমার। অনেক ধন্যবাদ।
৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪৩
হিবিজিবি বলেছেন: পুরুষবাচক শব্দ : স্ত্রীবাচক শব্দ
১. চেয়ারম্যান : চেয়ারপারসন
২. জেলে : জেলেনী
৩. লুচ্চা : ?? লুল (আজ থেকে লুচ্চার স্ত্রী বাচক লুল
৪. কৃষক : কৃষাণী
৫. বদমাইশ : (উভয়লিঙ্গ!! )
৬.কিষাণ : কৃষাণী
৭.গৃহস্থ : ?? গৃহস্থবউ
৮. লুল : মহিলা লুল!!(
আসলে ক্লীব লিঙ্গ)
স্ত্রীবাচক শব্দ : পুরুষবাচক শব্দ
১. সতী : ?? পতি
২. কুলটা : নিত্য স্ত্রী লিঙ্গ অথবা কুলাংগার
৩. অসতী : নিত্য স্ত্রী লিঙ্গ
৪. সতীন : ??
৫. বেশ্যা : ??
৬. কলংকীনি : ??
৭. নডী : ?? (নডী না নটি)
৮. নর্তকী : ?? নর্তক
৯. খানকী : ??
১০. বন্ধা : ??
১১. মাগী : ??
১২. নার্স : ?? (বয়
১৩. পতিতা : ?? পতিত
(আপনি চাইলে সব গুলোর জন্য নতুন কিছু শব্দ যোগ করতে পারেন। ভাষায় শব্দের পরিধি বাড়ানোর দরকার আছে না!! পরে আমরা সবাই মিলে বাংলা একাডেমিতে একটা স্বারকলিপি দিব যাতে এগুলো বাংলা ভাষায় সংযোগ করে!!
)
অ,ট,- হঠাৎ করে এই গবেষণায় নামলেন কেন, জাতি জানতে চায়!!!!
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:৫০
আরজু পনি বলেছেন:
দারুণ!
হঠাৎ করে নারে ভাই
আমাকে জেন্ডার স্টাডিজ পড়াতে হয়। সেখানে জেন্ডার সংবেদনশীল শব্দ নিয়ে আলোচনা করতে হয়। কিন্তু এসব শব্দ জেন্ডার সংবেদী শব্দের সাথে কঠিনভাবে সাংঘর্ষিক। তাই ভাবলাম ব্লগে দিয়ে দেখি....প্রয়োজনে উপযুক্ত শব্দ পেলে বাংলা একাডেমিতে স্বারকলিপি দেয়া যাবে, যেটা আপনিও বললেন।
অনেক কৃতজ্ঞতা
১০| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্ত্রীবাচক শব্দ : পুরুষবাচক শব্দ
১. সতী : উভলিঙ্গ। সতী নারী, সতী পুরুষ
২. কুলটা : ব্যাভিচারী
৩. অসতী : অসৎ। তবে এটাও উভলিঙ্গ হতে পারে। অসতী নারী, অসতী পুরুষ
৪. সতীন : একটা শব্দ দিচ্ছি 'দিধিষু।' কষ্ট করে নিজে অভিধান দেখে এর অর্থ দেখুন।
৫. বেশ্যা : প্লে-বয় বা ব্যাভিচারী বহুগামী
৬. কলংকীনি : ফুলের মতো পবিত্র বা ধোয়া তুলশিপাতা
৭. নডী (বানান ভুল) : নট-নটী
৮. নর্তকী : নর্তক
৯. খানকী : খাইনক্যা
১০. বন্ধা : বন্ধ্যা, এক্ষেত্রে নপুংসক হওয়া উচিত
১১. মাগী : মাইজ্ঞা
১২. নার্স : সেবক-সবিকা (ইং-নার্স)
১৩. পতিতা : প্লে-বয় বহুগামী
পুরুষবাচক শব্দ : স্ত্রীবাচক শব্দ
১. চেয়ারম্যান : চেয়ারপারসন (উভ)
২. জেলে : জেলেনি
৩. লুচ্চা : লুলানি
৪. কৃষক : কৃষাণী
৫. বদমাইশ : বেহায়া মাগী)
৬.কিষাণ : কিষাণী
৭.গৃহস্থ : লিঙ্গবাচক নয়
৮. লুল : লুলানি
তবে, অচিরেই দেখবেন বাংলায় লিঙ্গ সমস্যা চিরতরে দূর হয়ে গেছে। যেমন, 'স্যার', 'জনাব', 'মাননীয়' নারী-পুরুষ সবাইকে বলা হচ্ছে। এভাবে একদিন দেখবেন, বাবাকে 'বাবা' বা মাকে 'মা' বলতে হচ্ছে না, বাচ্চারা তাঁদের নাম ধরে ডাকছে
১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৫
আরজু পনি বলেছেন:
দারুণ! আপনার পোস্টগুলো যেমন সমৃদ্ধ কমেন্টও তেমন দারুণ ।
অনেক ভালো লাগলো
১১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৯
বেঈমান আমি বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:১৬
আরজু পনি বলেছেন:
কি লিঙ্গান্তর করতে ভুলে গেলেন এতো তারাতারিই
১২| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৯
নোমান নমি বলেছেন: পোষ্টে আছি।দেখি শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় যায়।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৩
আরজু পনি বলেছেন:
কৈ আর যাবে?
সামুর মধ্যেই থাকবে
১৩| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:২৬
মুনসী১৬১২ বলেছেন: হিবিজিবি ভাই আর ফেলুডা ভাই যেগুলো বলেচে ঠিক বলেছ... আ কিছু শব্দের নেই ....করা যেতে পারে
চেয়ারম্যান : চেয়ারপারসন
২. জেলে : জেলেনী
৫. বদমাইশ : (উভয়লিঙ্গ!!
৬.কিষাণ : কৃষাণী
৭.গৃহস্থ : ?? গৃহস্থবউ
কুলটা : নিত্য স্ত্রী লিঙ্গ অথবা কুলাংগার
নর্তকী : ?? নর্তক
নার্স ও একটি উভলিংগ
এগুলো ব্যকারণগত ভাবেই প্রচলিত..
অন্যগুলোর নতুন বিন্যান করা যেতে পারে
১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪৫
আরজু পনি বলেছেন:
কৃষাণী যতোদূর বুঝি কিষাণের স্ত্রীকে বলে। যে নারী নিজে কৃষিকাজ করে তার পরিচয় কি হতে পারে???!!!
নতুন বিন্যাসের জন্যেই এই পোস্টের অবতারণা। দেখি আরো কেউ কিছু দেয় কি না।
তবে অনেক ধন্যবাদ , উপযুক্ত শব্দ পেলে বাংলা একাডেমিতে স্বারকলিপি দেওয়া হতে পারে...সামুর পক্ষ থেকে
১৪| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৩০
মিনহাজুল হক শাওন বলেছেন: যা শিখসিলাম সব ভুলে গেলাম :#>
১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫৪
আরজু পনি বলেছেন:
হা হা হা হা
১৫| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪০
গেমার বয় বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:০০
আরজু পনি বলেছেন:
কি ব্যাপার গেমার বয়??!! পুরাই টাসকি খেলেন যে?! আপনারতো ব্যাকরণে লেটার মার্ক থুক্কু এ + ছিলো, এর মধ্যেই লিঙ্গান্তর করতে ভুলে গেলেন???????!!!!!!!!
১৬| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কয়েকটা জানতাম।
এগুলো উপরে মন্তব্যে এসে গেছে
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:০৫
আরজু পনি বলেছেন:
কিছু শব্দের অর্থে কনফিউশন থেকে যাচ্ছে...
পারফেকশান চাচ্ছি...
দেখা যাক আরো কোন সাজেশান আসে কি না...
১৭| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ২:৫৭
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: দোস্ত..... মেয়েরা কি বলবে, দোস্তিনী ?
এত দিন জানতাম মেয়েরা বলে, বান্ধবী..... আর আজকে বেইলী রোডে.... দুইটা ভিকি একে অপরকে... কড়া দুপুরে... ভিড়ের মধ্যে ...... দোস্ত দোস্ত বলে বাজখাই গলায় সে কি চিৎকার....!!
উপরের কমেন্টসে মজা পেলাম..
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:১২
আরজু পনি বলেছেন:
ইদানিং ছেলে-মেয়ে উভয়েই দোস্ত বলে। তবে আগের দিনে "সখি" "সই" বলতো।
ভিকিরা বেশ চটপটে...বেশ লাগে
১৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:২০
গেমার বয় বলেছেন: টাসকি খাইলাম আরকি...মাঝে মাঝে টাসকি খাইলে স্বাস্থ্য ভাল হয়।
আপনারতো ব্যাকরণে লেটার মার্ক থুক্কু এ + ছিলো
মনে পড়ে গেল বাংলাতে কি গ্রেড ছিল...
১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩১
আরজু পনি বলেছেন:
হা হা হা ধারণা কি খুব বেশি ভুল করেছি :-&
১৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৫৪
মিরাজ is বলেছেন: কিছু কিছু শব্দের লিঙ্গান্তরের প্রয়োজন নেই। কারন লিঙ্গ ভেদে তাদের কর্মকান্ড পরিবর্তন হয়না। অবশ্য কথাগুলো অন্য শব্দের জন্য প্রযোজ্য।
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৭
আরজু পনি বলেছেন:
এক কাজ নারী করলে একটা নাম দেওয়া হচ্ছে, কিন্তু পুরুষ সেই কাজ করলে তার কোন নাম নেই। যেমন ধরুন "কুলটা", "কলঙকীনি" ইত্যাদি।
২০| ১১ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:১৪
নতুন বলেছেন: ১. চেয়ারম্যান : চেয়ারপারসন ??
চেয়ারপারসন তো উভয় লিঙ্গ...
চেয়ারওম্যান হবে.
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯
আরজু পনি বলেছেন:
চেয়ারম্যান-এর জেন্ডার সংবেদনশীল শব্দ "চেয়ারপারসন", অনেক ডিপার্টমেন্টে এখন শুধু "চেয়ার"-ও বলে থাকে
২১| ১১ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:৪১
ফারিয়া বলেছেন: চেয়ারওম্যেন হবে!
আর যে কটা জানতাম, তা উপরে সবাই বলে দিয়েছে, তাই আবার বললাম না।
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৭
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, চেয়ারওম্যান স্ত্রীবাচক হতে পারে, কিন্তু জেন্ডার সংবেদনশীল হিসেবে " চেয়ারপারসন" শব্দটি ব্যবহার করাই শ্রেয় মনে হচ্ছে।
অনেক ধন্যবাদ ফিারিয়া
২২| ১১ ই এপ্রিল, ২০১২ ভোর ৫:২৭
নোমান নমি বলেছেন: এইটাতো খুব সোজা।
১. সতী : সতা
২. কুলটা : কুলটাটা
৩. অসতী : অসতা
৪. সতীন : সতীনা
৫. বেশ্যা : পুরুষ বেশ্যা
৬. কলংকীনি : কলংকীনা
৭. নটি : : নটা
৮. নর্তকী : নর্তকা
৯. খানকী : খানকা
১০. বন্ধা : পুরুষ বান্ধা
১১. মাগী : মাগা
১২. নার্স : নার্সা
১৩. পতিতা : পুরুষ পতিতা।
এবার বাকিগুলো
১. চেয়ারম্যান : টেবিলপারসন (টেবিলকে পুরুষ ধরে)
২. জেলে : জেলের বৌ
৩. লুচ্চা : লিচিস (এটা কলেজে বলতাম)
৪. কৃষক : কৃষকের বৌ
৫. বদমাইশ : বদমাইশি
৬.কিষাণ : কিষাণি
৭.গৃহস্থ : গৃপাদুকা (হস্ত আছে তাই)
৮. লুল : লুলী।
এইবার ম্যাডাম কন বাংলায় আমি কি পামু?
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৯
আরজু পনি বলেছেন:
পরীক্ষা নিয়ন্ত্রককে ফোন দিয়া নেই...
উত্তর পত্র মিলিয়ে পরে নাম্বার দিবো
১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪০
আরজু পনি বলেছেন:
তবে পরীক্ষার্থী যে মেধাবী তাতে সন্দে নেই
২৩| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৫৩
বান_দর বলেছেন: পুরুষবাচক শব্দ : স্ত্রীবাচক শব্দ : জেন্ডার সংবেদনশীল শব্দ
১. চেয়ারম্যান : ?? : চেয়ারপারসন
২. জেলে : জেলেনী : ??
৩. লুচ্চা : ?? : ?? = লুলান শাহ কুকাম।
৪. কৃষক : ?? : ??
৫. বদমাইশ : ?? : ?? = লুলান শান ব্যাকাম।
৬.কিষাণ : কিষাণী : ??
৭.গৃহস্থ : ?? : ??
৮. লুল : ?? : ?? = লুলান শাহ আকাম।
১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪২
আরজু পনি বলেছেন:
হই মিয়া, মানুষ থাইকা বানদর হইয়া বেবাক ব্যকরণ ভুলে গেছেন দেখি!!!
২৪| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৭
ডেভিড বলেছেন: গ্যালারীতে আছি - একই সাথে সিরিয়াস আর ফানি মন্তব্য ভালই লাগছে- আমি একটা ইস্যু রাখছি
ছাত্র এর স্ত্রী লিঙ্গ ছাত্রী ধরা হয় (যদিও ইদানীং তেমন মানা হয়না), সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার বৈশিষ্ট্যের কেউ যদি শিক্ষা গ্রহণে ইচ্ছুক হয় তাহলে একটা সমস্যাই বটে (যদিও আমাদের দেশে এ নিয়া এ মুহুর্তে চিন্তা না করলেও চলবে)
সামুর প্রথম দিকে কোন এক ব্লগারকে দেখেছিলাম নারী ব্লগারদের ব্লগী বলতে
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:০৮
আরজু পনি বলেছেন:
ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে "শিক্ষার্থী" চলতে পারে। এটা জেন্ডার সংবেদনশীল শব্দতো বটেই
"ব্লগার" নিজে একটা জেন্ডার সংবেদনশীল শব্দ, তাইতো মনে হয়
২৫| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:০৯
সবুজ সাথী বলেছেন: অনেকেই অনেকগুলো বলে দিয়েছেন। গৃহস্থ নিয়া সবাই ভুল করলেন। খুবই কমন শব্দ। অনেকেই আবার গৃহস্থ : লিঙ্গবাচক নয় বললেন।
৭. গৃহস্থ : গৃহিনী
১১ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩০
আরজু পনি বলেছেন:
আপনার জবাবটি যথার্থ।
এর জেন্ডার সংবেদনশীল শব্দ কি হতে পারে??
মানে গৃহস্থের বউ হলো গৃহিণী....আর যেই গৃহের মালিক নারী নিজে এবং অবিবাহিত, বিধবা বা ডিভোর্সী তখন সেই নারীকে কি বলা যেতে পারে??
২৬| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২২
সবুজ সাথী বলেছেন: কৃষক এর পেশায় নারীদের জন্য আলাদা করে কোন শব্দ নাই। তাই এটা উভয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে।
আমাদের এলাকার গ্রাম্য ভাষার একটা নমুনা দেই।
যারা জমিতে কামলা হিসাবে কাজ করে তাদের বলা হয় পাইঠ (এখানে ই এর উচ্চারণ হাল্কা হবে)।
এই কামলা যদি মহিলা হ্য় তাহলে তাদের বলা হয় রেজা।
উল্লেখ্য আমাদের এলাকায় সাঁওতাল মেয়েরা মাঠ্য কাজ করে।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৭
আরজু পনি বলেছেন:
"পাইঠ" এবং "রেজা" এ দুটো শব্দ বেশ লাগলো
তবে "কৃষক" নারী-পুরুষ উভয়ের জন্যে শব্দটি সর্বজনস্বীকৃত হলে ভালো হতো, কি বলেন?
২৭| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৪২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
আমি পড়াশোনায় কাঁচা!
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩
আরজু পনি বলেছেন:
উহু, একথা বললে কেমন করে হবে?!
রেগুলার চক, শ্লেট নিয়ে থুক্কু ল্যাপি নিয়ে চলে আসবেন আমার ব্লগে। নিজে না জানলেও জেনে ব্যকরণ শেখাবো আপনাকে
২৮| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৫১
রিমঝিম বর্ষা বলেছেন:
আপনি যা লিখছেন তাই জানতাম। তার বেশি জানিনা। পড়তে গিয়েও কেমন যেন বাধো বাধো লাগছিলো। যারা উচ্চারন করে কেমনে করে আল্লাহই জানে। সব গালি নারীর প্রতিই যায়। ইভেন যখন কোন পুরুষকেও গালি দেয়া হয় তখনও। 'খানকি' মেয়েদেরকে বলা হয়। আর যখন কোন পুরুষকে গালি দেয়া হয় তখন বলা হয় 'খানকির পুত'। রিক্সাওয়ালাদের বলতে শুনছি।
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, ঠিকই বলেছেন
তবে, পুরুষদের উদ্দেশ্য করেও গালি আছে কিন্তু । যেমন: "কুত্তার বাচ্চা", শুয়োরের বাচ্চা" ইত্যাদি। এগুলো কিন্তু শুধুই পুরুষবাচক শব্দ।
করার কিছু নেই, কাজের প্রয়োজনে ঢোক গিলে হলেও বলতে হয়
তবে বাজে উদ্দেশ্যে বলছি না, এই স্বান্তনা।
২৯| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৬
~মাইনাচ~ বলেছেন: কোন ডিকশনারী এডিটের দায়িত্ত পেয়েছেন নাকি??
ওই সময় , মানে ছোট্টবেলায়যে কি সব পড়েছিলাম এখনতো মনেই নাই
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
এখন মনে হচ্ছে ডিকশনারী একটা বানানো দরকার
৩০| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৭
~মাইনাচ~ বলেছেন: নোমান ভাই
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫২
আরজু পনি বলেছেন:
নোমান মেধাবী শিক্ষার্থী
৩১| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৩২
আকাশটালাল বলেছেন: লিঙ্গান্তর করুন
সর্বনাশ, পোস্টের শিরোনাম দেখে ভাবছিলাম sexual transplantation নিয়ে লিখছেন!!!!
ইংলিশ মিডিয়ামে পড়েছি বাংলার কাঁচা
১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৫
আরজু পনি বলেছেন:
ইংলিশ মিডিয়ামে পড়েছি, বাংলার কাঁচা... এটা কি কথা এ্যাঁ!!!
আপনি আগামী কল্য হইতেই লেপ্পি নিয়া চলে আসবেন। বিশেষ বিবেচনায় আপনাকে বাংলা শেখানো হইবেক :>
৩২| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪১
আকাশটালাল বলেছেন: চেয়ারম্যান - চেয়ারওমেন হবার কথা না!!!!!
খবরে বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এই কারনেই সবাই বলছে এটা।
চেয়ার হচ্ছে ক্লীবলিন্গ। ম্যান এরেইতো লিঙ্গান্তর হবার কথা!!! কি জানি
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:৩০
আরজু পনি বলেছেন:
" চেয়ারপারসন " শব্দটা জেন্ডার সংবেদনশীল শব্দ। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে।
তবে স্ত্রীবাচক শব্দ হিসেবে আপনার প্রস্তাবটা ভেবে দেখার মতো
৩৩| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৯
শায়মা বলেছেন: ১. চেয়ারম্যান : চেয়ারলেডি/ ওম্যান
২. জেলে : জেলেনী
৩. লুচ্চা : লুচ্চি ( মাংস /ভাজি দিয়ে খাওয়া লুচি না)
৪. কৃষক : কৃষকী
৫. বদমাইশ : মহিলা বদমাইশ
৬.কিষাণ : কিষাণী
৭.গৃহস্থ : গৃহস্থি
৮. লুল : লুলি
এখন শপিং এ যাই ।
ফিরে এসে মেয়েদের গুলা করে দেবো আপুনি।
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:০৬
আরজু পনি বলেছেন:
দারুণতো!
ভেবে দেখার মতো!
প্রস্তাব সাদরে গৃহিত হলো।
আরো ভোট পেলে পোস্টে এডিট করে নিব ।
অনেক ধন্যবাদ শায়মা
৩৪| ১১ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৯
~মাইনাচ~ বলেছেন: সাদা কাপড়ে যেনম দাঘ বেশি দেখা যায়, এবং দাঘটা অনেক দুর থেকেই দেখা যায়। ফুল যেমন অনেক দামী, অনেক পবিত্র, অনেক সম্মানী। ফুলের সুভাস যেমন মানুষকে আন্দোলীত করে, বিমোহিত করে, কিন্তু পচেঁ গেলে তার চেয়েও বেশি দুর্গন্ধ চড়ায়, নিদামী হয়ে যায়, ঠিক সেরুপ ভাল কিছু যখন পচেঁ যায় তার বিপরীতে কথাও রটে বেশি।
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:১৯
আরজু পনি বলেছেন:
তাহলে আপনার কথার মানে কি, নারীরা ফুলের মতো, অনেক দামী, অনেক পবিত্র, অনেক সম্মানী?!
তবে পুরুষরা কি অপবিত্র, কম দামী, কম সম্মানী?! আমি কিন্তু তেমন মনে করি না।
আমার তিন জগতের তিন পুরুষ, যাদের আমি দেবতার মতোই সম্মান করি। হয়তো মনের ঠাকুরঘরে পুজোও দেই।
আমাদের আসলে সবাইকে সমান নজরে/ মানুষ বিবেচনা করে দেখলেই সব ঝামেলা চুকে যায়।
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:২২
আরজু পনি বলেছেন:
এই জবাবটা প্রয়োজনে মুছে ফেলবো...বানানের ব্যাপারে মাইনাচকে কঠিনভাবে সতর্ক করা হচ্ছে। এর পর থেকে কিন্তু ফাইন করবো।
৩৫| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৭
জাতির নানা বলেছেন:
চরি, বুলে দুকে গেছি।
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৪৭
আরজু পনি বলেছেন:
হা হা হা হা...
নানা, ব্যাকরণ ভুলে গেলেন নাকি
৩৬| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৪
আবু সালেহ বলেছেন: ব্যাপক ঝামেলা.......
গৃহস্ত= গৃহিনী....এইটা কেন সবাই বললো না????
১২ ই এপ্রিল, ২০১২ সকাল ১১:৫১
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, ঝামেলাই বটে
গৃহস্থ=গৃহিণী...ধন্যবাদ।
কিন্তু গৃহস্থের বউকে বলে গৃহিণী..তাইতো?! কিন্তু যেই গৃহের মালিক নারী নিজে, এবং সে যদি অবিবাহিত, ডিভোর্সী, বা বিধবা হয়ে থাকে তবে তার ক্ষেত্রে কোন শব্দ প্রযোজ্য হতে পারে?
৩৭| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৬
শাহেদ খান বলেছেন: আপু, সমস্ত শব্দের যে লিঙ্গান্তর হয় না ! ব্যাকরণে কিছু 'নিত্য স্ত্রী-বাচক শব্দ' আছে (যেগুলোর পুরুষবাচক নেই); ঠিক তেমনি 'নিত্য পুরুষবাচক শব্দ'ও আছে ! দুইটার উদাহরণ তো এই পোস্টেই অনেকগুলো।
তবে পেশাগত বা অবস্থানগত কয়েকটা শব্দ উভয়ের জন্য একই। এগুলোকে আলাদা পুরুষবাচক ভেবে এর স্ত্রীবাচক খুঁজতে যাওয়া মনে হয় সময় নষ্ট হবে। যেমন - কৃষক, ডাকাত, রাষ্ট্রপতি ইত্যাদি।
মেয়ে'রা ডাকাতি করলে ওদেরকেও 'ডাকাত'-ই বলা হবে। কোনও মহিলা রাষ্ট্রপতি হলে, তাকেও রাষ্ট্রপতি-ই বলা হবে।
শুধুই নিজের ধারণা থেকে বলছি। ব্যাকরণে জ্ঞান অল্প !
১২ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:২২
আরজু পনি বলেছেন:
খুবই সুন্দর উপস্থাপন...ততোধিক সুন্দর ব্যাখ্যা।
পেশার ক্ষেত্রে সাধারণত নারী-পুরুষকে আলাদা করা উচিত নয়। যেখানে তাদের গুণ বিচার করা হয়।
অনেক ধন্যবাদ প্রিয় কবি ।
৩৮| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৫৪
রায়হান কবীর বলেছেন: নার্স কে বাংলাদেশে সিস্টার ও বলা হয়। সে হিসাবে আমরা হসপিটালে পুরুষ নার্সদেরকে বলি ব্রাদার।
নার্সিং পেশাতে এখনো নারীদের প্রাধান্য, হয়তো তাদের সেবাকরার জন্মগত বৈশিষ্ট্যের জন্যই। ফ্লরেন্স নাইটিঙ্গেল, দেখুন ক্রিমিয়ার যুদ্ধের কথা কয়জন আলোচনা করে? কিন্তু লেডী উইথ দ্যা ল্যাম্প, ফ্লরেন্স নাইটিঙ্গেল নিজেই স্মরণ করার ক্রিমিয়ার যুদ্ধের কথা।
নার্স শব্দ হোক সংবেদনশীল, তবুও এটা অনেক সম্মানের।
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:১৫
আরজু পনি বলেছেন:
সেবা করার জন্মগত বৈশিষ্ট্য...এই কথাটাতে একটু দ্বিমত আছে। বরং বলা যায়কি নারীরা মাতৃত্বের কারণে সেবা করার মানসিকতা অর্জন করে থাকে...? কারণ অনেক মেয়েই আছে যাদের সেবা করার মানসিকতা তেমন উল্লেখযোগ্যভাবে নেই। কিন্তু সে যখন "মা" হয় তখন কিন্তু তার সন্তানকে প্রকৃতিগতভাবেই যত্ন কর থাকে।
কিন্তু পুরুষরাও কি ভালো সেবা করতে পারে না? তবে সেবার ক্ষেত্রে এই পেশার নামটা একই হয় না কেন?
শেষে আপনার সাথে আমিও বলি "নার্স" শব্দটা হোক জেন্ডার সংবেদনশীল একটা শব্দ, যা নারী-পুরুষ উভয়ের জন্যেই প্রযোজ্য হতে পারে।
ধন্যবাদ ডাক্তার
৩৯| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৬
ধূসরধ্রুব বলেছেন: বাংলা ব্যকরণ বইতে এড করা হউক
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০৭
আরজু পনি বলেছেন:
দেখা যাক সব শব্দের ঠিকমতো জেন্ডার সংবেদনশীল শব্দ সবাই মিলে আবিষ্কার করতে পারি কি না....তারপর বিবেচনা করা যেতে পারে।
৪০| ১১ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৮
মামুণ বলেছেন: ধূসরধ্রুব বলেছেন: বাংলা ব্যকরণ বইতে এড করা হউক
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১২
আরজু পনি বলেছেন:
দেখা যাক, শব্দের টার্গেট মানে গুলো পেলে বাংলা একাডেমিতে প্রস্তাব রাখতেও পারি
৪১| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯
জেনারেশন সুপারস্টার বলেছেন: কিছু শব্দে লজ্জা পাইলাম:!>
১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪১
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আমি নিজেও লিখতে যেয়ে কয়েকদফা ঢোক গিলেছি। তবে দুঃখজনক হলো যে ব্লগে অনেককেই দেখি বিশেষ করে বাবা-মা তুলে গালি দিয়ে থাকে...বাবা-মা-রা কিন্তু সন্তানদের সাধারণত কোন বাজে কথা বলতে শিক্ষা দিতে চাননা। আর সন্তান ভালো ভাবে চলুক এই চেষ্টাই করে থাকেন। তবে যার দোষ তার জন্যে তার বাবা- মা কেন গালি খাবে???!!! এটা কি সকল বাবা-মা কেই অসম্মান করা হচ্ছে না???
৪২| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৬
আরজু পনি বলেছেন:
নতুন একটা শব্দ পেলাম, যদিও পরিচিত, তবে মনে ছিল না...ছিনাল...পোস্টে এ্যাড করে নিলাম।
১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০০
আরজু পনি বলেছেন:
"ছিনাল" বাংলা এই শব্দটি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। যার অর্থ হচ্ছে ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারণী স্ত্রীলোক
আশাকরি, সমাজ থেকে এসব একতরফা শব্দের বিলোপ হবে।
৪৩| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২১
জেনারেশন সুপারস্টার বলেছেন: ছিনালটা হিন্দী শব্দ।কোনএকভাবে বাংলাদেশে এসে এখন ইউজ হচ্ছে।এর অর্থটা হল ইছড়েপাকামী করা।তবে লিঙ্গান্তর জানিনা।
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:২৪
আরজু পনি বলেছেন:
"ছিনাল" বাংলা এই শব্দটি বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। যার অর্থ হচ্ছে ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারণী স্ত্রীলোক ।
আশাকরি, সমাজ থেকে এসব একতরফা শব্দের বিলোপ হবে।
৪৪| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৯
আকাশটালাল বলেছেন: খানকি/মাগী, ইংরেজীতে বলে prostitute এটাকে ইংরেজীতে লিঙ্গান্তর করলে দাড়ায় - male prostitute। এর সাথে আরো শব্দ আছে যেগুলোর মানে অনেকটা সেম - playboy, casanova, womeniser
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৪
আরজু পনি বলেছেন:
একটা বিষয় খেয়াল করলাম, মেয়েদেরকে যতোটা অবজ্ঞা, অপমান, অবহেলা আগের সময়গুলোতে করা হতো বর্তমানে তুলনামুলকভাবে কমে আসছে। তবে এটা শিক্ষিত সমাজে। অশিক্ষিত সমাজে এখনও আগের মতোই রয়ে গেছে।
তাই সভ্য হতে চাইলে শিক্ষার প্রয়োজন আগে। যদিও সামুর মতো যায়গায় দেশের সবচেয়ে সচেতন গোষ্ঠীই রয়েছেন কিন্তু এই সচেতন গোষ্ঠী দ্বারাই দেশে ব্যবহৃত সবচেয়ে নোংরা গালি গুলি, এবং মেয়েদের অসম্মান করে গালিগুলোই ব্যবহৃত হতে দেখা যায়। যা একটি সভ্য, শিক্ষিত সমাজে কোনভাবেই কাম্য নয়।
৪৫| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩১
ভুং ভাং বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৭
আরজু পনি বলেছেন:
৪৬| ১১ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪৪
আরজু পনি বলেছেন:
৪৭| ১১ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
রাহি বলেছেন:
:-<
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
আরজু পনি বলেছেন:
৪৮| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০২
নিয়ানডার্থাল বলেছেন: মাস্টার বলেছেন: গালি দিতে চাইলে দিয়া ফেলছেন না কেরে?
মজা পাইলাম
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০০
আরজু পনি বলেছেন:
উদ্দেশ্য যে কি, তা সময়েই বোঝা যাবে, ট্যাগেও আছে
তবে ব্লগে যেভাবে মাল্টিনিকের গালাগালি চলে..তারা কখনও গালির খড়ায় ভুগলে এই পোস্ট তাদের কাজে লাগবে
৪৯| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৭
যেড ফ্রম এ বলেছেন: শিরোণাম দেখে ভয় পেয়ে গিয়েছিলাম :-&
১৩ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৩
আরজু পনি বলেছেন:
যেই উদ্দেশ্যে এই পোস্ট দেয়া তা শিরোনামে লিখলে অনেকে বুঝতেই পারতো না
তাই সেটা ট্যাগে দিয়েছি...আর কথাগুলোকে ঘুরিয়ে অন্যভাবে উপস্থাপন করতে হয়েছে...রিএ্যাকশন দেখছি
৫০| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯
লিন্কিন পার্ক বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৪
আরজু পনি বলেছেন:
৫১| ১১ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৪৫
ফাষ্ট এন্ড ফিউরিয়াস বলেছেন: পোষ্ট হিট খাইছে ।
এমন অনেক শব্দ আছে যে শব্দগুলোর বিপরীত লিঙ্গের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় সেটা জানা নাই। কিন্তু আপনি বেছে বেছে এমন কিছু শব্দ তুলে এনেছেন যে শব্দগুলো শুনতে..
এখন আপনি বলতে পারেন শব্দগুলো ব্যবহার হতে পারলে লিখতে দোষ কি ? তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি বাসায় যেভাবে কথা বলেন সেভাবে কি সব যায়গায় কথা বলেন?
এই পোষ্টে এমন অনেকের কমেন্ট আছে যারা ব্লগে ধুমায়া গালি দেয় মাল্টিতে আবার এইখানে আর কইলাম না।
( আমিও ব্লগে অনেক গালি দিয়েছি । তবে ততক্ষন পর্যন্ত দেয়না যতক্ষন পর্যন্ত না দিয়ে থাকা যায়। )
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:০১
আরজু পনি বলেছেন: বেছেই এনেছি, কথা সত্য।
বাসায় যেভাবে কথা বলি সেভাবে সব জায়গায় বলা হয়তো যায় না, কিন্তু ব্লগে যারা মাল্টিনিক নিয়ে "অমুকের পুত" " তোর মায়ের..." এগুলো কি নারী বিশেষ করে মায়েদেরকেই অসম্মাণ করা হচ্ছে না??!!
গালি যদি দিতেই হয় তবে যাকে গালি দেবার তাকেই কেন দেয়া হচ্ছে না, তার বাবা-মা কে কেন অসম্মাণ করা হচ্ছে??!!!
কোন বাবা-মা কি সন্তানদের খারাপ কাজ করতে শিখিয়ে দেয়???
যারা মুখ খুলে শখ মিটিয়ে গালি দেন তারা কি যুক্তি দিয়ে কথা বলতে জানেন না? যদি জানেন তবে যুক্তি দিয়ে কথা বলে নিজে সভ্য সেই পরিচয় দিন।
গালি দিয়ে, অসম্মাণ করে কাওকে হেয় করলেই জয়লাভ করা হয়ে যায় না, নিজে অনেক বেশি সম্মানিত হওয়া যায় না।
সামহোয়্যারইন ব্লগ শুধু বাংলা ভাষাভাষীদের জন্যেই ব্লগ নয় এটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে থাকে সারাবিশ্বের বাংলা ভাষাভাষদের কাছে। সেখানে প্রায়ই মধ্য রাতে শুরু হয়ে যায় মাল্টিনিক দিয়ে কে কাকে কতো গালি দিবে। এসব কি আমাদের মর্যাদা বাড়াচ্ছে???????????? মাল্টিনিক হোক আর যেই নিকই হোক উগ্র, বাজে আচরণ কখনোই গ্রহণীয় নয়। ব্লগ গালাগালি প্র্যাকটিস করার জায়গা নয়। এটাকে অনেক ভালোভাবে কাজে লাগানো সম্ভব।
আপনাকে অনেক ধন্যবাদ। এধরনের মন্তব্য পেলে কথা বলতে সুবিধে হয়। আশা করি যোগাযোগ নিয়মিত হবে।
৫২| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সত্য করে বলেন তো আপনি কি পাবনা থেকে ঘুরে আসছেন
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৫
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আপনাকে তো তাই চেনা চেনা লাগছে
আমার কথা মনে আছে? আরজু পনি আপা বলে ডাকতেন, আপনাদের সাইকোলজিক্যাল কাউন্সেলর
বাই দ্য ওয়ে, আমার পোস্টিং এখন সামহেয়্যারইন ব্লগে, যারা ওখান থেকে এলো, তাদের ফলোআপের জন্যে
৫৩| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৬
ইউসুফ খান বলেছেন: লুচ্চা- লুচ্চি
বদমাইশ- বদমাইশনী
লুল- লুলি
আচমকা গবেষণার ফল। ভুলভাল হলে মাইন্ড খায়েন না।
আছেন তো ভালো ???
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৮
আরজু পনি বলেছেন:
আরে না, মাইন্ড করবো কেন??
আমি নিজেই তো খুঁজে পাইনি ।
এগুলোর জেন্ডার নিরপেক্ষ কোন শব্দ জানতে পারলে জানাবেন আশা করি
৫৪| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৭
নতুন বলেছেন: ৭. নটি : ?? : ??
৮. নর্তকী : ?? : ?
নটি আর নত`কী কি একই শব্দ না?
"" নটিনী নটিনী [ naṭinī ] বি . ( স্ত্রী . ) 1 নর্তকী ; 2 বাইজি ; 3 বারাঙ্গনা ; গণিকা। [ বাং . < সং . নটী-তু . হি . নটনী ]""
৪. কৃষক : কৃষাণী
৬.কিষাণ : কিষাণী
কৃষক= কিষাণ ..
"" কিষাণ, কিষাণ, কিষান [ kiṣāṇa, kiṣāna ] বি. কৃষক, চাষি। [সং. কৃষাণ]। বি. (স্ত্রী.) কিষাণি, কিষানি।"" Click This Link
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৬
আরজু পনি বলেছেন:
"নটী" শব্দটি নঞর্থক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
যদিও "নট" শব্দটা নর্তক, অভিনেতা ইত্যাদি ক্ষেত্রে এবং নষ্টচরিত্র, ব্যভিচারী, লম্পট ইত্যাদি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
আমি সত্যিই আপনার কাছ থেকে অনেক উপকৃত হলাম। এমন সহ ব্লগার পেলে সত্যিই অনেক ভালো লাগে। লিংকটা দারুন কাজের। নিজে লাইক দিয়ে ফেবুতে নিয়ে নিয়েছি।
প্রযোজনে যখন তখন কাজে লাগবে।
৫৫| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: "ম্যাসকুলিন ডমিনেশনের অস্ত্র" শিরোনামও দেয়া যেত।
উপরের ১৪টা শব্দ ব্যাপক প্রচলিত, কিন্তু ওগুলার কোন পুরুষ ফর্ম পাবেন না কারন, এরা শুধু নারীদের আক্রমন করার জন্যই তৈরী হয়েছে। আভিধানিক কিছু খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ওগুলো প্রচলিত না।
সবগুলো শব্দই লিঙ্গ এবং চরিত্র সম্পর্কিত এবং মানুষের চরিত্র সম্পর্কে অপমানসূচক গালি হিসাবে ব্যাবহার হয়। কিন্তু টার্গেট শুধুই নারী। অভিনেত্রী থেকে জননেত্রী, সবাই এ ধরনের গালিগালাজের শিকার।
তবে এই "মেল ডমিনেশন" পুরো মানবজাতিরই আচরনগত সমস্যা! যেমন, ফ্রেঞ্চ ভাষায় সবকিছুর লিঙ্গ আছে, সেখানে ইনফেরিওর বস্তুগুলার বেশির ভাগই ফেমিনিন! ইংরেজিতেও "বিচ" এর মত কমন গালি'র কোন পুরুষ ভার্সন নাই! বাংলা'র মত এত মহৎ একটা ভাষায় এধরনের শব্দের উপস্থিতি আসলেই দুঃখজনক।
আশা করি মানবজাতি'র শিক্ষা ও নৈতিক উন্নয়নের মাধ্যমে যেভাবে দাসপ্রথা বা সাম্রাজ্যবাদের মত কলংকিত অধ্যায় মুছে গেছে তেমনই এটাও একদিন মুছে যাবে ইনশাল্লাহ।
যাইহোক, কিকিং পোস্টটার জন্য ধন্যবাদ।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৭
আরজু পনি বলেছেন:
আমিতো পোস্ট দিয়ে ভয়েই ছিলাম, যে গালি কি পরিমাণ খেতে হয় কে জানে
যদিও আত্নবিশ্বাস ছিলো যে জবাব ঠিক মতোই দিতে পারবো। তাই একেবারে ঘাবরে যাই নি।
হ্যাঁ, "মেল ডমিনেশন" এই মানসিকতা থেকে বেরুতে পারলে তবেই হয়তো সম্ভব সবাইকে মানুষ হিসেবে বিবেচনা করা। যদিও ইদানিং এই ডমিনেটিং মেন্টালিটি থেকে কেউ কেউ বেরিয়ে আসার চেষ্টা করছেন, আশাবাদী আমি।
শেষে আপনার কথার সাথে সুর মিলিয়ে বলি "...মানবজাতি'র শিক্ষা ও নৈতিক উন্নয়নের মাধ্যমে যেভাবে দাসপ্রথা বা সাম্রাজ্যবাদের মত কলংকিত অধ্যায় মুছে গেছে তেমনই এটাও একদিন মুছে যাবে ইনশাল্লাহ।
অনেক ভালো থাকুন।
আপনার মন্তব্যের গঠনমুলক আলোচনা সত্যিই অনেক ভালো লাগে।
৫৬| ১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০
মাথা খারপ মানুষ বলেছেন: পোষ্ট প্রিয়তে নিমু কিনা ভাবতেছি
গালাগালি ভালো কালেকশন
পোষ্টে +++
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১০
আরজু পনি বলেছেন:
হুমম, ঠিকই কখনো গালির খরায় কেউ ভুগলে তাকে দিতে পারবেন।
ধন্যবাদ মাথা খারপ মানুষ
৫৭| ১২ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮
~মাইনাচ~ বলেছেন: অবশ্যই নারীর মর্যদা পুরুষের চেয়ে বেশি। অন্তত আমি সেটাই মনে করি। সেটার মানে সম্মান দেয়া ওই জাতিকে।
বানান?
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৩
আরজু পনি বলেছেন:
এতো বেশি সম্মান দিয়ে পরে তাকে আছাড় না দিয়ে তাকে সাধারণর ভীড়েই নাহয় রাখুন।
তবুও ক্ষেত্র বিশেষে তাকে এতো অসম্মাণ করার কোন মানে হয় না।
খুব খেয়াল করলেই আস্তে আস্তে বানান ঠিক হয়ে যাবে
৫৮| ১৩ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪২
ছায়াপাখির অরণ্য বলেছেন:
বোহেমিয়ান
চিরকাল পুরুষের দখলে থাকা একটা শব্দ!
গৃহত্যাগী
গৃহত্যাগী শব্দটা নারীর অভিধানে নেই। নারী গৃহত্যাগী হয় না, হতে পারে না।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০০
আরজু পনি বলেছেন:
আপনার সাথে সহমত।
তবে "যোগীনি" মনে হয় গৃহত্যাগীর স্ত্রীবাচক শব্দ হতে পারে।
আর "পর্যটক" বা "ট্যুরিস্ট" শব্দটি জিন্ডার নিরপেক্ষ শব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে, কি বলেন?
ধন্যবাদ অনেক। এদুটো শব্দ মাথায় আসে নি ।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৮
আরজু পনি বলেছেন:
আপনারে কঠিনভাবে মাইনাস
আপনার ব্লগে যেয়ে দেখি সব শ্মশান
এতো সুন্দর একটা নিক, আর সেখানে যেয়ে কিছুই বলতে পারলাম না
আপনি ফেবুতে থাকলে ব্লগে লিংক দেয়া আছে, ওখানে মেসেজ করে আপনার আইডির খোজ দিলেই হবে।
আপনারে আবার সব আনড্রাফট করাবো। হুহ!
৫৯| ১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৪
নাঈম আহমেদ আকাশ বলেছেন: ইয়া আল্লাহ ।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯
আরজু পনি বলেছেন:
ব্লগে সম্ভবত কখনো গালাগালি করেননি, তাই না?!
খেয়াল করলে দেখবেন, যে শব্দগুলোকে আমরা মুখে বলতে অস্বস্তি বোধ করছি, সুযোগ পেলে সেগুলোকেই মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছি।
নারীদেরকে হেয় করার জন্যেই এসব শব্দের ব্যবহার, পুরুষরা একই কাজ করলেও তাদের ক্ষেত্রে এসব শব্দ নেই বললেই চলে।
৬০| ১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৫
নেক্সাস বলেছেন: গৃহস্ত= গৃহিনী
সোনাবীজের কমেন্টে সহমত
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪
আরজু পনি বলেছেন:
গৃহস্থ= গৃহিণী এদের জেন্ডার নিরপেক্ষ শব্দ কি হতে পারে?
নেক্সাস-এর পোস্ট পড়ার অপেক্ষায় আছি।
৬১| ১৩ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫০
নেক্সাস বলেছেন: কিছু শব্দ নিত্য পুরুষবাচক আবার কিছু নিত্য স্ত্রীবাচক; এটা ব্যাকরন স্বীকৃত।
আর পেশাগত ক্ষেত্রে লিংগান্তর হয়না।
পেশা তার নিজের পরিচয়ে ব্যাক্তিকে ফুটিয়ে তুলে।
এখানে ব্যাক্তি মূখ্য না।
পেশাটাই মূখ্য।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৮
আরজু পনি বলেছেন:
পেশাগত ক্ষেত্রে লিংগান্তর হয়না।
পেশা তার নিজের পরিচয়ে ব্যাক্তিকে ফুটিয়ে তুলে।
এখানে ব্যাক্তি মূখ্য না।
পেশাটাই মূখ্য।
পুরোপুরি সহমত
সেই শব্দগুলোর নিরপেক্ষ শব্দ চাই। যেমন: কামার, কুমার, তাতী, জেলে, কৃষক , ধোপা, মুচি
৬২| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
যাযাব৮৪ বলেছেন: পোষ্টে +++
মন্তব্য লিখুম ২দিন পর.............।
১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৯
আরজু পনি বলেছেন:
হা হা হা
মজারতো.............।
৬৩| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
যাযাব৮৪ বলেছেন: বুঝছি...................সবাইকে ব্যাকারন শিখানোর পা্য়তারা....................।
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩২
আরজু পনি বলেছেন:
না রে ভাই, কিছু শব্দ বাতিল হওয়া উচিত। যার ব্যবহার করা মানে নারী জাতিকে অসম্মান করা।
তাই এভাবে উপস্থাপন করা।
৬৪| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৫
মুনসী১৬১২ বলেছেন: শুভ বৈশাখ
১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ মুনসী ।
শুভ বৈশাখ
৬৫| ১৩ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
সত্য কথায় যত দোষ ! বলেছেন: শব্দগুলোর লিংগান্তর জানাই যদি উদ্যেশ্য হতো তাহলে পোস্টদাতা নিজেই তা অতি সহজেই করতে পারতেন। আর উদ্যেশ্য যদি একধরনের বিকৃত "সুরসুরি প্রশমন" তাহলে পোস্ট স্বার্থক।
১৪ ই এপ্রিল, ২০১২ রাত ৮:১৪
আরজু পনি বলেছেন:
অতি সহজেই কোন অভিধান বা ব্যাকরণ বই বা ওয়েবসাইট, সেটা যদি বলে দিতেন তবে কষ্ট করে এভাবে খোঁজ করার কোন মানে হয় না।
আর সামুতে যারা গালিগালাজ করে তাদের জন্যে তো একটা ব্যবস্থা করতে হয়... তারা যদি কখনো গালির খড়ায় ভোগে তখন এই পোস্ট থেকে নিতে পারবে। আর কাউকে গালি দিতে যদি বাবা-মা কে অসম্মান করতে হয় তবেও এই পোস্ট তাদের সাহায্য করবে। আর নারীদেরকে তুলো ধুনো করতে, অসম্মাণ করতেও বেশ কাজে লাগবে।
সরকারী দলের, বিরোধী দলের নারীদেরকে কতো ধরনের বাজে গালি দেয়া যায় সেগুলো সামুর গালিবাজ পোস্টগুলো থেকে সংগ্রহ করে এখানে জড়ো করতে হবে।
আপনার নিক আর মন্তব্যটা বেশ লাগলো। আশাকরি নিয়মিত যোগাযোগ হবে। আমার এমন মন্তব্যকারীই পছন্দ, যারা সরাসরি কথা বলেন।
শেষে একটা প্রশ্ন, আপনি কি ট্যাগ সহ পোস্টটি পড়েছেন? আপনার মন্তব্যের আগের মন্তব্যের জবাব গুলো দেখেছেন?
৬৬| ১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:৪২
লুৎফুল কাদের বলেছেন: আমি যেকয়টা পারতাম-তা অনেকেই পারে!
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৪
আরজু পনি বলেছেন:
কিছু শব্দের বিলোপ সাধন দরকার।
ধন্যবাদ ।
৬৭| ১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:২২
কেনজিয়া বলেছেন: অনেক কঠিন শব্দ।
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৫
আরজু পনি বলেছেন:
হয়তো ঠিকই বলেছেন
৬৮| ১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০০
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: মাইনষের লিঙ্গ নিয়া লাগছো কেনু সাবধানে থাইকো, লিঙ্গের ওপরে কইলাম বিচ্ছাস নাই
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৩
আরজু পনি বলেছেন:
সাম্যের প্রয়োজনে অনেক সময় অনেক প্রসঙ্গ আসতে পারে।
আপনের নিজের উপর বিচ্ছাস আছে তো??!!
৬৯| ১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৩
দীপান্বিতা বলেছেন: শুভ নববর্ষ! .....দারুন একটা বিষয়......আপনার থেকেই কিন্তু উত্তরগুলো চাই!
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৭
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বিষয়টা এখানে যতোটা না কদর্য লাগছে বাস্তব জীবনে এর ব্যবহার আরো ভয়াবহ
উত্তর শেষ পর্যন্ত যথার্থ না পেলে চরমভাবে নিরুৎসাহিত করবো এসব শব্দ ব্যবহারে ।
যে সব শব্দ মানবতাকে অসম্মান করে তা অবশ্যই বিলুপ্ত হওয়া উচিত।
ধন্যবাদ দীপান্বিতা
৭০| ১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৯
নীলতারা বলেছেন: শব্দগুলোর মধ্যে বেশ কিছু অশ্লীল।
এসব শব্দের লিঙ্গ বের করে কী করবেন? আপনি কিছু শব্দকে বাংলা থেকে মুছে ফেলার চেষ্টাটা করে দেখতে পারেন...
১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:০৮
আরজু পনি বলেছেন:
এইতো যথার্থ বলেছেন।
শ্লীল, অশ্লীল একটা বিষয় বটে। তবে মানবতার অসম্মান হয় যে সব শব্দে তার বিলোপ সাধনই হওয়া উচিত।
অনেক ধন্যবাদ নীলতারা
৭১| ১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৩৫
ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন:
বাংলা ২য় পত্রে তিন মার্ক কেন কম পাইছিলাম, এখন বুঝতে পারতেছি !! :-<
১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৮
আরজু পনি বলেছেন:
এধরনের শব্দ জানার চেয়ে ৩ নম্বর কম পাওয়া ঢের ভালো।
পরবর্তীতে নিশ্চয়ই অন্য বিষয়ে সেই দুঃখ মোচন হয়েছে
৭২| ১৪ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
নাআমি বলেছেন: হায় হায়, এসব কি !! যাই ভাগি এখান থেকে, আমার দ্বারা এসব সম্ভব না,,,,,,,,,,,, , কি কঠিন ব্যাপার স্যাপার :#>
তবে ভাল লাগা আর শুভেচ্ছাটা কিন্তু দিয়ে গেলাম .....
শুভ নববর্ষ......অনেক অনেক ভাল ও সুন্দর ভাবে কাটুক জীবনের প্রতিটা মুহুর্ত.....
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৪
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, যারা এসবের চর্চা করতে চান না, এসেবের চর্চা দেখতে চাননা তাদের কাছে কঠিন বৈ কি।
তবে কি জানেন, এই কঠিন লাগাটা যদি সবার ক্ষেত্রেই হতো তবে কতোই না ভালো হতো।
জবাব দিতে একটু বেশিই দেরী হয়ে গেল, আশা করি এই সীমাবব্ধতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
৭৩| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৪০
হিড্ন্ ম্যান বলেছেন: এখান থেকে পালিয়ে যাবো কিনা ভাবছি
শুভ নববর্ষ!
২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৫৯
আরজু পনি বলেছেন:
হা হা হা, পালানোর কি দরকার, শব্দগুলো কোথায়্ও বাজে ইঙ্গিত করে ব্যবহার করতে দেখলে তাদের নিরুৎসাহিত করবেন। তবেই হবে।
ধন্যবাদ, অনেক ভালো থাকুন
৭৪| ১৪ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০৮
ভালো থাকতে চাই বলেছেন: বাপরে এখানে সব মেধাবীদের আড্ডা খানা দেখছি ।
আমি এখান থেকে একটু শিখতে পারি কিনা দেখি
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
আরজু পনি বলেছেন:
যা বললেন!
হয়তো আগেই জানা ছিলো, এখন শুধু এগুলোকে বাজেভাবে প্রয়োগ করতে নিরুৎসাতি করা। শেখার মধ্যে এই আরকি...চর্চা করা।
আর কর্মক্ষেত্রে জেন্ডার নিরপেক্ষ শব্দ ব্যবহারে করার চেষ্টা
৭৫| ১৫ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২৫
সত্য কথায় যত দোষ ! বলেছেন: আমার নিকই বলেদেয়- সত্য কথায় যত দোষ! আপনার অনেকগুলো মন্তব্য দেখেও আমার বক্তব্যের সত্যতা প্রমানিত।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৯
আরজু পনি বলেছেন:
হা হা হা, নামে কি-বা যায় আসে!
নাম নয়, গুনে পরিচয় ।
আপনার প্রথম বক্তব্যের জবাবে আপনার সহযোগিতা চেয়েছিলাম, সেটাতো আগে করেন। কোন ওয়েব সাইটের লিংকতো দিবেন যেখান থেকে এসব শব্দের সমাধান পাবো, ঠিক আমি যা খুঁজছি তাই।
আর আপনার প্রথম বক্তব্য অনুযায়ী এটা " সুরসুরি প্রশমন" টাইপ পোস্ট! তা কোন কোন নম্বরের মন্তব্যের জবাবে আপনার বক্তব্যের সত্যতা প্রমাণিত তাতো জানিয়ে যাবেন!
৭৬| ১৫ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:২৪
ভুং ভাং বলেছেন: অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ।কেন আপনি জানেন।ব্লগ লিখায় আপনাদের উপদেশ পরামর্শ আমার স্প্রিহা বাড়াবে ।
২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৫০
আরজু পনি বলেছেন:
কেন???!!!!!
উপদেশ, পরামর্শতো থাকবেই, যদিও ব্লগে আমি নিজেই মোটামুটি নতুন।
শুভকামনা সবসময়ের জন্যে
৭৭| ১৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৭:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কয়েকদিন আগে একটি প্রশিক্ষণ চালাচ্ছিলাম। আমাকে এক পার্টিসিটেন্ট বলল, আচ্ছা আপা পতিতা কেন বলে??? শুধু সমাজ থেকে তারা পতিত হয় বলে,,,,,,,,,কিন্তু যারা তাদের কাছে যায় তারা কি পতিত নয়??????????? তারা তাদের বেশ্যা বলে ডাকে।
হায়রে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৬
আরজু পনি বলেছেন:
হায়রে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা! হয়তো ঠিকই বলেছেন।
যারা যায় তারা টাকা খরচ করে যায় আর যারা করছে তারা অভাবে (সাধারণত) পড়ে করছে।
বেশ্যার পুরুষবাচক কোন শব্দ নেই !!
৭৮| ১৬ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আপনার পোস্টের ভাবার্থ নিয়ে ভেবে দেখলাম, অনেকটাই একমত আপনার সাথে। তবে পোস্ট টি আর একটু বিশ্লেষণী লিখলে ভালো হত। শুভকামনা আপি!
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৭
আরজু পনি বলেছেন:
পোস্টটি নিয়ে বিশ্লেষণ করেই লিখবো। আপাতত মতামত সংগ্রহ করছি।
অনেক ধন্যবাদ চয়ন
৭৯| ১৬ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:১৯
নতুন বলেছেন: লেখক বলেছেন:...>>>> আমি সত্যিই আপনার কাছ থেকে অনেক উপকৃত হলাম। এমন সহ ব্লগার পেলে সত্যিই অনেক ভালো লাগে।
সব ব্লগার হিসেবে তো আর কিছু চাইবার নেই কারুর কাছে.,..
আমরা একে ওপরেরে যদি একটু উপকারে আসতে পারি তাহলে তো ক্ষতি নেই///
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪২
আরজু পনি বলেছেন:
কতো সুন্দর করে বললেন! এমন করে যদি সবাই ভাবতে পারতাম তবে কতো অশান্তির পরিসমাপ্তি হতো।
অনেক অনেক ভালো থাকুন নতুন
৮০| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:১৫
রেজোওয়ানা বলেছেন: নটি, নর্তকী এই শব্দ গুলো তো খারাপ না! এটা প্রফেশনের সাথে জড়িত! আগে যারা নাচ করতো, তাদের কেই নটি বলা হতো!
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৯
আরজু পনি বলেছেন:
শব্দগুলোর উৎপত্তি না হয় ভালো অর্থেই আবিস্কৃত হয়েছিল, কিন্তু দেখুন বর্তমার সময়ে তা গালি হিসেবেই ব্যবহৃত হচ্ছে। এমনকি এখন যারা নাচ করেন তারাও কিন্তু নিজেদের নর্তকী না বলে নৃত্যশিল্পী বলছেন।
আমার যেটা মনে হয়, আগের রাজা-বাদশাহদের সময়ে যেসব নারী তাদের জলসা ঘরে নৃত্য পরিবেশন করতো তারা নৃত্যের পাশাপাশি রাজা-বাদশাহদের মনোরঞ্জনের জন্যে নিজেদেরকে উৎসর্গও করতেন। ফলে সেই পেশা হয়ে গেছে পাপযুক্ত পেশা এবং তা সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা হারিয়েছে। যার কারণে এটাকে ভালো ভাবে পরবর্তীতে গ্রহণ করা তেমন করে হয়ে উঠেনি।
৮১| ১৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২৯
রেজোওয়ানা বলেছেন: ধুর পুরা মন্তব্য শেষ করার আগেই পোস্ট হয়ে গেলো!
*নট......নটী
*নর্তক..........নর্তকী।
* মাগী (এটা এখন আমরা গালি হিসাবে ব্যাবহার করলেও এটা মূল অর্থ হলো মেয়ে বা মহিলা).....মর্দ।
* পতিতা( বর্তমানে এটা বিশেষ প্রফেশনে জড়িত থাকলেও এক সময়ে এটা সামাজে যে কোন নৈতিককতা থেকে বিচ্যুতদের জন্য ব্যাবহার কর হতো। আপনি যদি সপ্তদশ অস্টাদশ শতকের বাংলা বই গুলো পড়েন, দেখবেন কেউ ধর্মান্তরিত হলেও তার জন্য পতিতাটা টার্ম টা ব্যাবহার কর হতো).......পতিত।
* কৃষক এবং কৃষাণ এর দুটারই স্ত্রী লিংগ কৃষানী!
*জেলে ...... জেলেনী
*গৃহস্থ........গৃহিনী
*বন্ধ্যা....উভলিঙ্গ!
আর কিছু শব্দ আছে যে গুলো নিত্যস্ত্রীবাচক বা নিত্যপুরুষবাচক! কখনো ভাবা হয়নি যে এই গুনাবলীর অন্য লিংগেরও হতে পা রে। তেমনই একটা হলো সতী, এবং অসতী! কারণ যুগে যুগে ভাবা হয়েছে এই সতী -অসতীর বিষয়টা শুধু মাত্র মেয়েদের জন্যই প্রযোজ্য, সতীত্ব রক্ষা করা শুধু তাদের কাজ, ছেলেদের কখনো এই বিষয়টার দরকার হয় না, তাদের কখনো কৌমার্য নষ্ট হয় না! সুতরাং যে জিনিসটাই তাদের জন্য প্রযোজ্য নয়, সেটার বিশেষ্য বিশেষণ আসবে কিভাবে?
তবে কিছু কিছু শব্দ অবশ্যই বাংলা ভাষা থেকে বাদ দেয়া উচিত।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০১
আরজু পনি বলেছেন:
নট-নটি
নর্তক- নর্তকী
এদের পুরুষবাচক এবং স্ত্রীবাচক উভয় শব্দই রয়েছে এবং তা পৃথকভাবে নর-নারীকে বুঝিয়েছে।
"মর্দ" শব্দটি শক্তিশালী পুরুষ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও তা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে পুরুষের পৌরষনিয়ে সন্দেহ করে এই শব্দ "মরদ" হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
আর "মাগী" কথাটার অর্থ মেয়ে হলেও তা গালি হিসেবে বাজে মিনিং করেই ব্যবহৃত হয়ে থাকে।
কিষাণী কিন্তু কিষাণ-এর স্ত্রীকে
জেলের স্ত্রীকে জেলেনী
গৃহস্থের স্ত্রীকে গৃহিণী বলা হলেও
যে নারী নিজে কৃষি কাজ করেন, মাছ ধরেন, যার নিজের বাড়িতে থাকেন এমন স্ত্রীদের পরিচয় দেবার মতো কোন নাম বা সম্বোধন নেই।
ছেলেদের কৌমার্য নষ্ট হয়তো হয় না, তবে তারা কি মানুষ থেকে পশুর স্তরে নেমে যাচ্ছেন না?! যদি জীববৃত্তিকে নিয়ন্ত্রণ করতে মানুষ নাই পারলো তবে মানুষ আর পশুর মধ্যে কোনই প্রভেদ দেখি না।
আপনার শেষ কথার সাথে সহমত জানিয়ে আম্যিও বলি যে সব শব্দে মানবিকতা নেই তার বিলোপ হওয়াই শ্রেয়।
অনেক সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ রেজোওয়ানা
৮২| ১৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৫৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ছোটবেলায় পড়েছিলাম নিত্য স্ত্রীবাচক শব্দ, যার পুরুষবাচক শব্দ নেই। আবার কিছু শব্দের স্ত্রীবাচক শব্দ থাকে না। অনেক বছর আগে পণ্ডিতেরা যা খুজে পান নাই, আমরা তা খুজ্তে গেলে সময়েরই অপচয় হবে। ফান পোস্ট হলে অবশ্য আলাদা কথা
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৭
আরজু পনি বলেছেন:
এটা মোটেও ফান পোস্ট নয় তা পোস্টের ট্যাগ খেয়াল করলেই বুঝবেন।
আগের দিনে নারীরা হেরেমবাসিনী ছিলো বলে বর্তমান সময়ের নারীরাও আগের সময়ের মতো লাঞ্ছিত হয়েই যাবে তা আশা করাটা কি ঠিক! তবে যুগের পরিবর্তনে তো সেই পন্ডিতদের কথা মেনেই বসে থাকতে হবে।
প্রকৃতিবাদের জনক রুশো কিন্তু নারীদের শিক্ষা গ্রহণ না করে বরং ঘরে থাকাকেই প্রাধান্য দিয়েছেন! রুশোর মতো পন্ডিতব্যক্তির কথামতোতো আমার এই ব্লগিং করাও অন্যায়
৮৩| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০৯
হাসান যোবায়ের বলেছেন: হা হা
অনেক মজা পাইছি আপনার চিন্তা শক্তি দেখে। তবে আরো বেশি মজা পাইছি আপনার শব্দ চয়ন দেখে
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১০
আরজু পনি বলেছেন:
কতো সহজ, সুন্দর করে বললেন। যা ভেবেই বলুন বলার ধরণটা বেশ লাগলো।
যেসব শব্দ আমাদের মানুষের সম্মান না দিয়ে ইতর প্রাণীতে নামিয়ে নিয়ে যায় সেসব শব্দের বিলোপ সাধনই হওয়া দরকার।
৮৪| ১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৮
নিখিলেস প্যারিসে বলেছেন: চেষ্টা করে দেখি....
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১১
আরজু পনি বলেছেন:
পারলে প্যারিস থেকে আওয়াজ দিয়েন কিন্তু
৮৫| ১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৮
আসফি আজাদ বলেছেন: apatoto mark koira rakhlam, gobeshona koira kisu paile janamune...রেজোওয়ানা apar banglay bepok gyan, unake consultant niyog diya dekhte paren
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৪
আরজু পনি বলেছেন:
আমাদেরকে সাইজে রাখার জন্যে রেজোওয়ানার যে গুরু দায়িত্ব, উনিকি পারবেন সময় দিতে ?!
৮৬| ১৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:২৭
আরিফ আরাফাত রুশো বলেছেন: প্রিয় ব্লগারিকা,
মেয়েদের প্রতি যে বেশী পরিমাণ নোংরা শব্দ ব্যাভার হয় তার কারন গালি গুলা কিন্তু পুরুষের চাইতে মেয়েরাই মেয়েদের বেশী দেয়
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:১৮
আরজু পনি বলেছেন:
ব্লগারিকা এটার মানে কি?! কোথ্থেকে পেলেন এই শব্দটা জানাবেন অনুগ্রহপূর্বক ।
যেই ব্লগে (সামু) এই তথ্য দিলেন সেখানেই একটু চোখ খোলা রাখুন পেয়ে যাবেন উত্তর
৮৭| ১৯ শে এপ্রিল, ২০১২ সকাল ১০:৩৭
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: রুশো সমকামিডা কি করে এইকানে
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২০
আরজু পনি বলেছেন:
হই! রুশো একটি অভিনব শব্দ বলিয়াছেন, দেখা যাক ইহার কোন উৎসের সন্ধান তিনি দিতে পারেন কিনা
৮৮| ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩০
মুখপোড়া বলেছেন:
বাংলা ভাষা লইয়া এই মানের গবেষণার জন্যে যে কোন সময় ঢাবি আপনাকে ডাকিয়া আনিয়া "ডি.লিট" দিতে পারে- প্রস্তুত থাইকেন।
দুঃখিত আরজুপনি, অনেক দিন পর ব্লগে এলাম, আপনার মন্তব্য পড়লাম, কিছু বলে এলাম।
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২২
আরজু পনি বলেছেন:
ডিলিট পাবোনা
তবে ডক্টর অব ফিলজফি যে দিবে সেটা নিশ্চিত থাকেন, শুধু সময়ের অপেক্ষা
৮৯| ২১ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২২
mamun_ht বলেছেন: কাপুরুষের স্ত্রীলিঙ্গ কি হবে ?
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৩
আরজু পনি বলেছেন:
জটিলতো?!
জানি না
চলুন সবাই মিলেই খোঁজ দ্য সার্চ
৯০| ২১ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: হেডিং দেখে ভাবলাম, অপারেশন / হসপিটাল বিষয়ক বিষয়। কিন্তু পোস্টের ভিতরে গিয়ে তো পুরাই টাসকি.........
কমেন্টগুলির সবগুলি এখনও পড়িনি, দেখি এখন পড়া শেষ করি........তারপর আবার কমেন্ট করব......
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৪
আরজু পনি বলেছেন:
কমেন্টেইতো আসল কাহিনী
৯১| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১২:০৩
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: কমেন্টের রিপ্লাই দিতে হাজার বৎসর
২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৬
আরজু পনি বলেছেন:
প্রায় ৫ দিন ব্লগে ছিলাম না
তাই বিশেষ করে দেরী হয়ে গেল ....স্য..অ....অ...অ...রি
৯২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:৩৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কমেন্টগুলি পড়ে আমার মত কমজানা মানুষের পক্ষে নতুন কিছু বলাটা আহাম্মকি হবে।
আসলেই কমেন্টগুলি পোস্টের চাইতেও আকর্ষণীয় ! হা হা হা.........
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২০
আরজু পনি বলেছেন:
সবার জানা থেকেই তো নতুন নতুন কেতোকিছু বেরিয়ে আসছে। যদি কিছু থাকে বলবেন অবশ্যই।
অনেক ধন্যবাদ নিন
৯৩| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ৯:২৩
মাহমুদা সোনিয়া বলেছেন: আপু কি বাংলা দ্বিতীয় পত্রের বই লিখছেন নাকি?? শুভকামনা!
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:২৬
আরজু পনি বলেছেন:
কিছু জেন্ডার সংবেদী শব্দ বলে যান ম্যাডাম
৯৪| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩০
নাঈম বলেছেন: বিয়াপক জ্ঞানী পুষ্ট, ইস্টিকি করার তেব্র ডাবি ঝানাই....
২৩ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৬
আরজু পনি বলেছেন:
তা কতোটুকু জ্ঞান অর্জন করলেন তার একটা পরীক্ষা হয়ে যাক
৯৫| ২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৯
পাহাড়ের কান্না বলেছেন:
অনেক গালি আছে যা পুরুষের জন্য প্রযোজ্য। আমি মাঝে মাঝে যার উপর বেশি বিরক্ত হই তারে দেই। ব্লগে দুই জনরে দিছিলাম।
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৪৪
আরজু পনি বলেছেন:
এখন থেকে একটু বুঝেশুনে, কন্ট্রোলড গালি দিয়েন
৯৬| ২৬ শে এপ্রিল, ২০১২ ভোর ৫:২৬
দেশী পোলা বলেছেন: আপনার ব্লগ সম্পর্কিত পোস্টে আমাকে নিয়ে মন্তব্য করেছেন দেখলাম, দুঃখের বিষয় যে সেখানে কোন কমেন্ট করতে পারছি না। তাই এখানেই করলাম, আপনি বলেছেন "দেশী পোলার স্ত্রীকে নিয়ে অন্যের দেওয়া বাজে গালি অনেক খারাপ লেগেছিলো, তাই দেশীকে অনুরোধ করবো নিজের স্ত্রীকে কেন গালি খাওয়াচ্ছেন?"
এখানে আমাকে দোষ কেন দিচ্ছেন সেটা বুঝলাম না, আমি সাধারনত কাউকে ব্যাক্তিআক্রমন করি না। জামাতশিবির ও নাস্তিক গ্রুপের কোন কোন গালিবাজ এই সুযোগে আমার সাথে যুক্তিতে না পেরে আমার পরিবার সম্পর্কে কটু কথা বললে আমার কি করার আছে???
আপনার সাথে যুক্তিতে না পেরে কেউ যদি আপনার সন্তানের জননী নিয়ে বাজে ইঙ্গিত করে, সেটার জন্য আপনাকে দোষারোপ করাটা কি ঠিক? এটা তো "ঈভ টিজিং এর জন্য মেয়েদের ফ্যাশান দায়ী" টাইপের কুযুক্তি হল
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৪৫
আরজু পনি বলেছেন:
ওই পোস্টে বলা হয়েছে
৯৭| ২৮ শে এপ্রিল, ২০১২ ভোর ৪:২৪
টানজিমা বলেছেন: আস্তাগফিরুল্লাহ নাওজুবিল্লাহ.... এ আমি কোন্ডায় আইয়া ফরলাম...
এখন থেকে কাউকে গালি দিতে ইচ্ছে হলে এই পোষ্টেরে লিংটা ধরাই দিব....
@পাকা, তুই যে আমারেও পঁচা পঁচা গালি দিছিলি ভুইল্লা গেছত?...
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৪৭
আরজু পনি বলেছেন:
হা হা হা...এই পোস্ট দেখার পর ওজু করেছেন তো?
তবে প্রচন্ডভাবে নিরুৎসাহিত করতে এই পোস্টের উদাহরণ আসতে পারে। কারণ এরকম ভাষা ব্যবহার না করতেই সবাই আগ্রহী। মন্তব্যগুলো দ্রষ্টব্য।
৯৮| ০১ লা মে, ২০১২ রাত ১০:০৫
পটল বলেছেন: ভালো পোস্ট।
জেন্ডার সংবেদনশীল শব্দ নিয়ে একটা শব্দকোষ আছে বলে জানি। ঢাবি জেন্ডার স্টাডিজের কেউ হয়তো ভালো বলতে পারবে। সাংবাদিকতা বিভাগেও খোঁজ নিয়ে দেখতে পারেন।
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৫০
আরজু পনি বলেছেন:
হ্যাঁ, শব্দকোষ আছে, কিন্তু আমি ব্লগে দিয়েছি মুলত বৈষম্যমুলক এবং অশ্লীল শব্দগুলো থেকে ব্লগারদের নিরুৎসাহিত করতে এবং সেই সাথে জেন্ডার সংবেদনশীল শব্দও ব্লগারদের কাছ থেকেই বের করতে।
৯৯| ০২ রা মে, ২০১২ বিকাল ৫:৪২
যাযাব৮৪ বলেছেন: আপডেট দেইখ্যা গেলাম
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৫০
আরজু পনি বলেছেন:
১০০| ০২ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:০৬
পারভেজ আলম বলেছেন: নার্স, বন্ধা এই দুইটা যতদুর জানি উভলিংগ। আমরা বন্ধুরা অবশ্য পোলাগোরেই 'খানকি' কইয়া গালি দেই।
নারীর প্রতি নোঙরা শব্দ বেশি, এইটা পুরুষতান্ত্রিক সমাজের বাস্তবতা। লিংজ্ঞ বৈষম্যমূলক শব্দের পুরুষবাচক শব্দের দরকার নাই। বিলুপ্তি দরকার, অথবা একি শব্দ পুরুষবাচক অর্থেও ব্যাবহার শুরু করা দরকার। প্রথমটা শিক্ষিত শ্রেণীতে কাজে লাগে বেশি, দ্বিতীয়টা সবক্ষেত্রেই । তবে আমাদের প্রজন্মে মেলশোভেনিজম ছারা পুরুষ খুজে পাওয়া কষ্ট, তা সে যতো বড় নারীবাদিই হউকনা কেনো, নাইলে পুরুষের সমাজে টেকা মাঝে মাঝে কঠিন হয়। নারীবাদি পুরুষরা এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে মাত্র, সবসময় পারেনা।
অফটপিকঃ আরজুপনি যে একজন নারী ব্লগার সেই জ্ঞান অবশ্য আমার অল্প কয়েকদিনা আগে হইছে ।
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৫৩
আরজু পনি বলেছেন:
আসলেই বৈষম্যমুলক, অশ্লিল শব্দ গুলোর বিলুপ্তি দরকার।
অ.ট.......
নিজেকে শুধুই একজন ব্লগার হিসেবে উপস্থাপিত করতেই স্বচ্ছন্দ্যবোধ করি।
১০১| ০৬ ই মে, ২০১২ রাত ১:৩০
মৈত্রী বলেছেন:
আচ্ছা আপু, ছিনাল মানে কি??
আমি জীবনেও শুনি নাই...........
০৬ ই মে, ২০১২ দুপুর ১২:৫৪
আরজু পনি বলেছেন:
আমি নিজেও এর মানে জানি না
তবে নারীকে অবমুল্যায়ন করতেই এই শব্দ ব্যবহার করা হয় ।
১০২| ২২ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০২
আজনবী বলেছেন: বিয়াপক জ্ঞান আহরণ করিলাম। আপনার পোষ্টে এইসব শব্দ মুখে আনিতে লজ্জা পাইতেছি।
দর্শকগন বহুত মূল্যবান মতামত দেয়ায় আমি আর নতুন কোন মতামত খুঁজিয়া পাইলাম না।
নতুন একখানা প্রশ্ন জাগিয়াছে মনে, "আজনবী" কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিংগ?
আজনবীর সাইকোলজি স্ট্যাডি করার জন্য আমন্ত্রন রইল - আজনবী ব্লগে।
২৩ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৯
আরজু পনি বলেছেন:
লজ্জা পাওয়ার কিছু নেই। এগুলি খুব বাজে সত্যি। আমি মুলত জেন্ডার সংবেদনশীল শব্দ খুঁজতে এরকম ভাবে উপস্থপন করেছি।
"আজনবী" মানে কি? তাইতো জানি না
সাইকোলজী স্টাডি বলেনকি?! আমিতো প্রফেশনাল না। আগ্রহ আছে এই যা।
১০৩| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০৯
আজনবী বলেছেন: আজনবী মানে হচ্ছে আগন্তক বা নবাগত।
আমার পোস্টে আরো কিছু লেখা আছে পড়ে দেখবেন।
১) মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের মত বয়ে চলেছি তোমাকে
২) একজন বাবা যখন ডাকে আয় খুকু আয়
৩) বিয়ে করার আগে নিজের যোগ্যতা যাচাই করে নিন
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৯
আরজু পনি বলেছেন:
জেনে ভালো লাগলো।
আচ্ছা সময় করে যাব। অনেক ধন্যবাদ
১০৪| ২৩ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:০৭
আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রচেষ্টা
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৯
আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, আমি তুমি আমরা
১০৫| ২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৯
মিনহাজুল হক শাওন বলেছেন: এইটা আপনার পুষ্ট? আগে খিয়াল করিনাই।
১। সৎ
২। অকুলটা/কুল
৩। পুংসতী
৪। স্বস্ত্রী (একই স্ত্রী যার)
৫। পুরুষ বেশ্যা
৬। কলংক (বাবা প্রায়ই আমাকে ইহা বলেন)
৭। নট
৮। নর্তক
৯। খানক (যে খায়?)
১০। বন্ধ (হাস্যকর, ধ্বজভঙ্গ বলা যেতে পারে)
১১। মগ/নাগ
১২। পুরুষ নার্স
১৩। পতিত পুরুষ
১৪। এইটার অর্থই জানিনা।
৩। লুচ্চী
৪। কৃষকবধূ
৫। বদমাইশনী
৭। গৃহস্থিনী
৮। লুলিনী
দেখলাম যে পুরুষবাচক শব্দের নারীবাচক কনভার্ট করা সহজ।
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৩
আরজু পনি বলেছেন:
ইয়াল্লা! সবতো বক্স বক্স আসে!!!
অন্য উপায়ে দেখতে হবে
১০৬| ২৪ শে আগস্ট, ২০১২ রাত ৮:২২
মিনহাজুল হক শাওন বলেছেন: বক্স আসার কি অইল? আচ্ছা পনিপু কি দিয়া লেখেন? অভ্র? যাউকগা, লন দেখতে পান কিনা!
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৪
আরজু পনি বলেছেন:
হা হা , বেশ করেছেন তো! অভ্র দিয়ে লিখি। মাঝে মাঝে কোন শব্দের আগে দাড়ি পড়লে এমন বক্স দেখায়!
যাই হোক আশা করছি এর পরের কথাগুলো নিয়ে পরবর্তীতে কোন পোস্ট দিবো।
অনেক ধন্যবাদ শাওন আপনাকে
১০৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
অপ্রচলিত বলেছেন: দরকারি একটা পোস্ট। আমাদের নিজ নিজ দায়িত্বে সচেতন হয়ে সমাজ থেকে এই নোংরা গালিগুলোর বিলুপ্তি ঘটানো প্রয়োজন।
একটা ব্যাপার খেয়াল করলাম যে, সমাজে নারীদের প্রতিই বেশি নোংড়া শব্দগুলো ব্যবহৃত হয়
সম্পূর্ণ একমত। যদিও আমি সমর্থন করিনা, কিন্তু গোঁড়ামিতে ভরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটা খুবই স্বাভাবিক। লক্ষ্য করবেন যে এসব নোংরা স্ত্রীবাচক শব্দ অনেকক্ষেত্রেই একজন পুরুষকেও গালি দিতে ব্যবহার করা হয়ে থাকে। তবুও গালির কারণে অসম্মান হচ্ছে কিন্তু নারীর।
সচেতনমূলক পোস্টে একগুচ্ছ প্লাসের শুভেচ্ছা। +++++
আর ও হ্যাঁ, স্ত্রীবাচক শব্দের ৬ কলংকীনি এর বিপরীত পুরুষবাচক শব্দ হতে পারে কুলাঙ্গার
নিরন্তর শুভেচ্ছা এবং শুভ কামনা।
ভালো থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
আরজু পনি বলেছেন:
হাহা
কুলাঙ্গার...দারুণ বলেছেন ।
আমার আসলে কী নিয়ে লেখা উচিত আর কী লিখি...
কৃতজ্ঞতা রইল, পুরনো পোস্টে এসে মনে করিয়ে দেবার জন্যে ।।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১২ রাত ১:১২
ফেলুদার চারমিনার বলেছেন: পোস্টটি অবজার্ভেশানে রাখলাম।পরে মন্তব্য করবো।