নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

তুমিও জানো, আমিও জানি: ‘রাজাকার’ ট্যাগে বিএনপি-জামাতের প্রেম-বিচ্ছেদ

১০ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৪৩


তুমিও জানো, আমিও জানি—জামাত মানেই পাকিস্তানি।
তুমিও জানো, আমিও জানি—শিবির মানেই পাকিস্তানি।
তুমিও জানো, আমিও জানি—আল-বদর পাকিস্তানি।
তুমিও জানো, আমিও জানি—রাজাকার পাকিস্তানি।

এটাই ছিলো কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা। চীনের দুঃখ যদি হয় হোয়াং হো নদী, তবে জামাত-শিবিরের দুঃখ হচ্ছে এই চিরস্থায়ী ‘রাজাকার’ ট্যাগ। তারা যতই ভালো সাজার চেষ্টা করুক, যতই উন্নত কাজ করুক: মানুষ এখনো তাদের একই পুরনো সন্দেহের চোখে দেখে।

২০২৪ সালের আন্দোলনে শেখ হাসিনার পতনের জন্য তারা যথেষ্ট জনবল দিয়েছিল। কিন্তু গত ১৬ বছর ধরে জামাত-শিবির নিজেদের পরিচয়ে রাজনীতি করতে পারেনি : তাদের ছাত্রলীগের ‘লুঙ্গির নিচে’ রাজনীতি চালাতে হয়েছে। এখন বাংলার মুক্ত বাতাসে সুযোগ আসতেই প্রধান মিত্র বিএনপি আবার তাদের ‘রাজাকার’ বলে আক্রমণ শুরু করেছে। আন্দোলনে মাঠে থাকা বামপন্থী গোষ্ঠীও শিবিরকে ‘পাকিস্তানি’ বলে বিদ্ধ করছে। প্রতিশোধস্বরূপ শিবিরও তাদের প্রতিপক্ষকে ‘ভারতের দালাল’, ‘শাহবাগি’ ট্যাগ দিচ্ছে এবং অশ্লীল ভাষায় হুমকি ছুঁড়ছে।

জামাত-শিবিরের অনেক নেতা বিএনপিকে উদ্দেশ করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে: "এত প্রেম-ভালোবাসা ছিল, হঠাৎ কী হলো যে আমরা রাজাকার হয়ে গেলাম? আগে মনে ছিল না?" কিন্তু ভুলে গেলে চলবে না, খোঁচাখুঁচি শুরু করেছিল জামাত-শিবিরই। “১, ২, ৩, ৪…” স্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে তারা কী বলেনি ! এখন বিএনপি রাজাকার ইস্যুতে রাজনীতি করলে জামাত গস্‌সা খাচ্ছে: এটা যেন গুলি করে আবার আহতের ভূমিকায় অভিনয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও প্রক্টর বসিয়ে জামাত-শিবির ভেবেছিল তাদের সাজাপ্রাপ্ত নেতাদের ছবি ঝোলাবে কিন্তু সেটাও ব্যর্থতায় শেষ হয়। এদিকে জামাত-বিএনপির এই দ্বন্দ্ব নিয়ে কথা বলা শুরু করেছেন জাতীয় ইমাম নাহিদ ইসলাম। তার বক্তব্য যারা একাত্তর নিয়ে রাজনীতি করছে, তারা ২০২৪-কে অপমান করছে। ৪৭-এর মতো ৭১-ও ইতিহাসে থাকবে, কিন্তু রাজনীতিতে আর প্রভাব ফেলবে না। নাহিদ ইসলামের হঠাৎ ৭১ নিয়ে চুলকানি কেন ? বিএনপি-জামাত ঝগড়া করছে, ব্যথা পাচ্ছেন নাহিদ ! যদি অভ্যুত্থানের সময় তিনি বলতেন: “৭১-কে ভুলিয়ে দেয়ার জন্য ২০২৪-এর আন্দোলন” তাহলে ভুতো পাশে থাকত না। কারণ এই ইস্যু সম্পূর্ণ রাজনৈতিক, এবং সাধারণ মানুষ এতে খুব কমই জড়ায়।

শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার না করলেও, গণমাধ্যমের কারণে মানুষ জানত কারা রাজাকার। সমাজে এই ধারণা গেঁথে আছে এবং থাকবে। তবে রাজনৈতিক দলের সহায়তা ছাড়া খুব কম মানুষই এই ইস্যু নিয়ে মাঠে নামে। শাহবাগে শুরুতে কিছু সাধারণ মানুষ গেলেও পরে তা পুরোপুরি আওয়ামী লীগপন্থী কর্মীদের দখলে চলে যায়। ২০০৮ সালেও শেখ হাসিনা রাজাকার বিচারের প্রতিশ্রুতি না দিলেও নির্বাচনে জিততেন।

নাহিদ ইসলাম কি ঠিক করে দেবেন, কে কোন ইস্যু নিয়ে রাজনীতি করবে? ৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ভেঙে ফেলেছে। স্বৈরাচার পতনের মিশন শেষ হতেই সবাই নিজেদের পলিটিক্সে ফেরত গেছে। নাহিদের নজর কেবল দুই বড় দলের কথাবার্তায় কিন্তু নিজের দলে কাদের জায়গা দিয়েছেন, তারা কী করছে সে বিষয়ে তার নীরবতা লক্ষণীয়।

গত এক মাস ধরে এনসিপি নেতা সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ সংবাদমাধ্যমে আসছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হয়নি। উল্টো তিনি নিয়মিত টকশোতে হাজির হচ্ছেন। নতুন দলটির যেন দুর্দশা কাটছেই না: একবার নারী ইস্যু, একবার দুর্নীতি, আবার অদ্ভুত বক্তব্য নিয়ে তারা সবার সাথে ঝামেলায় জড়াচ্ছে। প্রতিদিন তাদের নেতা-কর্মী পদত্যাগ করছে, কিন্তু সংখ্যার হিসাবও মেলানো যাচ্ছে না। জামাত-শিবিরের ভঙ্গিতে নাহিদ ইসলাম কথা বললে তার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শুধু শুধু ইউনুস স্যার পণ্ডশ্রম করছেন এবং এটাই বাস্তবতা।




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৬

রোবোট বলেছেন: নাহিদের কথাই শেষ কথা। এর বিরুদ্ধে যে কথা বলবে, সে ফ্যাসিবাদী।

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৩

সৈয়দ কুতুব বলেছেন: সে আপাতত তুষারের দিকে ধ্যান দিক।

২| ১০ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:২৩

কাঁউটাল বলেছেন: হাউয়ামী বয়ান, র যেভাবে চায় সেভাবে..........

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: হাউয়ামী আর আসবে না। র নিয়ে স্বপ্নদোষ দেখে লাভ নেই।

৩| ১০ ই আগস্ট, ২০২৫ ভোর ৬:২৭

কাঁউটাল বলেছেন: হাউয়ামী বাল ভাদাদেরকে ফিরিয়ে আনার জন্য "র" এর এজেন্টরা ব্যপক নৃত্যকলা আরম্ভ করেছে।

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:০৬

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কেউ র এর এজেন্ট কেউ পাকিদের এজেন্ট। সাধারণ মানুষ কে কিছুদিন পর চাদে গিয়ে বসবাস শুরু করতে হবে।

৪| ১০ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৪

আরইউ বলেছেন:



সৈয়দ,

এই স্লোগান এবারই সম্ভবত প্রথম শুনলাম--এবারের ঘটনার আগে শুনেছি বলে মনে পরেনা। একদম বুলস আই; ঠিক জায়গায় হাত দিয়েছে! আমদের ব্লগের ঢাবিয়ান, মশিউর, সত্যপথিক সহ অনেকেই অবশ্য জামাত-শিবিরের মতই "রাজাকার" "পাকিস্তানি" এসব শব্দ শুনলেই গায়ে গরম তেল পরেছে এভাবে প্রতিক্রিয়া দেখায়। আই ওন্ডার হোয়াই!

আল্লামা নাহিদ যদি দয়াকরে তার নিজের চরিত্রহীন পিতা, শুিশু উপদেষ্টা আসিফের মাফিয়া পিতা, তার নিজের দলের লুটেরা, এদের নিয়ে কিছু বলতো, তাহলে ভালো হত। নাহিদের সমস্যা হচ্ছে তুষার-কে কিছু বলতে গেলে তুষার মুখের উপর হয়ত বলে দেবে "তোমার লুইচ্চা বাপরে আগে ঠিক করো!" কিএয়েক্টা অবস্থা!!

ভালো থাকুন।

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৮

সৈয়দ কুতুব বলেছেন: উনারা নিজেরাই মনে করেন ৭১ মানে আওয়ামি লিগ । এদিকে খালি চোখে দেখা যায় লিগ কবেই ৭১ এর চেতনা থেকে দুরে সরে গেছে। এখন ইহা একটি মাফিয়া সংগঠন । কোনো পলিটিকাল দল যদি ৭১ নিয়ে পলিটিক্স করে কিংবা শুধু ২৪ নিয়ে করে সেটা তাদের বিষয় । বিএনপি এখন লিগের ভোট যাতে পায় তাই জামাত কে রাজাকর বলছে । এটা মুখের কথা মনের কথা না । তবে শিবির কে এখনো তাদের সো কলড ২য় স্বাধীনতায় এমন সব কথা শুনতে হইতেসে দেখে কারো কারো ঘুম নেই চোখে । :)

৫| ১০ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৩৫

আরইউ বলেছেন:



সৈয়দ,

সমস্যা সেটাই। এরা '৭১ কে নিজের করে নিতে পারেনাই। অনেকে '৭১-কে যথাযোগ্য মর্যাদা দিয়ে, '৭১ কে ঔন করে একটা বিকল্প ন্যারেটিভ দাঁড় করান যে আমাদের মুক্তির সংগ্রামের ইতিহাস আরো দীর্ঘ, এর শুরু আরো আগে। তাঁদের প্রতি আমার কোন অসন্মান নেই যদিও এই ন্যারেটিভকে আমি সমর্থন করিনা কারণ আমরা বাংলাদেশী আইডেন্টি পেয়েছি '৭১-এ। অনেকে '৭১-কে আপন ভাবে কিন্তু লীগের বাড়াবাড়ি আর চেতনা বিক্রিতে ত্যক্ত বিরক্ত হয়ে।

কিন্তু ঢাবিয়ান, মশিউর, সত্যপথিকদের মত যারা জামাত-শিবিরকে ডিফেন্ড করে, রাজাকার-শিবির শব্দ কোথাও থেকে কানে আসলেই কাঁই-কুঁই করতে থাকে তাদের কথা ভিন্ন। তারা '৭১-কে কখনো নিজের ভাবেনাই!

জামাত-শিবির ভেবেছিলো দে গট আ ফ্রি পাস। কিন্তু কিছু রেসিসট্যান্স যে তাদের সহ্য করতে হবে এটা হয়ত বুঝতে পারেনি--বিশেষ করে এক বছর যেতে না যেতেই।

ভালো থাকুন।

১০ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: এখন মিডিয়ার যুগ । রগ কেটে আর দিনে দুপুরে মানুষ কুপিয়ে নিজেদের হাজি বললে কেউ বিলিভ করবে না । সামনে সময় আরো কঠিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.