নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

তথ্যসূত্র (References) লেখার সহজ পাঠ

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৮





আমরা সাধারণত কোন গবেষণা বা প্রতিবেদন তৈরী করার পর এতে ব্যবহৃত তথ্যের উৎস দিতে কার্পণ্য করি বা সঠিক ভাবে দিতে অনেকসময়ই অপারগ থাকি কিভাবে তথ্যসূত্র দিতে হয় তা না জানা থাকার কারণে। তথ্যসূত্র সঠিকভাবে প্রদাণ করার কারণেই বরং উল্লেখিত লেখাটি, গবেষণা বা প্রতিবেদনটি আরো বেশি নির্ভরযোগ্য হয়ে উঠে। নিচে তথ্যসূত্র লিখার কিছু সহজ নিয়ম তুলে ধরা হলো। আশাকরি পাঠকদের কাজে লাগতে পারে তাদের যে কোন তথ্যসমৃদ্ধ লেখাকে নির্ভরযোগ্য করার ক্ষেত্রে।



তথ্যসূত্র বা তথ্যপঞ্জী হল প্রকাশিত কাজের সংগৃহীত উৎসের তালিকা। কিন্তু থিসিস বা প্রবন্ধে প্রকাশিত ও অপ্রকাশিত উভয় প্রকার কাজকেই তথ্যপঞ্জীতে সন্নিবেশিত করা হয়। তথ্যপঞ্জী বিভিন্ন প্রকার হতে পারেঃ



১। থিসিসের মূল গ্রন্থাংশে, প্রতিবেদনে বা পাদটীকায় যেসব উৎসের উল্লেখ রয়েছে তাদের তালিকা।



২। থিসিসের সাথে সম্পর্কযুক্ত যেসব পুস্তক, পুস্তিকা, সাময়িকী, প্রতিবেদন, প্রবন্ধ ইত্যাদি পাঠ ও পর্যালোচনা করা হয়েছে, সেসব পুরোপুরি প্রাসঙ্গিক না হলেও তাদের তালিকা।



৩। আরেক ধরনের তথ্যপঞ্জী আছে, এদের বলা হয় টীকাযুক্ত তথ্যপঞ্জী। তথ্যের উৎসের বিষয় ও প্রয়োজনীয়তা সম্পর্কিত টীকা সহ তাদের তালিকা থাকে।



তথ্যপঞ্জী লেখার নিয়ম



ক। পাদটীকা না দিয়ে প্রতিবেদনের শরীরেই উৎস নির্দেশ করা যেতে পারে। যেমন: [দ্র: হাবিব (২০০৬, ৭১)] এভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে আটকাতে হবে। এতে বোঝায় মোঃ আহসান হাবিব ২০০৬-এ প্রকাশিত বইয়ের ৭১ পৃষ্ঠায় মিলবে তথ্য বা বিশ্লেষণটি; এবং ওই বই সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে রচনাপঞ্জীতে।



খ। তথ্যপঞ্জীতে গ্রন্থনাম উল্লেখ করা যেতে পারে বাঁকা ( Italic) যেমনঃ Lewin, K. (1946). Field Theory in Social Science, Harper & Row, New York, NY



গ। প্রবন্ধ, গল্প, কবিতার নাম ছাপা উল্লেখ করা একক উদ্বৃতি চিহ্নের ভেতরে। যেমনঃ Lewin, K.(1946), 'Action Research and minority problems', Journal of Social Issues, Vol. 2 No. 4



ঘ। গ্রন্থকারের নাম, প্রথমে শেষ নাম বা পারিবারিক নাম তারপর কমা দিয়ে প্রথম বা প্রদত্ত নাম তারপর কমা। যেমনঃ Bessey, M., বাঙালী গ্রন্থকারের বেলায় পুরোনাম লিখে কমা। যেমনঃ ডা: গোলাম মোর্শেদ



ঙ। কাজের শিরোনাম লিখে তার নিচে দাগ দেয়া , তারপর কমা। যেমনঃ উচ্চশিক্ষিত দম্পতিদের মধ্যে সিদ্ধান্তগ্রহণের প্রাধান্য যাচাই,



চ। প্রকাশের স্থান এরপর কোলন। যেমনঃ ঢাকাঃ



ছ। প্রকাশনা সংস্থার নাম, এরপর কমা। যেমনঃ জাতীয় গ্রন্থ প্রকাশণ,



জ। প্রকাশের সন এরপর দাঁড়ি বা কমা, প্রয়োজনে মোট পৃষ্ঠা সংখ্যা, তারপর দাঁড়ি। যেমনঃ ২০০৯, ৬৪।







মূলবক্তব্যকে ঠিক রেখে কিছুটা এডিট করে কিছু বক্তব্য সংযোজন করা হলো।



কালীদাস-এর বক্তব্য

রেফারেন্সিং-এর বেসিক স্টাইল আছে কয়েকটা। সবচেয়ে বেশি ইউজ হয় APA, MLA, Chicago, AMA, Harvard referencing... এগুলোর মধ্যেও মডিফিকেশন হয়, পয়লা দুইটা করে আমেরিকার একটা ভার্সিটি, নামটা এখন খেয়াল নেই :| এপিএ এখন ছয় নাম্বার ভার্সন চলছে:)



সাধারণত, কমন ইউজের ফিল্ড (মানে বেশি ইউজ হয়)



APA: psychology, education, and other social sciences.

MLA: literature, arts, and humanities.

AMA: medicine, health, and biological sciences.

Chicago: used with all subjects in the "real world" by books, magazines, newspapers, and other non-scholarly publications.



কোনটা ইউজ করা হবে সেটা ডিপেন্ড করে জার্নাল বা ভার্সিটির রুলসের উপর। জার্নালগুলো স্পেসিফাই করে দেয় কোনটা ইউজ করতে হবে। আবার ডেরাইভড স্টাইলও আছে অনেক, ওগুলাও করতে হয় কখনো কখনো।



কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো উপরের চারটা স্টাইলের শুধু জার্নাল আর্টিকেলের জন্য (বই/কনফারেন্স প্রসিডিংস/রিপোর্ট.....সবকয়টার আলাদা সিসটেম, তাই উল্লেখ করা হলো না)-



APA:

Hodges, F. M. (2003). The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male, 6, 175-182.



MLA:

Hodges, F. M. "The Promised Planet: Alliances and Struggles of the

Gerontocracy in American Television Science Fiction of the 1960s." Aging Male 6 (2003): 175-82.



Chicago:

Hodges, F. M. 2003. The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male 6:175-182.



AMA:

Hodges, F. M. . The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male. 2003; 6:175-182.





বাংলাদেশের ভার্সিটিগুলো রেফারেন্সিং-এর জন্য সাধারণত কোন কম্পোলসারি রুলস বেঁধে দেয় না, ইচ্ছা মত করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন একটাই করা হয়। এমনিতে খালি চোখে আমার কাছে মনে হয়েছে জার্নালগুলোতে এপিএ বেশি ইউজ হয়, যদিও হার্ভার্ড আর শিকাগোর ইউজ বাড়ছে ইদানিং।



বেশ কিছু সাইট আছে, যেখানে ফ্রিতে রেফারেন্সিং-এর কাজ করে দেয় পেপারের লিংক দিলে (ধরেন ইজি বিব দেখতে পারেন)। এমএস ওয়ার্ডের অপশনটাও বেশ, ল্যাটেক্স পারিনা আমি ঐটা থাকলে তো কথাই নাই:) তবে এন্ডনোটের উপর কিছু নাই :)







জীবনানন্দদাশের ছায়া-র বক্তব্য



রেফারেন্সিং এর বিষয় এলে শুধু রেফারেন্স সেকশানে কিভাবে লিখতে হবে তা উল্লেখ না করে "ইন টেক্সট" সাইটেশান সম্পর্কেও লেখা উচিত।



আবার রেফারেন্সে কতজন অথরের নাম আসবে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ।



ইনটেক্সট সাইটেশনঃ



ধরা যাক, ম্যানুস্ক্রিপ্টের ভেতরে অ্যজমা সম্পর্কে একটা তথ্য দেওয়া হলো।

Asthma affects over 5-10% of population in industrialized countries.



এই ইনফরমেশনটার তথ্যসূত্র টেক্সটের ভেতর বিভিন্নভাবে উল্লেখ করা যেতে পারে। কিভাবে উল্লেখ করা হবে তা নির্ভর করবে জার্নাল কোন ফরমেটে চাইছে।



সাধারণত জার্নালগুলো হয় এলফাবেটিকাল অর্ডারে রেফারেন্সিং করে নয়ত নাম্বারে (সহজ বাংলায়)।



উপরে যে তথ্যটা দেয়া হয়েছে সেটির পূর্ন তথ্যসূত্র হচ্ছে-



Chang RK, Guo X, Burnside B, Couch R. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.



অর্থাৎ চারজন অথর, ফাস্ট ডিসলভিং ট্যাবলেট শিরোণামে একটি আর্টিকেল পাবলিশ করেছেন ২০০০ সালে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নামক জার্নালের ভলিউম ২৪এ। আর্টিকেলটি পাওয়া যাবে ৫২ নাম্বার পৃষ্ঠায়।



এখন যদি টেক্সটের ভিতর নাম্বারিং সিস্টেমে সাইট করতে চাওয়া হয় তবে নিচের মত হবে-



Asthma affects over 5-10% of population in industrialized countries (1).



এখন রেফারেন্স সেকশানে কেউ ১ খুঁজলেই তথ্যসূত্র পেয়ে যাবে। উল্লেখ্য জার্নালভেদে এই "(1)" লেখাটাও ভিন্ন হতে পারে, হতে পারে [1]। 1 আবার হয়ত অনেক জার্নালে সুপারস্ক্রিপ্ট করে দিতে হতে পারে।



আবার যদি এমন হয় আপনি একই তথ্য দু'টি বা তার অধিক সূত্র থেকে নিয়েছেন তবে লিখতে হবে এভাবে (1,2)। [1,2] হতে পারে, (1),(2) বা [1],[2] বা এগুলোর সুপারস্ক্রিপ্ট হতে পারে।



এলফাবেটিকাল অর্ডারে চাইলে প্রথম অথরের নামের শেষ অংশ লিখে et al., সাল লিখতে হবে। অর্থাৎ রেফারেন্সটা হবে এমন-



Asthma affects over 5-10% of population in industrialized countries (Chang et al., 2000).



এর মানে হচ্ছে জনাব চ্যাং এবং তার সহকর্মিরা গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছেন। এই রেফারেন্সে লক্ষ করার মত কিছু বিষয় আছে। ধরা যাক উপরে যে আর্টিকেলের কথা বললাম ওটায় অথর সংখ্যা চার। যদি ৪ না হয়ে ১ জন অথর হতেন অর্থাৎ ফুল রেফারেন্স যদি এমন হত-



Chang RK. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.



তাহলে ইনটেক্সট এলফাবেটিকাল সাইটেশন হত (Chang, 2000)



যদি দুইজন অথর থাকতেন, যেমন ধরা যাক-



Chang RK, Guo X. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.



তাহলে হত (Chang and Guo, 2000)।



যখনই অথর দুইএর বেশি তখনই (et al., ইয়ার)





সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো একাডেমিক জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে প্রতিটি জার্নাল কিভাবে রেফারেন্সিং করতে হবে তা বিস্তারিত জানিয়ে দেয়। এবং ঐ নির্দিষ্ট ফরমেটই ব্যবহার করতে হবে।





এবার আসা যাক পারসোনাল কমিউনিকেশনকে কিভাবে রেফার করা যায়।



পারসোনাল কমিউনিকেশনঃ



পারসোনাল কমিউনিকেশন বলতে বোঝাবে ইমেইল, চিঠি ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহকে। আবার এমন হতে পারে কোন একটা বিষয়ে ঐ বিষয়ের কোন এক্সপার্টের ইন্টারভিউ নেওয়া হলো। ওটাও পারসোনাল কমিউনিকেশন। সাধারণত এ ধরণের রেফারেন্স হাইলি অথেনটিকেটেড না হলে গ্রহনযোগ্য হয়না।



যতোদূর জানা যায় এসব ক্ষেত্রে রেফারেন্স সেকশানে আলাদা করে রেফারেন্স লিখতে হয়না । শুধু টেক্সটের অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টের ভেতর সাইট করলেই হয়।



যেমন ধরা যাক Mohamaad Abu Ali নামক একজনার মেইল থেকে কোন তথ্য দিতে চাওয়া হচ্ছে। এক্ষেত্রে মুল টেক্সটে উল্লেখ করতে হবে (Ali MA, personal communication, October 9, 2012)।



আর যদি কোন জার্নাল বলে দেয় পারসোনাল কমিউনিকেশন রেফারেন্স সেকশানে উল্লেখ করতে হবে তবে ইন টেক্সট হবে (Ali, 2012)।





রেফারেন্সে গিয়ে পারসোনাল কমিউনিকেশন ভায়া ইমেইল/লেটার/ইন্টারভিউ ডেটেড কত তা উল্লেখ করতে হবে।





আশা করছি সহব্লগাররা উপরোক্ত তথ্যগুলো ব্যবহার করে নিজেদের লেখাকে আরো নির্ভরযোগ্য করতে সচেষ্ট হবেন এবং আরো জানানোর মতো কোন তথ্য থাকলে তা জানাতে কার্পণ্য করবেন না।







☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼☼

♥লেখাটি উৎসর্গ করছি প্রিয় (স্যার/শিক্ষক) ব্লগার কালীদাস কে যার একটা ভাল থিসিসের কমন টিপস/পয়েন্টগুলো! পোস্টটি আমাকে এই পোস্ট লিখার প্রেরণা হিসেবে কাজ করেছে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

এছাড়া নিজস্ব ব্লগ সাইটেও প্রকাশিত।

তথ্যসূত্র লেখার সহজ পাঠ

মন্তব্য ১৬০ টি রেটিং +৪৪/-০

মন্তব্য (১৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৫

সোমহেপি বলেছেন: প্রয়োজনীয়

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:

মজারতো আমি আপনার পোস্টেই মাত্র কমেন্ট করে এলাম!

অনেক ধন্যবাদ সোমহেপি।

২| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৬

অন্ধ আগন্তুক বলেছেন: সাধারণ কনসেপ্টের সহজ পাঠ হিসেবে ভালো, কিন্তু APA বা MLA পদ্ধতির খুঁটিনাটি আরো স্পষ্ট করে দিলে ধারণা পরিষ্কার হতো। এই দুই পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা পেলে ভালো হয় ।

কোট করার ক্ষেত্রে রেফারেন্সিং এর বিষয়টাও আসতে পারতো । এখন তো অফিসে বিল্ট ইন রেফারেন্সিং দিয়েছে , ফরম্যাট ঠিক করে তথ্য পূরণ করে দিলেই পূরণ রেফারেন্স চলে আসে ! :)

গুড পোস্ট । +

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

আমি আসলে একেবারে প্রাথমিকভাবে যারা প্রতিবেদন, গবেষণা এসবের কাজ হাতে কলমে করবে বা করছে তাদের কথা চিন্তা করে শেয়ার করেছি। সাথে যারা জানে ভালো এ সম্বন্ধে তাদের কাছ থেকে জানার সুযোগও পাবো সেই আশায়ও দিলাম।

অনেক ধন্যবাদ। সামনে নিজে আরো জেনে শেয়ার করার ইচ্ছে আছে।

৩| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
হম । অনেকের কাজে লাগবে

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

যারা আরো বেশি জানে তাদের কাছ থেকে আমি নিজেও জানবো আশা করছি।

কাজে লাগলেই পোস্ট দেোয়া সার্থক।

৪| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩২

অন্ধ আগন্তুক বলেছেন: * পূর্ণ = পূরণ

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

বুঝেছি :)

৫| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৫

রোমান সৈনিক বলেছেন: ব্লগটারে স্কুল বানায়া ফেলছেরে ;)

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

বাংলাদেশের স্কুলগুলোতে যতোদূর জানি এখনো গবেষণা শুরু হয়নি অনার্স, মাস্টার্স লেভেলে যেভাবে হচ্ছে।


ব্লগ থেকে যদি কিছু জানতেই না পারলাম আর জানাতেই না পারলাম তবে ব্লগে এসে লাভ কি? ;)

৬| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪১

বাংলাদেশি পোলা বলেছেন: ভবিষ্যত কাজে লাগবে। ধন্যবাদ............

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই এই পোস্ট দেওয়া সার্থক মনে করি।

শুভকামনা রইলো।

৭| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: ভালো লাগল, ম্যাডাম। কাজে লাগবে। ++++

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ। কাজে লাগলেই পোস্ট দেওয়া সার্থক।

৮| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৬

অ্যানোনিমাস বলেছেন: চমৎকার পোস্টে ভালো লাগা দিলাম :)

শুভকামনা!

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অ্যানোনিমাস ( অ্যানোনিমাস শব্দটা যেন লোকালের এক তরফা :P )

৯| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: ব্লগের এই বৈচিত্রতায় আমি মুগ্ধ । যেমন, অনেকেরই হয়ত এই পোস্ট কোন কাজে লাগবেনা । আবার কারো কারো বেশ কাজে লাগবে, বিশেষ করে যারা গবেষনা করেন কিংবা একাডেমিক থিসিস/এসাইনমেন্ট যাদের লিখতে হয় ।

আমি উপকৃতদের দলে :)

পোস্টে প্লাস B-)

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১২

আরজু পনি বলেছেন: যারা নেট থেকে বা অন্য কোথাও থেকে তথ্য নিয়ে পোস্ট দিয়ে থাকেন তাদের পোস্টকে কিন্তু নির্ভরযোগ্য করার জন্যে দরকার লাগতে পারে।


আর আমি নিজেও তেমন জানি না। ভাবলাম ব্লগে পোস্ট দিলে সহব্লগারদের কাছ থেকেও আরো অনেককিছু জানতে পারবো।

ধন্যবাদ আপনাকে।

:)

১০| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৯

সালমাহ্যাপী বলেছেন: অনেক ভালো পোস্ট।


কাজে দেবে :)




০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেওয়া সার্থক।

ধন্যবাদ সালমাহ্যাপী :)

১১| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৫

ডিপজল বলেছেন: পুরোপুরি ইংরেজীতে কয়েকটা রেফারেন্সের উদাহরণ দিলে ভালো হতো।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

Lewin, K. (1946), 'Action research and minority problems', Journal of Social Issues, Vol.2 No. 4


এভাবে দেওয়া যেতে পারে।

ধন্যবাদ।

১২| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৫

সিলেটি জামান বলেছেন: ভালো জিনিস। বানান রীতি নিয়ে পোষ্ট দিলে ভালো হয়। শুভ কামনা।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

বানান রীতি নিয়ে পোস্ট দিলেতো ব্লগে ভাষা ব্যবহার করতে প্রথমেই আমাকে নিজেকেই বানানরীতি ঠিক রেখে মন্তব্য করতে হবে! :|


অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৮

সায়েম মুন বলেছেন: আমার তো বছরে বেশ কয়েকটা রিপোর্ট লিখতে হয়। ইংলিশে। আমি কি এই পদ্ধতিতে রেফারেন্স লিখবো। :P

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

কেন আপনি রেফারেন্স ব্যবহার করেন না? :P

১৪| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৯

নাটক বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম। কারণ, আগামী বছর হয়ত থিসিস করতে হবে। ধন্যবাদ!!

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, থিসিসের শুরুতেই রেফারেন্স লিখার কায়দা-কানুন জানা থাকলে তা শুরু থেকেই তথ্যের উৎস সংরক্ষণে সুবিধে হয়।

শুভকামনা রইলো।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৯

জালিস মাহমুদ বলেছেন: হুম ।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

আচ্ছা।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪১

জালিস মাহমুদ বলেছেন: http://arjupony.blogspot.com/ এই সাইট কি আপনার ডিজাইন করা ;) ;) ;)

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

ইহা লোকালটকের করা ;)

১৭| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪১

তন্ময় ফেরদৌস বলেছেন: অনলাইন বিবলিওগ্রাফি দিলানা আপু ?

আর, আমারো মনে হয় ইংলিশে উদাহরনগুলো দিলে ভালো হতো।

++++

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

বিবলিওগ্রাফী নিয়ে একসাথেই লিখতে চেয়েছিলাম কিন্তু ধৈর্য্যে কুলায় নি। আর ইংরেজিতে উদাহরণ ...একটু ফ্রি হয়ে বেশ কিছু উদাহরণ কমেন্টের ঘরে দিয়ে দেবো ভাবছি।

দেখি পরবর্তীতে বিবলিওগ্রাফী নিয়ে আলাদা পোস্ট বা অন্য কোন পোস্টের প্রাসংগিক অংশ হিসেবে দিয়ে দিব।

অনেক ধন্যবাদ তন্ময়।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৭

জালিস মাহমুদ বলেছেন: সন্দেহ করেছিলাম B-)) B-)) B-))

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

সন্দেহের কারণটা বললে ভালো হতো B-))

১৯| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: কাজে লাগতে পারে।

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই ভালো ।

শুভকামনা রইলো।

২০| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জীবনেও কাজে লাগবে না (আমার)। কারন, জীবনেও PHD (Permanent Head Damage) করবো না।

দরকারী পোস্ট, সুন্দর!

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

সবসময়ই কাজে লাগবে আপনার কারণ আপনার দারুণ দারুণ পোস্টের যা কন্টেন্ট তাতে রেফারেন্স জরুরী :P

২১| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০০

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট :)

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আমি তুমি আমরা :)

২২| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০০

জালিস মাহমুদ বলেছেন: বলমু না :| :| :|

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

আশা জাগানিয়া-ব্লগস্পট সমগ্র -এখানে যদিও ফিউশন ফাইভের কথা বলা আছে তবে .............! লোকালটক আর ফিউশন ফাইভের পেছনের অভিন্ন মানুষটার করে দেওয়া সম্ভবত! :|


আর আপনার না বলার কারণটা কেন যেন মনে হচ্ছে জানি! :|

২৩| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাল পোস্ট। আমি IEEE এর ফরম্যাট ব্যবহার করি (অবশ্য সেটা ব্লগে না)। সেখানে বই, জার্নাল, কনফারেন্স, আর্টিক্যাল কোনটা কিভাবে রেফার করতে হবে সুনির্দিষ্টভাবে বলা আছে। আর IEEE এর স্টাইল মনে হয় সর্বাধিক ব্যবহার হয়। Click This Link

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪

আরজু পনি বলেছেন:

আররে দারুন তো!
এই দেখুন আমি পোস্ট না দিলে কিন্তু আপনার কাছ থেকে লিংকটা পেতাম না। আর জানাও হতো না।
অনেক কৃতজ্ঞতা রইলো।

২৪| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন: অনেক কাজের পোস্ট আপু। আমি বিবিএ শেষ করার আগে পেলে অনেক বেশী কাজে লাগাতে পারতাম। :(
ফার্স্ট ইয়ারে এই জিনিস নিয়া অনেক সমস্যায় পড়েছিলাম। স্যার বলতো রিপোর্ট/ রিসার্চ পেপার এর এইটা হয় নাই, ওইটা হয় নাই। :(
যদিও এখন পারি খারাপ না। :)
যাক এই বিষয়ক পোস্ট যেমন ( বই রিভিউ, এটা, সামারি এই টাইপ জিনিস ) আরও দিতে থাকুন।
আশা করছি আমাদের কাজে লাগবে। :)

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৩

আরজু পনি বলেছেন:

আফসোস! :(

আমার নিজের সময়েও কাজে লাগাতে পারি নি।
এটা আমার "জেন্ডার স্টাডিজ" বই করতে যেয়ে শিখেছি নিজে নিজেই খোঁজ করে। অথচ থিসিস বা রিপোর্ট, এসাইনমেন্টের শুরুতেই টিচারদের এব্যাপারে শেখানো উচিত।

তারাও শিক্ষার্থীদের নিজেদের মতো বিজ্ঞজন ভাবেন। :(

২৫| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৩

লিঙ্কনহুসাইন বলেছেন: চর্ম পোষ্ট, সোজা প্রিয়তে নিলাম ;) ;) ধন্যবাদ

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৪

আরজু পনি বলেছেন:

অই! চোখ টিপির মানে কি?! X(

আমি কিন্তু নিজের ইচ্ছে মতো মানে করে নিব... B-))

২৬| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে নিলাম। অনার্স লাইফে কত ভুল করে করে যে শিখেছি। :D :D :D

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৬

আরজু পনি বলেছেন:

সেটাই আরমানকে বলছিলাম :(

থিসিস বা রিপোর্ট, এসাইনমেন্টের শুরুতেই টিচারদের এব্যাপারে শেখানো উচিত।

তারাও শিক্ষার্থীদের নিজেদের মতো বিজ্ঞজন ভাবেন।

আমি নিজেও কি কম ঘোলা পানি খাইছি ! :D

২৭| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:০০

হিবিজিবি বলেছেন: http://www.mendeley.com আমি এটা ব্যবহার করি।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১:২১

আরজু পনি বলেছেন:

হা হা আমি জানতাম। সহব্লগারদের কাছ থেকে অবশ্যই আরো তথ্য পাবো।
সীমানা ছাড়িয়ে একটা লিংক দিয়েছে আর আপনি দিলেন একটা। এগুলো মূল পোস্টে আপডেট করে দিব ভাবছি।

অনেক কৃতজ্ঞতা।

২৮| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ২:৪৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Research Methodology Course টা খুবই বিরক্তি নিয়া পড়সি ! পড়তে গেলেই মেজাজ খারাপ হইত, এখনো রেজাল্ট হয় নাই, দেখা যাইবো গোত্তা খাওয়া নাম্বার পামু /:)

আর এখন আবার একই জিনিস ব্লগে পড়লাম এবং আবারো বিরক্ত হইলাম /:) যদিও খুবই দরকারি পোষ্ট :)

প্রিয়তে রেখে দিলাম, যদি কামে লাগে ;)

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

চলুন না এক কাজ করি..যৌথ প্রযোজনায় রিসার্চ নিয়ে পোস্ট দেওয়া শুরু করি। এতে নিজেরাও যেমন পোস্ট দেওয়ার জন্যে হলেও কিছু পড়তে বাধ্য হবো তেমন পোস্ট দেওয়ার কারণে সহব্লগার অনেকেই উপকৃত হবে।


অনেক ধন্যবাদ আলাউদ্দিন ।।

:)

২৯| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৩২

তাশা বলেছেন: এইসব জ্ঞানের কচকচানি শুনলে বিরক্ত লাগে............. নতুন কোন ক্যাচাল লাগাইলেও তো পারেন...........

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:

কি করবো বলুন ... আমি সীমাবদ্ধ জ্ঞানের মানুষ...জানতে চাইলেও তো আমাকে পোস্ট দিয়েই জানতে হবে! এই দেখুন না, সহব্লগাররা কিন্তু যথেষ্টই সহযোগিতা করছে, যা পরবর্তীতে কাজে লাগবে।


নাহ্ সামহোয়্যারে ক্যাচাল দেখতে চাই না।
অনেক ভালো থাকুন তাশা।

৩০| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: থিসিসের টিপস গুলান কামে লাগবো। আব্বায় কইছে এইবার পিএইচডি কইরা ফালা আপাতত অফিস যাওয়া হইবো না !!! ওয়াও কি মজা !!!

আবার আমি ছাত্র হইমু !!! এইবার অত্যান্ত বিবেচনার ভার্সিটির স্যার গোরে বুঝাইমু আমি কি চিজ। B-))

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা, আপনার সম্ভব এমফিল শেষ...এক কাজ করুন না, প্রপোজাল তৈরী নিয়ে একটা পোস্ট করে ফেলুন না, আমাদের বেশ কাজে লাগবে।
অপেক্ষায় রইলাম পাইলট।

৩১| ০৯ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ১২ তম ভালোলাগা :)


দারুন কাজের পোস্ট ++++++++++


ভালো থাকবেন সবসময় :)

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ অপূর্ন।

আপনার জন্যেও শুভকামনা রইলো।।

:)

৩২| ০৯ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:৩৮

দূরপরবাসী বলেছেন: কিছু ফ্রী সফটওয়ার আছে যেই গুলোর মাধ্যমে রেফারেন্সিং এর কাজটা সহজ।তার মধ্যে zotero টা আমার খুব ভালো লেগেছে। আর Endnote এর তো কোন বিকল্প নাই।

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৬

আরজু পনি বলেছেন:

আপনাদের সাজেশনগুলো একটু ফ্রি হয়েই মূল পোস্টে এ্যাড করে দিব ভাবছি।

অনেক কৃতজ্ঞতা রইলো দূরপরবাসী।

৩৩| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:২৪

ফলাফল বলেছেন: পোস্টে প্লাস

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ।।

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কিছু শব্দের অর্থ বুঝতে পারলাম না। পাদটীকা, টীকা :|

এটা সর্বজনীন না?

আপনি কি করেন? সমস্যা না থাকলে বলেন।

ভাল থাকবেন। শুভেচ্ছা রইল।

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৯

আরজু পনি বলেছেন:

টীকা শব্দটি কোন কঠিন, অজানা, বা লেখকের, গবেষকের নিজের মতো করে ব্যবহৃত শব্দের ব্যাখ্যা করাকে বোঝায়।

পাদটীকা ও তাই এটার ইংরেজি রূপ "footnotes"...এবার নিশ্চয়ই ইংরেজি রূপটা দেখে চিনতে পেরেছেন।
আর এখানে দেখতে পারেন পাদটীকা

আর এখানেও পাবেন

৩৫| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৮:২১

অচিন্ত্য বলেছেন:
আপনার লেখাটার তথ্যসূত্র দিলে ভাল লাগত। (হাহ হাহ, প্লিজ টেক ইট অ্যাজ ফান)

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:

হা হা হা
ঠিক বলেছেন কিন্তু। অবশ্যই দেওয়া উচিত ছিল।

আমি আসলে ২ বছর আগে আমার বইয়ের নির্ঘন্ট (তথ্যপঞ্জী) লিখতে বিভিন্ন বইয়ের শেষে দেওয়া রেফারেন্সগুলো যাচাই করে বোঝার চেষ্টা করেছি কিভাবে রেফারেন্স লিখতে হয়।

এর মধ্যে হুমায়ূন আজাদ স্যারের "নারী"
আর আহসান হাবীব স্যারের "ACTION RESEARCH" এই বই দুটো বেশি কাজে লেগেছে।

আপনি ফান করে না বললেও কিন্তু হতো। এটা কাজের কথা কিন্তু বলেছেন।

অনেক কৃতজ্ঞতা।

৩৬| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৪

নক্ষত্রচারী বলেছেন: পেলাস !

কামের পোষ্ট । বিবলিওগ্রাফি দিলে পরিপূর্ণ হইতো ।

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ঠিকই বলেছেন...দেখি সামনে অন্য কোন পোস্টে প্রাসঙ্গিকভাবে বা স্বতন্ত্রভাবেই কোন পোস্ট দেওয়া যায় কি না।

ধন্যবাদ নক্ষত্রচারী।

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১০

গগণজয় বলেছেন: ভালো পোষ্ট।

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ গগণজয়, ভালো থাকবেন।।

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: :|| :|| :|| মুই তো খুশিতে হাসতে গিয়া ;) চোখ টিপ মারচি /:) :|| :|| :||

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০০

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহা
=p~

যাক ভয় পাওয়াইতে পারছি :P

৩৯| ০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:২৭

বাঘ মামা বলেছেন: হুম আরজুপনি

০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:০২

আরজু পনি বলেছেন:

এমন করে "হুম" বললেন যেন বাঘের "হুম"ই শুনতে পেলাম :P

৪০| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৪

শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো পোস্ট।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৮

আরজু পনি বলেছেন:

আররে এযে দেখি গরীবের বাড়িতে মডুর পারা! কি যে দেই বসতে!

অনেক ধন্যবাদ শরৎ।।

৪১| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:

মাফ চাই দোয়াও চাই B-)) মেলা বিরক্তির কাম । আপনি করতে থাকেন, নিশ্চয়ই পাশে থাকবো :)

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৯

আরজু পনি বলেছেন:

আমিতো আসলে কিছুই জানি না! জানার জন্যেই এসব করছি! :(

পাশে থাকবেন জেনে ভালো লাগলো।।

:)

৪২| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৪৭

নিশাচর ভবঘুরে বলেছেন: দরকারী পোষ্ট ++++++++++++++++++

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ নিশাচর।।

৪৩| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৫

মামুন রশিদ বলেছেন: আপনার পোস্টের লিংক থেকে ব্লগার কালীদাস এর পোস্ট পড়লাম, সত্যিই অসাধারন । আর হ্যাঁ, সম্ভব হলে এই পোস্টেই বিবলিওগ্রাফি নিয়ে একটা প্যারা এড করুন । বুড়ো বয়সে নতুন করে স্টাডি করতে গিয়ে বিপদেই পড়েছি :(

অফটপিক : এই পোস্টে আমন্ত্রন ।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

কালীদাসের পোস্ট অনেক রিচ। আমি এখনও থিসিসের কিছুই বুঝি না :(

দেখি বিবলিওগ্রাফী নিয়ে কি করা যায়!

একটু ফ্রি হয়েই আসবো।

৪৪| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৪

কালীদাস বলেছেন: আরে, ব্লগের লোকজন দেখি এখনও আমারে উৎসর্গ কইরা পোস্ট দেয়!! লোকজন দেখি আমারে এখনও মনে রাখছে ;) ওয়েল, একটু ইনপুট দেই পোস্টে, ইউথ পারমিশন (আই হোপ)।



রেফারেন্সিং-এর বেসিক স্টাইল আছে কয়েকটা। সবচেয়ে বেশি ইউজ হয় APA, MLA, Chicago, AMA, Harvard referencing... এগুলার মধ্যেও মডিফিকেশন হয়, পয়লা দুইটা করে আমেরিকার একটা ভার্সিটি, নামটা এখন খেয়াল নেই :| এপিএ এখন ছয় নাম্বার ভার্সন চলছে:)

সাধারণত, কমন ইউজের ফিল্ড (মানে বেশি ইউজ হয়)

APA: psychology, education, and other social sciences.
MLA: literature, arts, and humanities.
AMA: medicine, health, and biological sciences.
Chicago: used with all subjects in the "real world" by books, magazines, newspapers, and other non-scholarly publications.

কোনটা ইউজ করবেন সেটা ডিপেন্ড করে জার্নাল বা ভার্সিটির রুলসের উপর। জার্নালগুলো স্পেসিফাই করে দেয় কোনটা ইউজ করতে হবে। আবার ডেরাইভড স্টাইলও আছে অনেক, ওগুলাও করতে হয় কখনো কখনো।

কয়েকটা এক্সাম্পল দেই উপরের চারটা স্টাইলের শুধু জার্নাল আর্টিকেলের জন্য (বই/কনফারেন্স প্রসিডিংস/রিপোর্ট.....সবকয়টার আলাদা সিসটেম, তাই উল্লেখ করলাম না)-

APA:
Hodges, F. M. (2003). The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male, 6, 175-182.

MLA:
Hodges, F. M. "The Promised Planet: Alliances and Struggles of the
Gerontocracy in American Television Science Fiction of the 1960s." Aging Male 6 (2003): 175-82.

Chicago:
Hodges, F. M. 2003. The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male 6:175-182.

AMA:
Hodges, F. M. . The promised planet: Alliances and struggles of the gerontocracy in American television science fiction of the 1960s. The Aging Male. 2003; 6:175-182.


বাংলাদেশের ভার্সিটিগুলো রেফারেন্সিং-এর জন্য সাধারণত কোন কম্পোলসারি রুলস বেঁধে দেয় না, আপনার ইচ্ছা মত করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন একটাই করা হয়। আমার এমএসের সময় আমি MLA ইউজ করেছিলাম। এমনিতে খালি চোখে আমার কাছে মনে হয়েছে জার্নালগুলোতে এপিএ বেশি ইউজ হয়, যদিও হার্ভার্ড আর শিকাগোর ইউজ বাড়ছে ইদানিং।


বেশ কিছু সাইট আছে, যেখানে মাগনা মাগনা রেফারেন্সিং-এর কাজ করে দেয় পেপারের লিংক দিলে (ধরেন ইজি বিব দেখতে পারেন)। এমএস ওয়ার্ডের অপশনটাও বেশ, ল্যাটেক্স পারিনা আমি ঐটা থাকলে তো কথাই নাই:) তবে এন্ডনোটের উপর কিছু নাই :)


ব্লগার অপ্রয়োজনের কমেন্টগুলো একবার দেখবেন পারলে আমার থিসিস পোস্টে, কাজে লাগবে। ওনার পোস্টগুলো আর আনড্রাফট করবেন না (ওনাকে ব্লগে ফেরাতে আমি টোটালি ব্যর্থ হয়েছি), ওনার রাইটিং ফরম্যাটের পোস্ট-টা খুবই কাজের ছিল।



গেলাম :)

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:

আমি যে একেবারে ঠিক মানুষটিকেই উৎসর্গ করেছি সেটি কিন্তু প্রমাণিত ;)

আসলে রেফারেন্সিং কেমন করে করতে হয় তাইতো জানি না! :(

এবার আপনার মন্তব্যতে যা কন্টেন্ট দিলেন তা থেকেই কাজে লাগাতে হবে :-B


ব্লগার অপ্রয়োজনের মতো আরো নিষ্ঠুর ব্লগার আছে যারা নিষ্ঠুরতার চূড়ান্ত দেখিয়ে পোস্ট ড্রাফটে নেয় :(



হি হি কৃতজ্ঞতা বলতেও লজ্জা লাগছে :!> :#>

৪৫| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

দূর্যোধন বলেছেন: যেখানেই যাই,সেইখানেই কালীদাস হাজির!তাও যা বলতে চাই,তাই বইল্যা আসে কেন? হোয়াট দ্যা...... কাউ?


অপ্রয়োজনের সাথে কালীদাসের কনভার্সেশন দেখলে নিঃসন্দেহে এই পোস্ট আরো অনেক বেশি সমৃদ্ধ হবে।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৫

আরজু পনি বলেছেন:

হা হা হা


হ্যাঁ, কালীদাস-এর পোস্টটা নিয়েই পড়াশুনা করতে হবে বেশ কিছুদিন পুঙ্খানুপুঙ্খভাবে!

পরামর্শের জন্যে ধন্যবাদ, দূর্যোধন।।

৪৬| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৭

শায়মা বলেছেন: :)


কালীদাসভাইয়া যে টিচার সেটা জানতাম না।
আমি ভাবতাম কোনো পিচকিভাইয়া হবে।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:

বলেন কি!! আপনিতো অনেক পুরনো ব্লগার!


কালীদাসের সাথে তো আমার পরিচয় শুধুই সামুতে (উনার ইমেল এড্রেসও ইচ্ছে থাকলেও চাইতে পারি নি কখনো!)।

তবে কালীদাস কিন্তু বয়সে আসলেই অনেক পিচকা। তবে পিচকা হলেও স্যার কিন্তু ;)

৪৭| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পোস্ট ভালো হয়েছে, তবে অনেক বেশি অসম্পুর্ন :( তবে কালীদাসের মন্তব্য পোস্টকে রিচ করেছে!

রেফারেন্সিং এর বিষয় এলে শুধু রেফারেন্স সেকশানে কিভাবে লিখতে হবে তা উল্লেখ না করে "ইন টেক্সট" সাইটেশান সম্পর্কেও লেখা উচিত।

আবার রেফারেন্সে কতজন অথরের নাম আসবে সেই বিষয়টাও গুরুত্বপূর্ণ।

এখানে রেফারেন্সিংএর বিষয়ে বই এবং জার্নালের কথা এসেছে (কালীদাসের মন্তব্যে), কিন্তু নিউজপেপার, অনলাইন ডকুমেন্ট, পারসোনাল কমিউনিকেশন, ইমেইল ইত্যাদি বিষয় উঠে আসেনি :( আবার যদি কোন ডকুমেন্টে অথরের নাম না থাকে তবে রেফারেন্সিং কী ধরণের হবে তাও বলা হয়নি :|

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো একাডেমিক জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে প্রতিটি জার্নাল কিভাবে রেফারেন্সিং করতে হবে তা বিস্তারিত জানিয়ে দেয়। এবং ঐ নির্দিষ্ট ফরমেটই ব্যবহার করতে হবে।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

উপস্! কঠ্ঠিন অবস্থা দেখছি! :-&

আমারতো আর সব বাদ দিয়ে রেফারেন্সিং নিয়েই পড়তে হবে মনে হচ্ছে বেশ কিছুদিন ! :|

ঠিকাছে, আপনি আর কালীদাস দুইজন স্যার তো আছেনই ...কোন বিপদে পড়লে আপনাদেরকে নক করবো। :-B

অনেক কৃতজ্ঞতা

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

আরজু পনি বলেছেন:

ওহ্ বলতে ভুলেই গেছি। আমার পোস্টটা কিন্তু মূলত বাল্যশিক্ষা টাইপ পোস্ট। এজন্যেই "সহজ পাঠ" কথাটা শিরোনামে দিয়েছি। কারণ আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করার পর কোন বিশেষ কারণে, কোন ট্রেনিংয়ে যদি রিসার্চ-এর কোন কাজ করতে দেওয়া হয় তখন রিপোর্ট লিখতে যেয়ে প্রায় সবাই (অল্প ক'জন বাদে) এই রেফারিন্সেংয়ের সহজ বিষয় গুলোই ফলো করতে পারে না।

আর আপনার বা কালীদাসের মন্তব্যে যা পেলাম সেগুলোতে জানেই না!

৪৮| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৩

প্রিন্সর বলেছেন: স্কুল অফ থিসিস !

পইড়া শিখলাম অনেক কিছু ।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

আমার অবস্থাতো কেরোসিন! :|

৪৯| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: আমার কাপের কফি না। পুস্ট পড়ি নাই। তবে প্রয়োজনীয় লেখা নিঃসন্দেহে। অনেকের কাজে লাগবে। আপনার শ্রমসাধ্য লেখাগুলো ব্লগকে সমৃদ্ধ করুক আরো। শুভকামনা।

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

আপনার কাপের কফি বানানোর সাধ্য আমার নাই! :|

শুভকামনার জন্যে কৃতজ্ঞতা প্রিয় হাসান।

৫০| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৬

শামীম আরা সনি বলেছেন: কাজের পোস্টে পেলাস+

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সনি।।

৫১| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫০

মাক্স বলেছেন: প্রিয়তে B-) B-)

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ মাক্স B-) B-)

৫২| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আরেহ! করেছেন কি!! আমিতো পোস্টের অসম্পুর্ণতাগুলো দেখিয়ে দিলাম মাত্র। মুল পোস্টে যখন নিয়েই গেলেন সেহেতু কিছু বিষয় পরিষ্কার করি।

ইনটেক্সট সাইটেশনঃ

ধরুন আপনার ম্যানুস্ক্রিপ্টের ভেতরে আপনি অ্যজমা সম্পর্কে একটা তথ্য দিলেন।

Asthma affects over 5-10% of population in industrialized countries.

এই ইনফরমেশনটার তথ্যসূত্র টেক্সটের ভেতর আপনি বিভিন্নভাবে উল্লেখ করতে পারেন। কিভাবে উল্লেখ করবেন তা নির্ভর করবে জার্নাল কোন ফরমেটে চাইছে।

সাধারণত জার্নালগুলো হয় এলফাবেটিকাল অর্ডারে রেফারেন্সিং করে নয়ত নাম্বারে (সহজ বাংলায়)।

উপরে যে তথ্যটা দেয়া হয়েছে সেটির পূর্ন তথ্যসূত্র হচ্ছে-

Chang RK, Guo X, Burnside B, Couch R. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.

অর্থাৎ চারজন অথর, ফাস্ট ডিসলভিং ট্যাবলেট শিরোণামে একটি আর্টিকেল পাবলিশ করেছেন ২০০০ সালে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নামক জার্নালের ভলিউম ২৪এ। আর্টিকেলটি পাওয়া যাবে ৫২ নাম্বার পৃষ্ঠায়।

এখন যদি টেক্সটের ভিতর আপনি নাম্বারিং সিস্টেমে সাইট করতে চান তবে নিচের মত হবে-

Asthma affects over 5-10% of population in industrialized countries (1).

এখন রেফারেন্স সেকশানে কেউ ১ খুঁজলেই তথ্যসূত্র পেয়ে যাবে। উল্লেখ্য জার্নালভেদে এই "(1)" লেখাটাও ভিন্ন হতে পারে, হতে পারে [1]। 1 আবার হয়ত অনেক জার্নালে সুপারস্ক্রিপ্ট করে দিতে হতে পারে।

আবার যদি এমন হয় আপনি একই তথ্য দু'টি বা তার অধিক সূত্র থেকে নিয়েছেন তবে লিখতে হবে এভাবে (1,2)। [1,2] হতে পারে, (1),(2) বা [1],[2] বা এগুলোর সুপারস্ক্রিপ্ট হতে পারে।

এলফাবেটিকাল অর্ডারে চাইলে প্রথম অথরের নামের শেষ অংশ লিখে et al., সাল লিখতে হবে। অর্থাৎ রেফারেন্সটা হবে এমন-

Asthma affects over 5-10% of population in industrialized countries (Chang et al., 2000).

এর মানে হচ্ছে জনাব চ্যাং এবং তার সহকর্মিরা গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছেন। এই রেফারেন্সে লক্ষ করার মত কিছু বিষয় আছে। ধরুন উপরে যে আর্টিকেলের কথা বললাম ওটায় অথর সংখ্যা চার। যদি ৪ না হয়ে ১ জন অথর হতেন অর্থাৎ ফুল রেফারেন্স যদি এমন হত-

Chang RK. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.

তাহলে ইনটেক্সট এলফাবেটিকাল সাইটেশন হত (Chang, 2000)

যদি দুইজন অথর থাকতেন, যেমন ধরুন-

Chang RK, Guo X. Fast-dissolving tablets. Pharm Technol 2000;24:52-8.

তাহলে হত (Chang and Guo, 2000)।

যখনই অথর দুইএর বেশি তখনই (et al., ইয়ার)

অনেক কথা বলে ফেললাম :(

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

আমি শ্যাষ! :(

যদিও মূল পোস্টে নেওয়ার জন্যে অনুমতি নেবার দরকার ছিল, কিন্তু যেহেতু আমার পোস্টেই মন্তব্য তাই স্বত্ত্ নিজের বলে দাবী করে সূত্র উল্লেখ মানে আপনার আর কালীদাসের নাম উল্লেখ করে দিয়েছি। B-)


এবার মনে হচ্ছে আমি কৃতজ্ঞতার বাধনে আসলেই বাঁধা পড়ে গেলাম ! :!> :#>

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

আপনাদের বক্তব্যকে ঠিক রেখেই শুধু আমাকে উল্লেখ করাটাকে কমন ভাবে দিয়ে উপস্থাপনের চেষ্টা করলাম।

আর ইংরেজি উদাহরণগুলোর ফন্ট স্টাইল অপরিবর্তিতই রাখলাম।

৫৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আপনার পোস্টের মন্তব্যতো আপনি ব্যবহার করতেই পারেন! বরং আমার নামটা লোকে জানলো, আমার একটু ভাবও বাড়লো :|| :-0

আচ্ছা, এবার আসা যাক পারসোনাল কমিউনিকেশনকে কিভাবে রেফার করা যায়।

পারসোনাল কমিউনিকেশনঃ

পারসোনাল কমিউনিকেশন বলতে বোঝাবে ইমেইল, চিঠি ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহকে। আবার এমন হতে পারে কোন একটা বিষয়ে আপনি ঐ বিষয়ের কোন এক্সপার্টের ইন্টারভিউ নিলেন। ওটাও পারসোনাল কমিউনিকেশন। সাধারণত এ ধরণের রেফারেন্স হাইলি অথেনটিকেটেড না হলে গ্রহনযোগ্য হয়না।

এসব ক্ষেত্রে রেফারেন্স সেকশানে আলাদা করে রেফারেন্স লিখতে হয়না আমি যতটুকু জানি। শুধু টেক্সটের অর্থাৎ ম্যানুস্ক্রিপ্টের ভেতর সাইট করলেই হয়।

যেমন ধরুন আপনি Mohamaad Abu Ali নামক একজনার মেইল থেকে কোন তথ্য দিতে চাচ্ছেন। আপনাকে মুল টেক্সটে উল্লেখ করতে হবে (Ali MA, personal communication, October 9, 2012)।

আর যদি কোন জার্নাল বলে দেয় পারসোনাল কমিউনিকেশন রেফারেন্স সেকশানে উল্লেখ করতে হবে তবে ইন টেক্সট হবে (Ali, 2012)।

রেফারেন্সে গিয়ে পারসোনাল কমিউনিকেশন ভায়া ইমেইল/লেটার/ইন্টারভিউ ডেটেড কত তা উল্লেখ করতে হবে।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

মডু হিসেবে কিন্তু এমনিতেই আপনার নাম ব্লগাররা জানে ;)

আর আপনি ভাব নেবার মানুষ না, সেটা কিন্তু আমি জানি :-B

আহ্ আমার পোস্ট দেওয়া সার্থক! আশা করছি এভাবেই সামনের সময়গুলোতে সহযোগিতা পাবো।

৫৪| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ওকে এখন আমরা ওয়েব রেফারেন্স বা ইলেকট্রনিক সোর্সের রেফারেন্স কিভাবে দেয়া যায় সেটা দেখি।

এটার বিভিন্ন ধরণ আছে যা জার্নালগুলো "অথর ইন্সট্রাকশান"এ উল্লেখ করে দেয়। তবে কমন কিছু জিনিস থাকতে হবে।

ধরুন আপনি নিচের ওয়েবসাইট থেকে তথ্য নিয়েছেন আজ।

Click This Link

ইনটেক্সট যদি নাম্বারিং সিস্টেম হয় তাহলেতো কোন সমস্যা নেই। ১৩ নাম্বার সাইটেশন হলে রেফারেন্স সেকশানে গিয়ে এভাবে রেফারেন্স লিখতে হবে-

[13] Clonazepam official FDA information, side effects and uses. Available at: Click This Link [Retrieved on: October 10, 2012]

এই ফরমেটের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। যেমন Retrieved এর বদলে Cited বা Accessed লেখা হয়। আবার Available at না লিখেও শুধু ইউআরএল দিতে বলে অনেকে। আবার ইউআরএল নিচের মত করেও দেয়া যায়-



এবার যদি এলফাবেটিকাল সাইটেশন হয় তবে ইনটেক্সটে (Clonazepam official FDA information, side effects and uses, 2012) উল্লেখ করতে হবে বাকিটা রেফারেন্স সেকশানে আগের মতই থাকবে।

উল্লেখ্য এটা একদম সাদামাটা সহজ করে বলার চেষ্টা করলাম। ইলেক্ট্রনিক সোর্সের রেফারেন্সিং আদতে একটু জটিল!

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

লিঙকটা অন করতে পাচ্ছি না :(

বাকীটা এ্যাড করে নিব ইনশাহ্আল্লাহ :)

৫৫| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ক্লিক দিস লিংকের জায়গায় এটা পড়ুন /:)

Click This Link

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৯

আরজু পনি বলেছেন:

নাহ্ এটাতেও আসে না :(

৫৬| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১:০০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: :-&

সহজ কথা হলো সাইটের পুরো ইউআরএল উল্লেখ করতে হবে। একদম যে ক্লিকের মাধ্যমে ইনফো পেয়েছেন সেই পুরো ইউআরএল!

আর ইন্টারনেট থেকে যেকোন সাইটের রেফারেন্স নেয়া উচিত নয়। উইকিপিডিয়াও কিন্তু একাডেমিক পাবলিকেশনে নির্ভরযোগ্য বা গ্রহনযোগ্য কোন রেফারেন্স নয়।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪২

আরজু পনি বলেছেন:

আমি বরং লিংকটা দেখে নিই আগে ...।

শেষের প্যারাটা আবার বুঝতে হবে মনে হচ্ছে।

৫৭| ১০ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: গুরু গম্ভীর পোস্ট।
+

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন:

আমিতো সীমাবদ্ধ জ্ঞানের সহজ সরল মানুষ। তাই পোস্ট সহজ করে বাল্যশিক্ষা টাইপ করে দিয়েছিলাম। কিন্তু স্যার মানুষরাই পোস্টকে গুরু গম্ভীর করতে সহযোগিতা করেছে :D B-)

৫৮| ১০ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: প্রিয়তে নিলাম। কাজে লাগবার সমূহ সম্ভাবনা আছে

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৯

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইলো আপনার জন্যে ।।

৫৯| ১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৬

নীলঞ্জন বলেছেন: উপকারী পোস্ট। প্রিয়তে নিলাম আপু।

+++++++++++++

শুভ কামনা।

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

উপকারে লাগলেই পোস্ট দেওয়া সার্থক।
অনেক ধন্যবাদ নীলঞ্জন।।

৬০| ১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৯

রেজোওয়ানা বলেছেন: সময় নিয়ে মন্তব্য করবো...

১০ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৬

আরজু পনি বলেছেন:

ঠিকাছে প্রিয় রেজোওয়ানা...

৬১| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন: প্রিয়তে রাখলাম পরে কাজে আসতে পারে।

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৮

আরজু পনি বলেছেন:

এটা সব সময়ই কাজে লাগতে পারে ;)

ব্লগিংয়েও কাজে লাগানো যেতে পারে B-)

৬২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩২

ছায়াপাখির অরণ্য বলেছেন: আরি!
এই পোষ্টটা ঠিক এই মুহূর্তেই আমার দরকার ছিল!

'গরু-খুঁজতে' গিয়ে জেরবার হয়ে যাচ্ছে! :-<

থ্যাঙ্কস পনি আপু! :)

১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫১

আরজু পনি বলেছেন:

হুমম...
আপনার কাছ থেকেও কিন্তু পোস্ট পাওনা আছে, ভুলে যাইয়েন না ;)

আহ্ দারুন! যাক, তবে পোস্ট দেওয়া সত্যিই সার্থক B-)

৬৩| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২১

ছায়াপাখির অরণ্য বলেছেন: হে পোষ্ট! :-<

হায় পোষ্ট! /:)

তথ্য প্রযুক্তির এই বিপ্লবের যুগে আমি লেখাপড়া হইতে লেখাকে বিযুক্ত করিয়াছি! আমার কাজ শুধুই পড়া! B-)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:

হা হা হা হা
ভালোই বলিয়াছেন ...তাহা হইলে তবুও একখানা অশান্তি হইতে আপনি মুক্ত হইতে পারিয়াছেন :D

৬৪| ১২ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৮

যাযাবর৮১ বলেছেন:



কামের পোস্টু :D
পেলুম টেস্টু :-B
লাগবে তা পরে B:-/
রাখছি তা ধরে। :)



*+*+*+*+*+



পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন। :)




মুমু মুমু মুমু মারিয়া X(
দিয়েন না দেখে তালিয়া /:)
যাযু গেল এখন চলিয়া:)
ধৈন্য করুন আসিয়া :-B



১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আপনাকে টেস্টু দিতে পেরে আমি আনন্দে.... কি??? ছন্দ আসে নাতো!!

অনেক ধন্যবাদ আপনাকে।

৬৫| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৭

মাহমুদা সোনিয়া বলেছেন: দারুণ কাজের একটা পোস্ট, আপু। মাস্টার্সে এ রকম একটা কোর্স ছিল আমাদের। মনে পড়ে গেল। :) :)

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সোনিয়া।।

:)

৬৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৫

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: মাথায় আসেনা কাজের সময় এমন অনেক কিছুই পেলাম।জেনে রাখা ভালো ভেবেই জেনে রাখা গেল অনেক কথা।অনেক ধন্যবাদ!

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

কাজে লাগলেই পোস্ট দেওয়া সার্থক।

ধন্যবাদ জয়তি।।

৬৭| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৪

কয়েস সামী বলেছেন: লিংক দিয়ে গেলামবাজি

১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

আজকে ঘুমে কষ্ট পাচ্ছি। সামনের দিন দেখবো ইনশাহ্আল্লাহ ।

৬৮| ২৯ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১২

তুষার আহাসান বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ তুষার আহসান।

৬৯| ২৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০২

ছণ্ণছাড়া যূবক বলেছেন: কাজের জিনিস

২৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

আরজু পনি বলেছেন:

অবশ্যই। ব্লগিং এ্ও কিন্তু ।

৭০| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪১

নিষিদ্ধ মানুষ বলেছেন: আপা আমি ফারাবী। এটা আমার এক বন্ধুর আইডি। আমার সামু ব্লগের আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমি আজকে ২ মাস ধরে কারো ব্লগে কমেন্ট করতে পারি না আর আমার লেখা ১ম পাতায় আসছে না। কিন্তু আগে আসত। আমি আপনার সাহায্য প্রার্থী। দয়া করে আমার ব্যাপারটা একটু দেখেন please.

২৭ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

আপনি ফিডব্যাকে মেইল করে দেখতে পারেন।

শুভকামনা রইলো ফারাবী।

৭১| ২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪২

নিষিদ্ধ মানুষ বলেছেন: আপা আমি ফারাবী। এটা আমার এক বন্ধুর আইডি। আমার সামু ব্লগের আইডি হল এটা http://www.somewhereinblog.net/blog/farabi2012 আমি আজকে ২ মাস ধরে কারো ব্লগে কমেন্ট করতে পারি না আর আমার লেখা ১ম পাতায় আসছে না। কিন্তু আগে আসত। আমি আপনার সাহায্য প্রার্থী। দয়া করে আমার ব্যাপারটা একটু দেখেন please.

৭২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১২

একজন নিশাচর বলেছেন: শুরুর দিকে যাও একটু আধটু বুজছিলাম শেষের দিকটা পুরাই মাথার উপুর দিয়া গেছে। :(

৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:

আপনি আপাতত নিচের অঙশটুকু ফলো করতে পারেন। একেবারে বাল্যশিক্ষা টাইপ করে লেখার চেষ্টা করা হয়েছ।

পরের অঙশটুকু আস্তে আস্তে বুঝে ফেলবেন আশা করি।......

তথ্যসূত্র বা তথ্যপঞ্জী হল প্রকাশিত কাজের সংগৃহীত উৎসের তালিকা। কিন্তু থিসিস বা প্রবন্ধে প্রকাশিত ও অপ্রকাশিত উভয় প্রকার কাজকেই তথ্যপঞ্জীতে সন্নিবেশিত করা হয়। তথ্যপঞ্জী বিভিন্ন প্রকার হতে পারেঃ

১। থিসিসের মূল গ্রন্থাংশে, প্রতিবেদনে বা পাদটীকায় যেসব উৎসের উল্লেখ রয়েছে তাদের তালিকা।

২। থিসিসের সাথে সম্পর্কযুক্ত যেসব পুস্তক, পুস্তিকা, সাময়িকী, প্রতিবেদন, প্রবন্ধ ইত্যাদি পাঠ ও পর্যালোচনা করা হয়েছে, সেসব পুরোপুরি প্রাসঙ্গিক না হলেও তাদের তালিকা।

৩। আরেক ধরনের তথ্যপঞ্জী আছে, এদের বলা হয় টীকাযুক্ত তথ্যপঞ্জী। তথ্যের উৎসের বিষয় ও প্রয়োজনীয়তা সম্পর্কিত টীকা সহ তাদের তালিকা থাকে।

তথ্যপঞ্জী লেখার নিয়ম

ক। পাদটীকা না দিয়ে প্রতিবেদনের শরীরেই উৎস নির্দেশ করা যেতে পারে। যেমন: [দ্র: হাবিব (২০০৬, ৭১)] এভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে আটকাতে হবে। এতে বোঝায় মোঃ আহসান হাবিব ২০০৬-এ প্রকাশিত বইয়ের ৭১ পৃষ্ঠায় মিলবে তথ্য বা বিশ্লেষণটি; এবং ওই বই সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে রচনাপঞ্জীতে।

খ। তথ্যপঞ্জীতে গ্রন্থনাম উল্লেখ করা যেতে পারে বাঁকা ( Italic) যেমনঃ Lewin, K. (1946). Field Theory in Social Science, Harper & Row, New York, NY

গ। প্রবন্ধ, গল্প, কবিতার নাম ছাপা উল্লেখ করা একক উদ্বৃতি চিহ্নের ভেতরে। যেমনঃ Lewin, K.(1946), 'Action Research and minority problems', Journal of Social Issues, Vol. 2 No. 4

ঘ। গ্রন্থকারের নাম, প্রথমে শেষ নাম বা পারিবারিক নাম তারপর কমা দিয়ে প্রথম বা প্রদত্ত নাম তারপর কমা। যেমনঃ Bessey, M., বাঙালী গ্রন্থকারের বেলায় পুরোনাম লিখে কমা। যেমনঃ ডা: গোলাম মোর্শেদ

ঙ। কাজের শিরোনাম লিখে তার নিচে দাগ দেয়া , তারপর কমা। যেমনঃ উচ্চশিক্ষিত দম্পতিদের মধ্যে সিদ্ধান্তগ্রহণের প্রাধান্য যাচাই,

চ। প্রকাশের স্থান এরপর কোলন। যেমনঃ ঢাকাঃ

ছ। প্রকাশনা সংস্থার নাম, এরপর কমা। যেমনঃ জাতীয় গ্রন্থ প্রকাশণ,

জ। প্রকাশের সন এরপর দাঁড়ি বা কমা, প্রয়োজনে মোট পৃষ্ঠা সংখ্যা, তারপর দাঁড়ি। যেমনঃ ২০০৯, ৬৪।

৭৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

একজন নিশাচর বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপনার তথ্যবহুল কমেন্টের উত্তর এর জন্য।

পোস্ট আপাতত প্রিয়তে।:)

ভবিষ্যতে কাজে লাগবে।

ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ নিশাচর।
সহব্লগারদের কাজে আসবে ভেবেই এই পোস্টের অবতারণা।

ভালো থাকুন।

:)

৭৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

কালীদাস বলেছেন: একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আগের কমেন্টে, ইন টেক্সট সাইটেশন কেমন হবে (নাম্বারিং না নাম বছরসহ), সেটা পুরাপুরিই জার্নালের ইচ্ছা/নিয়ম। আর জীবনানন্দ দাসের ছায়ার একটা পয়েন্টে বলি, পারসোনাল কম্যুনিকেশন বেশিরভাগ জার্নালেই এক্সেপ্ট করেনা, সত্যি বলতে কি প্রায় কেউই করে না! মাল্টির ইফেক্ট তো ব্লগে দেখেছেন, পারসোনাল কম্যুনিকেশন বিশ্বাসের সুযোগ কই?! :P

আর, রেফারেন্সিং-এর নিয়ম না জানলেও আসলে খুব একটা ক্ষতি নেই ;) প্রায় সব জার্নালের অথরস গাইডলাইনে এক্সাম্পলসহ দেয়া থাকে, কোনটা কি ফরম্যাটে লিখতে হবে, ইন টেক্সট সাইটেশনসহ।

কাজেই নো টেনশন :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

আরজু পনি বলেছেন:

আসলেই পারসোনাল কম্যুনিকেশনে ভরসা নেই।

আর সাধারণ গবেষণায় রেফারেন্সিং-এর কঠিন নিয়মগুলো বলতে গেলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলবে কঠিন ভেবে।

তাই আমি সহজভাবে শেয়ার করাটাতেই প্রাধান্য দেই, যেন পরে কঠিনটা্ও অনুসরণ করতে পারে।

ঠিক আছে, নো টেনশন :-B

৭৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪১

বাঙাল শিক্ষক বলেছেন: ইদানিং রেফারেন্সের সাথে Digital Object Identifier (DOI) নম্বর যুক্ত করার প্রচলন শুরু হয়েছে। আপনি যে রেফারেন্স দিবেন তার ডিওআই নম্বর আছে কিনা তা চেক করার জন্য http://www.crossref.org/crosscheck/index.html

আরও বিস্তারিত জানতে http://en.wikipedia.org/wiki/CrossRef

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ শিক্ষক মশাই। একেবারে শিক্ষকের মতোই আচরণ, কৃতার্থ হলাম।

সময় নিয়ে চেক করে প্রয়োজন বোধে মুল পোস্টে এ্যাড করে দেব।
আবার্ও অনেক কৃতজ্ঞতা।

৭৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: পোলাপান যত গবেষণা পত্র লেখা শিখবে ততই ভালো হবে? অবশ্য আমাদের বুড়ো প্রফেসরগুলার এই ব্যাপারে রাজ্যের অনিহা।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:

আমার এক প্রপোজাল পাশ করাতেই ছয় মাস স্যারের পেছন পেছন ঘুরতে হয়েছে :(

৭৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জাইনা রাখলাম.......

২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৮

আরজু পনি বলেছেন:

বাহ, আপনাকে দেখে ভালো লাগছে বর্ষণ।

অনেক ধন্যবাদ রইল।।

৭৮| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৮

স্বপ্নছোঁয়া বলেছেন: ভালো লাগলো,কিছু শিখলাম মনে হল :#)

০৫ ই জুন, ২০১৪ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ স্বপ্নছোঁয়া ।

:)

৭৯| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

আলম দীপ্র বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আলম দীপ্র।।
কারো এতটুকু কাজে লাগলে কৃতার্থ হবো ।

ভালো থাকুন সবসময়।।

৮০| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

Amar boktobbo: View this link

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

ভালোই হলো আপনার কল্যাণে একটা কাজের সাইটের সন্ধান পেলাম ।

অনেক ধন্যবাদ, স্বর্ণা ।।

৮১| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার পোষ্ট । প্রিয়তে নিয়ে গেলাম। ভালো থাকবেন।

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, তনিমা।

কীভাবে এই পোস্টের মন্তব্যের নোটিফিকেশন মিস করে গেছি জানিনা ।
খুব ভালো থাকুন সবসময় ।

৮২| ২৬ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫

ন্যানো ব্লগার ইমু বলেছেন: সাইটেশন, রেফারেন্সিং সম্পর্কে যে এতো ডিটেইলস কিছু পাবো ভাবতেও পারিনি। একটা আর্টিকেল লিখতে গিয়ে স্যারের নিকট থেকে অল্প বিস্তর ধারনা পেয়েছিলাম। তখন যা উপলব্ধি করেছিলাম তা হল - আর্টিকেল লেখার চেয়ে সাইটেশন আর রেফারেন্সিং করাই কঠিন। এতদিন বিষয়গুলি সম্পর্কে অস্পষ্ট ধারনা নিয়ে বসবাস করছিলাম। যা হোক আজ বিষয়গুলি স্পষ্ট হলো। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না আরজুপনি আপুকে এবং জীবনানন্দদাশের ছায়া ভাইয়া কে। :) :) তাই ধন্যবাদ জানালাম না। ;) ;)

দরকারি পোষ্টটি প্রিয়তে নিলাম।।

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ইমু । কাজে আসলে ভালো লাগবে ।
ভালো থাকুন সবসময় ।

৮৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
টেস্ট কমেন্ট ২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.