নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেজাজ

অপর্ণা বসু

দর্শনে এম এ। কবিতা ভালবাসি।সৃজনশীলতায় বিশ্বাসী।

অপর্ণা বসু › বিস্তারিত পোস্টঃ

আমার বাবা

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১

আজ আমার বাবার দ্বিতীয় মৃত্যবার্ষিকী।৩০শে আগষ্ট।ঠিক দু বছর আগে এই দিনটিতে আমার প্রিয় বাবাকে চিরবিদায় দিয়েছি।সব ভাই বোনদের মধ্যে আমি বাবার খুবকাছের ছিলাম। সবার প্রথম বলেই বোধহয় । যেমন বকা খেতাম তেমনি ভালোবাসাও পেতাম।বাবার শাসন ছিল স্নেহের শাসন।

দুবছর হল। এখন আর আগের মত রোজ কাঁদিনা ।কিন্তু বাবার কথা মনে হলেই চোখ ফেটে যায়। বুকটা মুচড়ে ওঠে।জানি এ কান্না কেউ শুনবে না।কেউ ফিরিয়ে আনতে পারবেনা আমার বাবাকে। মনে মনে বলি যত বার জন্মাই যেন তোমার মেয়ে হয়ে জন্মাই।তোমার ভালো মন্দ তোমার দোষগুণ

নিয়েই তুমি আমার প্রিয় বাবা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩

মোমেরমানুষ৭১ বলেছেন: বাপ থাকতে বাবার মর্যাদা আমার বুঝি না, তার মৃত্যুর পর বুঝে আসে...... আপনার বাবার আত্বার মাগফেরাত কামনা করছি

২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

মাহবু১৫৪ বলেছেন: আল্লাহ যেন উনাকে বেহেশত নসীব করেন

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:






বিদেহী আত্বার অনন্ত প্রশান্তি কামনা করছি।





৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

আমিনুর রহমান বলেছেন:





আল্লাহ যেন উনাকে বেহেশত নসীব করুন। আমিন।

৫| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫১

ফেরদাউস আল আমিন বলেছেন: বাবা রা সংসারে এক অন্য প্রকারের মানব। যারা চলে গেলে সেই অনুপস্থিতি টি ভীষন ভাবে অনুভূত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.