![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট ছোট ইচ্ছে গুলোর মৃত্য হলে
বুকের ভিতর বজ্রপাত হয়।
প্রতিদিনের বিকেল গুলো,-হয়তো
ভরতে পারতো কৃষ্ণচূড়ার রঙে,
অথবা হাস্নুহানার সৌরভে
বেলা শেষের কবোষ্ণ রোদ্দুর,
আদর করতে পারতো নরম দুটি গালে -
সেখানে কাক কুকুরের কর্কশ চিৎকারে
দুচোখ জুড়ে নায়াগ্রা।
এভাবে বছর, মাস ঘুরতেই থাকে
সকাল, বিকেল, দিন রাত যায়;
এক থেকে দুই, দুই থেকে একে
এরপর শতাব্দীও পেরিয়ে যায়
ক্লান্ত প্রাণ দাঁড়িয়ে এখন একা,নিঃসঙ্গ।
আরো কত যুগ থাকতে হবে এভাবে
থাকতে থাকতে ঠান্ডা বরফ হয়ে যেতে যেতে
হিমশৈল হয়ে যেতে হবে একদিন।
তখন অসাড় ঠান্ডা অনুভূতি হীন হয়ে
নিঃশব্দে ভেসে বেড়ানো শুধু
নিয়তির স্রোতে।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
শেরজা তপন বলেছেন: ভাল লাগল...