নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেজাজ

অপর্ণা বসু

দর্শনে এম এ। কবিতা ভালবাসি।সৃজনশীলতায় বিশ্বাসী।

অপর্ণা বসু › বিস্তারিত পোস্টঃ

নতুন বাসা

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৭


নতুন ফ্ল্যাটে সাজানো জীবন - -
অনেক উঁচুতে গ্রীলের খাঁচায়
রোদ নেই , শুধু হাওয়া শন শন l

নতুন কিচেনে নতুন খাবার
স্টীলের বেসিনে বাসন ধোবার
কত আয়োজন , করি প্রাণপণ

নতুন বাসাটা পাড়ার মোড়ে ,
নতুন ফ্ল্যাটে তে পাড়া প্রতিবেশী
দেখা হয় রোজ , ভাব নেই বেশী
" হাই " " হ্যালো " তে ই কাজ চলে যায় l

আগে ছিলো বড় গায়ে পড়া পড়ি
বিনা দরকারে যখন তখন
ও বাড়ির লোক আসত এবাড়ি ,

থাকব এখানে নতুন রকম
ইচ্ছে মতন বকম বকম
অন্য রকম জীবন যাপন

সকালে জিমে তে , বিকেলে পুলে
সময় কাটছে হেলে আর দুলে
সবুজ ঘাসেতে পা ফেলে ফেলে
বিশুদ্ধ হাওয়া খেয়ে

সেদিন সকালে মেয়েটার জ্বর
ওর বাবা গেছে অফিসের ট্যুরে
আমি অস্থির , কি ভাবে কি করি
এখানেতো সব অচেনা আমার

বিকেলে মেয়েটা সংঙ্গা হারায়
কেউ পাশে নেই আমি অসহায় - -
মিতা বৌদি , লালুর মাকে
হটাত্ ই আমার মনে পরে যায়

এর আগে কতো বিপদে পড়েছি
ওরা এসে যেত ঘিরে চারদিক
এখানে সবার দরজা বন্ধ
এখন আমি কি যে করি ঠিক ;

আমার চোখ ফেটে জল করে টল টল
মেয়েটা এবার চোখ মেলে চায়
নতুন বাসটা বুঝিয়েই দিলো
এখানে আমরা কতো অসহায় l

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: নতুন ফ্ল্যাট কিনেছেন, নাকি ?

দৈনন্দিন জীবনের প্রভাব ছড়া বা কবিতায়।

২| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৪

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল ... এখন ফ্ল্যাট জীবন এমনই হয়েছে :(

৩| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

অপর্ণা বসু বলেছেন: সত্যি এই ফ্ল্যাট জীবন এমনিই দুঃখ দায়ক l তবু এযুগে এছাড়া গতিও নেই l কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.