![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝমঝম শ্রাবণ
এক স্রোতস্বিনী তৈরী করে ,
নর্দমা পথ ঘাট একাকার
রাস্তা শুধু জেগে থকে
ল্যাম্পপোস্ট বুকে নিয়ে ,
ঘোলা জল ঢেউ তোলে
ভেসে চলা যাবাহন
দুলিয়ে দেয় রাস্তা - নদী টাকে
ছাতা হাতে বিরক্ত মুখ পথচারী
জল ঠেলে গুটি গুটি পায়ে সন্তর্পণে l
অঝোর বর্ষণ মাথায়
একটি মাত্র ছাতার তলে
ভিজে ভেসে যায় এক যুগল ,
তবু তারা বিভোর হয় হৃদয়ের গান গেয়ে
এই শহুরে বর্ষায় l
©somewhere in net ltd.