নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেজাজ

অপর্ণা বসু

দর্শনে এম এ। কবিতা ভালবাসি।সৃজনশীলতায় বিশ্বাসী।

অপর্ণা বসু › বিস্তারিত পোস্টঃ

আয়লান ,তোর দিকে চেয়ে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬


বোদরাম সাগরের বালুতটে
তুই কিসের অপেক্ষায়
মায়ের কোল দিয়েছে তোকে নরম বালুরাশি
সমুদ্রের সস্নেহ ঢেউ ধুইয়ে দিচ্ছে তোকে
তুই তো খুঁজেছিলি নিশ্চিন্ত আশ্রয়
সিরিয়ার উদ্বাস্তু বাবা মায়ের সাথে।


ইজিয়ান সাগরের উপকূলে
ছোট্ট শরীর আভূমি নত
হারিয়ে যাওয়া বাপ আমার
নিথর শরীরে কাকে খুঁজছিস
মানবতা ধুয়ে গেছে অনেক আগেই
উদ্বাস্তুদের কোন বাসভূমি নেই।

তবুও ওরা চেয়েছিল ঠিকানা
এই পৃথিবীর নীল আকাশটার নীচে
বুকে আশা নিয়ে সাগরে দিয়েছিল পাড়ি
শ্বাস নিতে চেয়েছিল নিশ্চিন্তে নিরুপদ্রবে
সবাই একসাথে।

এখন তোর ছোট্ট নীরব শরীর
মায়ের কোলের চেয়েও নিরাপদ আশ্রয়ে
ঐ শরীরী আবেদনে ঘুম ভেঙ্গেছে আমাদের
মরে যাওয়া মানবতা চোখ মেলেছে আবার
তোর দিকে চেয়ে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ শরীরী আবেদনে ঘুম ভেঙ্গেছে আমাদের
মরে যাওয়া মানবতা চোখ মেলেছে আবার
তোর দিকে চেয়ে।

আজ লাখৌ লাখৌ শরনার্থী নিশ্চিত জীবন পেয়েছে তোমার জীবন দানে!!! মরেও অমর হয়ে রইলে .. সালাম তোমায়!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: মানবতা ধুয়ে গেছে অনেক আগেই
উদ্বাস্তুদের কোন বাসভূমি নেই।


ভালো লিখেছেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

বিষ্ময় ভাস্কর (বিভা) বলেছেন: জয় হোক মানবতার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.