নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

এটা দু:খজনক হলেও কিন্তু আংশিক সত্য !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

" এই পৃথিবীতে সবচেয়ে বেশী মিথ্যা উচ্চারিত হয় ধর্মগ্রন্থের উপরে হাত রেখে বিচারালয়গুলোতে ।
এই পৃথিবীতে সবচেয়ে বেশী সত্য উচ্চারিত হয় পানশালাগুলোতে , মদ খেয়ে মাতাল হয় । "

(বি দ্র : ইংরেজি কৌতুক থেকে অনুদিত এবং সংক্ষেপিত ।)

কৌতুক হলেও আংশিক সত্য কিন্তু অস্বীকার করার উপায় নেই । পৃথিবীর বিভিন্ন দেশের আদালতগুলোতে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে সাক্ষ্য দেয়ার বিধান আজো বলবত আছে । এবং ঐ আদালতগুলোতে যারা মিথ্যা কথা বলেন তাঁরা জেনেশুনেই নিজের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা বলে্ন । ধর্মগ্রন্থের উপরে হাত রেখে মিথ্যা সাক্ষ্য দিতে তাঁদের হৃদয় , তাঁদের বিবেক একটুও কাঁপেনা ।

পক্ষান্তরে যারা সত্য বলেন তাঁরা নিজের বিবেকের তাড়নাতেই সত্য বলেন । শুধুমাত্র ধর্মগ্রন্থের ভয়ে বলেন না ।

তাহলে বুঝে কিংবা না বুঝে পৃথিবীর প্রায় সমস্ত দেশ নিজ নিজ ধর্মগ্রন্থকে মূলতই অপমানিত হতে দেখছেন , প্রকারান্তরে অপমানিত করছেন ।
---- সংগ্রহিত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্য মিথ্যা বলা মানুষের বিবেক থেকে উদ্ভূত হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

এ আর ১৫ বলেছেন: খুব সত্য কথা ভাই । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কৌতুকে আরেকটি কৌতুক মনে পড়ে গেল!

ভিখিরি সারাদিন মসজিদের সামনে বসে রইল। খুবই অল্প টাকা পেল। ঘুরতে ঘুরতে পানশালার সামনে বসলো!
মদমত্ততায় সবাই উজার করে দান করলো!

ভিখিরি ঘরে ফিরতে ফিরতে বলে- আল্লাহ তুমিও থাকো কই? আর ঠিকানা দিলা কই? :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

এ আর ১৫ বলেছেন: ঠিক বলেছেন দাদা -- ঐ জোকটার কথা আমিও জানি । এক ভিখারি একদিন মসজিদের সামনে বোসলো এবং সারা দিন পেল খুব কম টাকা , আরেক দিন মন্দিরের সামনে বোসলে , পেল এক রকম টাকা এবং আরেক দিন গির্জার সামনে বোসলো কিন্তু কপালে বেশি কিছু জুটলো না । তখন দু:খ মনে এক পানশালার সামনে দিয়ে যচ্ছিল , তখন কতগুলো মাতাল পানশালার থেকে বেরিয়ে আসছিল । ভিখারি তাদের কাছে হাত পাতলে তারা পকেট থেকে বড় বড় নোট বের করে তাকে দেয় ।
এর পর ভিখারি কয়েক ঘন্টা ওখানে দাড়িয়ে থাকা পরে কয়েক হাজার টাকা পেয়ে গেল । তখন বিস্ময়ে ভিখারি বলে উঠলো ---- ইয়ে খোদা তোম ঠিকানা দাও কাহাছে , থাক কাহাছে !!!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ধর্মীয় গ্রন্থে হাত রেখে সত্য বললে কি?
আর মিথ্যা বললে কি ক্ষতি?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

এ আর ১৫ বলেছেন: মিথ্যা বললে আল্লাহ গূণা দিবেন , দোজখে স্থান দিবেন আর সত্য বললে আল্লাহ তালা পুরুস্কৃত করবেন এবং বেহেশ্তে রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.