নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভালো থাকুন

এ আর ১৫

এ আর ১৫ › বিস্তারিত পোস্টঃ

শুধু মাত্র পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহতের মাত্র ৯ বৎসরের পরিসংখান

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:২২


বিশ্বজুড়ে অমুসলিমদের ওপরে জঙ্গী মুসলিমদের ও মুসলিমদের ওপরে জঙ্গী অমুসলিমদের হত্যাযজ্ঞের কারণ মোটামুটি বোঝা যায়। কিন্তু "শারিয়া" রাষ্ট্রে মসজিদের ভেতরে মুসলিমেরই ওপর মুসলিমেরই একের পর এক গণহত্যা? কোথায় গেল সেই অভ্রভেদী হাদিস, “সমগ্র উম্মতে মোহাম্মদী জাতি যেন একটা শরীর, তার একটা অঙ্গে ব্যথা পেলে সারা শরীরেই ব্যথা অনুভূত হয়” ??
গোটা বিশ্ব নহে বিগত ৯ বৎসরের মসজিদের ভিতর বোমা মেরে মুসিল্লীদের হত্যা করার মাত্র ১৭টি ঘটনা পাকিস্তানে ।উল্লেখ এই ধরনের মুসলমান কর্তৃক মসজিদের ভিতর মুসলমান হত্যার সমগ্র বিশ্বের চিত্র বড়ই ভয়াবহ ।

1. At least 37 dead - Rawalpindi mosque-killing - - Dec 5, 2009
Please click here for the link .
2. At least 53 dead - Lahore - Ahmadiyya Mosque-killing - - May 28, 2010
Please click here
3. At least 70 dead - Lahore – 2 mosque-killings - May 28, 2010
Please click here
4. At least 26 dead - Waziristan - mosque-killing - Aug 23, 2010 –
Please click here
5. At least 55 dead - NWFP Mosque-killing 05 Nov 2010
Please click here
6. At least 80 dead - Lahore Mosque-killing, 80 dead - May 28, 2010.
Please click here
7. At least 40 dead NWFP Mosque-killing - Nov 05, 2010
Please click here
8. At least 48 dead - Peshawar – mosque-killing - Aug 20, 2011
Please click here
9. At least 37 dead - Karachi - mosque-killing - 4 Mar 2013
Please click here
10. At least 21 dead - Peshawar Mosque-killing - 13 Feb 2015
Please click here
11. At least 2 dead - Karachi - Mosque-killing - March 20, 2015
Please click here
12. At least 49 dead - Shikarpur Mosque-killing - 30 Jan 2015
Please click here
13. At least 48 dead - Peshawar mosque-killing - Sep 18, 2015
Please click here
14. At least 20 dead - Peshawar Mosque killing - Feb 13, 2015
Please click here
15. At least 2 dead - Chakwal - Mosque killing – Dec 12, 2016
Please click here
16. At least 94 dead - Lahore - Ahmadiyya Mosque-killing - Jun 14, 2018
Please click here
17. At least 25 dead - Khyber - Mosque-killing - Nov 23, 2018
Please click here

#### জনাব হাসান মাহমুদের ওয়াল থেকে রেফারেন্স নেওয়া হয়েছে ।



মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৯

আকতার আর হোসাইন বলেছেন: এটাকে আপনি মাত্র বলছেন...???

একটি মুসলিম দেশে এগুলো হয় কিভাবে...

১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৪

এ আর ১৫ বলেছেন: ভাই এগুলোকে মাত্র না বলে কি কোন উপায় আছে !! গত ৩০ দিনে বিশ্বের ২০ দেশে ৯৯ টি মুসলিম মৌলবাদি আক্রমনে ৭০১ জনের মৃর্তু হয়েছে । এটাকে মাত্র না বলে কি কোন উপায় আছে ।

২| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২১

ইনাম আহমদ বলেছেন: মুসলিমদের হাতে মুসলিমহত্যা জিনিসটা খুব বেশী আশ্চর্য্যজনক বোধহয় না। এমনকি এধরণের ঘটনার পরে সাধারণ মুসলিম জনগণের ভাবভঙ্গিতেও তেমন পরিবর্তন আসেনা। যে অঞ্চলে যে ফের্কার মুসলিম সংখ্যালঘু তাদের ওপরে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী হরহামেশাই হামলা করে।
সৌদিতে শিয়াদের মারলে, ইরানে সুন্নিদের মারলে, বা তুরস্কে কুর্দিদের মারলে কারও তেমন কিছু মনে হয়না। একবার আফগানিস্তানে এক মসজিদে নামাজের সময়ে তালেবানরা হামলা করলো, পঞ্চাশজনের ওপরে মারা গেছিলো। দেশের পত্রিকায় ঘটনার ছবি প্রকাশিত হলে নিন্দার ঝড় ওঠে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে, কারণ ছবিতে দেখা যাচ্ছিল পুলিশ-সেনাবাহিনী জুতা পরে আক্রমণস্থলে (মসজিদের ভেতরে) তল্লাশী চালাচ্ছে। বোমাহামলা নিয়ে কারও মাথাব্যথা ছিলোনা কারণ এটা হবেই সবাই ধরে নিয়েছে।
হায় আফসোস

১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৮

এ আর ১৫ বলেছেন: ক্রাইসচার্চের ঘটনা যিনি ঘটিয়েছেন , তিনি একজন উগ্র বর্ণবাদি জংগি । সে প্রতিশোধ নেওয়া জন্য এই হত্যাকান্ড ঘটিয়েছে । এই ধরনের ঘটনা আরো যে ভবিষৎতে ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই । মৌলবাদিরা এই ধরনের অপকর্ম শুরু করেছে এবং করে যাচ্ছে , সুতরাং অন্য সম্প্রদায়ের চরম পন্থীরা সুযোগ পেলে আবারো প্রতিশোধ নিবে । ধন্যবাদ

৩| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এজাবৎ মুসলমান উগ্রবাদীদের দ্বারা মুসলমানেরাই অনেক বেশী আক্রান্ত হয়েছে,

২০১৭-১৮র খবরগুলো স্মরন করুন, প্রতি শুক্রবারে পাকিস্তানে, মিশরে, আবগানিস্তানে, তুরষ্ক, আলজেরিয়া মরক্কো, কোন না কোন মসজিদে আত্নঘাতি বোমা হামলা হচ্ছিলই তখন, মুসলমান উগ্রবাদীদের দ্বারা মুসলমানেরা আক্রান্ত হচ্ছে, কোন উচ্চবাচ্চ নেই, পত্রিকার ভেতর পাতায় ছোটকরে খবরটি প্রকাশ
মিনমিন করে বলা নিহতরা "ওরা মাজারি .. ওরা শিয়া .. ওরা কাদিয়ানি। কিন্তু মানুষ বলে নি।

বলুন ওরা মানুষ।
যে কোন উগ্রবাদী মানব সমাজের শত্রু, এদের বিরুদ্ধে রুখে দাড়ান। যে কোন ধর্মেই উগ্রবাদী আছে, ধর্মিয় ছাড়াও উগ্র অমানুষ আছে, আমেরিকায় প্রতি বছর বন্দুক হামলায় প্রতিবছর হাজার মানুষ মারা যায়। শুধু ক্রাইসচার্চ না,
সব অমানুষদের বিরুদ্ধে সোচ্চার হোন।

১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪১

এ আর ১৫ বলেছেন: ওনারাদের মুখে শুধু একটা জবাব --- এগুলোর জন্য মুসলানরা দায়ি নহে , এগুলোর জন্য ইহুদী নাসারা দায়ি ।

৪| ১৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ভাই এগুলোকে মাত্র না বলে কি কোন উপায় আছে !! গত ৩০ দিনে বিশ্বের ২০ দেশে ৯৯ টি মুসলিম মৌলবাদি আক্রমনে ৭০১ জনের মৃর্তু হয়েছে । এটাকে মাত্র না বলে কি কোন উপায় আছে ।

আপনার ভাবনায় ভুল আছে।ইহাকে মৌলবাদ বলে না।মৌলবাদ হলো ধর্মের মূলের সাথে যার সম্পর্ক।যারা মানুষ হত্যা করে তাঁদের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৮

এ আর ১৫ বলেছেন: ইহাকে মৌলবাদ বলে না।মৌলবাদ হলো ধর্মের মূলের সাথে যার সম্পর্ক।যারা মানুষ হত্যা করে তাঁদের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই।
----- তারা মানুষ হত্যা করে তাদের ইন্টারপ্রিটেশনের ধর্মের মূল অনুযায়ি । এরা ধর্মের কোন বিশেষ ফেতনাকে ধর্মের মূল মনে করে অন্ধভাবে অনুসরন করে ।

৫| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

আকতার আর হোসাইন বলেছেন: মাত্র কোনভাবেই বলা যাবে না। তবে তাঁদের জবাব দিতে এ সমস্ত পরিসংখ্যান দিতে পারেন। তখন য়ারা বুঝার এমনিতেই বিঝে যাবে

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১১

এ আর ১৫ বলেছেন: ভাই তাদের পরিসংখ্যান অপরিসীম , আমি মাত্র .০০০০১% এর রেফারেন্স দিয়েছি । মুসলমান কর্তৃক মসজিদে বোমা মেরে হত্যা করার মাত্র ১৭টা রেফারেন্স দিয়েছি ।

৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৯

শরীফ আতরাফ বলেছেন: হিসাব করে দেখলাম ৫৪৫৯ জন।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১১

এ আর ১৫ বলেছেন: ধন্যবাদ ভাই হিসাব করার জন্য , ভালো থাকবেন ।

৭| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে ধর্ম না থাকলে অশান্তি কম হতো।

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:১৩

এ আর ১৫ বলেছেন: হয়তো বা আপনি ঠিক । পশ্চিমা বিশ্বে ধর্মহীন মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.