নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

আজ ১৭ নভেম্বর,মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করি।

১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৭

মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মওলানা ভাসানী ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপ-মহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপোষহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। মাওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তাঁর অবস্থান ছিলো শোষনের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তাঁর নির্ভিক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তাঁর হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতীর ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। ভাসানীর আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

রবিন.হুড বলেছেন: শ্রদ্ধাভরে স্মরণ করি এই জননেতাকে।

২| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:




মওলানা তো আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিেলেন, উহা থেকে কেন বের হলেন?

৩| ১৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৫

জ্যাকেল বলেছেন: @সোনা

মওলানা সাহেবকে আপনার পীর মুজিব কাকু ঘুটু করে বের করেছেন। ইহা জেনেও না জানার ভান করতেছেন কেন?

৪| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: গ্রেট নেতা।

৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০

পুরানমানব বলেছেন:
ব্লগের স্বীকৃত লেখাচোর এবং মিথ্যুক রাজীবনুর বেশ কয়েকদিন আগে তাহার জীবনের ঘটনা বর্ণনা করিতে যাইয়া আরবের ফাতিমা নামক এক নারীর অসৎ চরিত্র লইয়া আলোকপাত করেন। সেখানে তিনি বলিয়াছিলেন ফাতিমা ধোনি নারী এবং রাজীব নূর কে সহবাসের আমন্ত্রণ করিয়াছিল।
আজকে তাহার একখানা লেখায় ১০ নম্বর পয়েন্টে একই ঘটনার পুনরাবৃত্তি করিয়া লিখিয়াছেন ফাতিমা বেদুইন নারী এবং পতিতা।
একই নারীকে লইয়া দুইরকম বানোয়াট কাহিনী লেখার মূল উদ্দেশ্য হইল ফাতিমা নাম ব্যবহার করিয়া ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানো। তাহার পোস্ট এ প্রমান সহ ধরিয়া দিলে সাথে সাথে মন্তব্য মুছিয়া দিয়াছে।
ইহা তাহার আজিকের লেখা।

৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৬

শিশির খান ১৪ বলেছেন: সর্বনাশ এটা তো অনেক বড় অপরাধ ভালো হইছে স্ক্রিন শট সেভ কইরা রাখছেন এখন আর অস্বীকার করতে পারবে না।বৈষম্য বিরোধী ব্লগার গ্রূপ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এর শাস্তি কি হবে আমাদের সবার বিকাশ নাম্বারে বিরিয়ানির টাকা পাঠাইতে হবে।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৯

আহরণ বলেছেন: পাগলা বাবা.................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.