নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমার আত্মা আমার দেহ পিঞ্জরে আবদ্ধ দেবতা\"

আরািফন

স্বয়ী ইন্দ্রিয়ানুভূতির ওপর বিশ্বাস না করলে কোন জ্ঞানই আয়ত্ত করা যায় না । ইন্দ্রিয় হয়তো অনেক ভুল করায় , কিন্তু বারংবার চর্চা দ্বারা তাকে সংশোধন করে উৎকর্ষ লাভ করা সম্ভব।

আরািফন › বিস্তারিত পোস্টঃ

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী

০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৮

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ ডিমোরালাইজড পুলিশ বাহিনী। গত ১৬ বছর এই বাহিনীকে যথেচ্ছভাবে নিজেদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী রেজিম। এই বাহিনীর অধিকাংশ সদস্য‍ের মনোবল এবং কাজ করার স্পৃহা প্রায় শূণ‍্যের কোঠায়। এবং ব‍্যাপক রাজনীতিকরণের কারণে অনেকের মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আগ্রহও তেমন নেই। এই উদ্ভট অবস্থায় এই বাহিনীর সদস‍্যদের মোরাল আপ করার জন্যে সরকার পক্ষ থেকে তেমন কোন উদ‍্যোগও চোখে পড়েনি।

সম্ভব নয় এই কথাটি আমার ব্যক্তিগত অভিধানে নেই, সে কারণে আমি এমন ধারণা পোষণ করিনা যে বাংলাদেশ পুলিশের সদস্যদের মনোবল চাংগা করার কোন উপায় নেই।

পুলিশ দুর্নীতিগ্রস্থ এটা একটা প্রতিষ্ঠিত ন‍্যারেটিভ, কিন্তু আসলেই কি সকল পুলিশ সদস্য দুর্নীতিবাজ? বাহিনীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সদস‍্য — কনস্টেবলরা আসলেও কতটা দুর্নীতি করতে পারেন? না আমি তাদের কোন ক্লিন চিট দিচ্ছিনা, কিন্তু সাধারণ পুলিশ সদস্যরা কিভাবে জীবনযাপন করেণ সেটা খতিয়ে দেথার সময় এসেছে। আমাদের পুলিশ সদস্যরা সরকারের কাছ থেকে বেতনভাতা বাদে তেমন কোন ইনসেনটিভ পাননা।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় যদি দেশের সকল জেলার পুলিশদের মাঝে একটা প্রতিযোগিতামূলক রিওয়ার্ড/ পুরস্কারের আয়োজন করা হয় তাহলে কেমন হয়? সরকার যদি ঘোষণা দেয় দেশের সকল জেলার মধ‍্য হতে যে জেলায় ক্রাইম সবচাইতে কম হবে, সেই জেলার সকল পুলিশ সদস্যদের বাসস্থান, সন্তানের ভরণপোষণের খরচ এবং ব‍্যাসিকের ডবল এক মাসের জন্যে প্রদান করা হবে তাহলে কেমন হয়? পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্যে সেরা ১০টি পুলিশ ফাঁড়িকে ২০-২৫ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেয়া হয়, তাহলে ব‍্যাপারটা একেবারে খারাপ হয়না।

সংশ্লিষ্টরা ভেবে দেখতে পারেন। পুলিশ সদস‍্যদের মোটিভেট করা বেশ গুরুত্বপূর্ণ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২০

মেঠোপথ২৩ বলেছেন: এইটা জুলকারনাইন সায়েরের পোস্ট। যাই হোক সায়ের যা বলছে , তা কি স্বরাস্ট্র উপদেষ্টা জানে না ? কি উদ্যোগ নেয়া হইলে পুলিশ কাজ করবে , সেইটা যদি স্বরাস্ট্র উপদেষ্টা না জানে, তাইলেতো বড় বিপদের কথা ! তারমানেতো এই লোকটা মেন্টালি স্টেবল পারসন না। তাহলে সে কি করে ক্ষমতায় এখনও বসে আছে?

২| ০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১

সৈয়দ কুতুব বলেছেন: পুলিশ বাহিনীতে যে পরিমাণ রদবদল হয়েছে এর জন্য তারা ঠিকভাবে কাজ করতে পারছে না।

৩| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশবান্ধব বলে মনে হয় না; উনার এখন এতেকা'ফে বসা ও চিল্লায় যাওয়া ছাড়া আর কোন কাজের যোগ্য বলে মনে হয় না।

৪| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশবান্ধব বলে মনে হয় না; উনার এখন এতেকা'ফে বসা ও চিল্লায় যাওয়া ছাড়া আর কোন কাজের যোগ্য বলে মনে হয় না।

একদম !!

৫| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ৮:০৪

কামাল১৮ বলেছেন: সরকার ভাল না হলে পুলিশ ভাল হবে না।পুলিশ সরকারেরই অংশ।

৬| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৬

জিকোব্লগ বলেছেন:



না না না ...
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থার মূল কারণ হচ্ছে, খুনি হাসিনার খাস
চামচা দেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ভারতের কথায় ওঠা বসা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.