![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নামঃআর্টেমিস ফাউল
লেখকের নামঃইয়ন কলফার
বইয়ের ধরণঃফ্যান্টাসি,ইয়াং এডাল্ট,ফিকশন,চিল্ড্রেন
গুডরিডস রেটিংঃ৩.৮/৫
পৃষ্ঠাসংখ্যাঃ৩১৬ পৃষ্ঠা
সফট কপির লিঙ্কঃhttp://bit.ly/1Qr1p9r
আপনারা কি এমন একজনের সাথে পরিচিত হতে চান যে কিনা এই দুনিয়া দখল করার জন্য যথেষ্ট স্মার্ট?তো আগেই বলে রাখি,তার বয়স হচ্ছে বারো বছর।আর তার নাম আর্টেমিস ফাউল।
এই বইকে স্রেফ দুই শব্দে প্রকাশ করা যায়ঃমারাত্মক মজা।
যদি আপনি একজন তরুণ-হৃদয়ের মানুষ হয়ে থাকেন বা পড়ার জন্য সাধারণ কিছু থেকে একটু আলাদা কিছু খুঁজতে থাকেন তাহলে এই বইটি পড়ে দেখতে পারেন।আর্টেমিস তার বাঁদরামি দিয়ে আপনাকে মজা পাইয়ে দেবে।
আর্টেমিসের বয়স ১২ বছর,তার পরিবারের হাল সেই ধরে রেখেছে।তার বাবা আর্টেমিস ফাউল সিনিয়র অনেক দিন যাবত নিখোঁজ।তার মা স্বামীকে হারিয়ে এখন বাস করেন ভ্রান্তির এক মায়াজালে আর নিজের রুম থেকে প্রায় বেরই হন না।
তার পরিবারও প্রায় দেউলিয়া হওয়ার কিনারায় চলে গেছে।কিন্ত বেশি দিনের জন্য না,কারণ আর্টেমিস এর একটা বিহিত করবেই।তার সাথে আছে তার বিশ্বস্ত দেহরক্ষী বাটলার।সে একজন বিশালদেহী,সাংঘাতিক,ভয়ংকর এক মানুষ যে আর্টেমিসের জন্য যে কোন কিছু করতে পারে।
এই উপন্যাসে এক পরী রাজ্যের কথা তুলে ধরা হয়েছে যার বাসিন্দারা এখন মাটির তলদেশে থাকে কারণ তারা মানুষের কাছ থেকে পালিয়ে থাকতে চায়।আর্টেমিস ঠিক করে এই পরীরাজ্যের এক বাসিন্দা যার নাম হলি,তাকে সে আটক করবে আর মুক্তিপণ হিসেবে স্বর্ণ নেবে।সে বুঝতে পারেনি পরীরাজ্যের বাসিন্দা হলিও তার মতই এক বিপজ্জনক বান্দা।
ঐ পরীরাজ্যের বাসিন্দা হলিকে উদ্ধারের জন্য রুপকথার রাজ্যের বাসিন্দাদের গুপ্ত সংগঠন লেপ্রিকন(মাটির তলদেশে বাস করা বাসিন্দাদের পুলিশ বাহিনী) চলে আসে।
তারা হলিকে খুজতে আসে। আর ভয়াবহ এক যুদ্ধ বাঁধিয়ে দেয় ফাউলের প্রাসাদে।
এবারে তাকে লড়াই করতে হবে ট্রল নামের এক অতিপ্রাকৃত দানবের সাথে (যার মুখোমুখি আপনি হতে চাইবেন না),আরও আছে এক খর্বাকৃতি বামন যে জমিতে দ্রুত গর্ত করতে পারে।
আর সেই সাথে আছে এক সেন্টর(রুপকথার এক জীব যার শরীরের ঊর্ধ্বাঙ্গ মানুষের আর নিম্নাঙ্গ ঘোড়ার)... যাকে বলা যায় পরীরাজ্যের পুলিশের একজন বস।
আরও আছে জাদু দুনিয়ার এক দঙ্গল উচ্চ প্রশিক্ষিত প্রাণঘাতী বাহিনী।
বই এর দুটি উক্তি আমার ভালো লেগেছে...
“আত্মবিশ্বাসের উৎস হচ্ছে অজ্ঞতা,যদি তোমার মধ্যে গর্ব চলে আসে,
তাহলে বুঝে নেবে যে সেটা এমন কিছুর কারণে হচ্ছে যার ব্যাপারে তুমি পুরোপুরি অজ্ঞ।"
“যদি আমি জিতি,তাহলে লোকে বলবে আমি হচ্ছি বিস্ময়কর এক মানুষ,
যদি আমি হেরে যাই,লোকে আমাকে তখন পাগল ঠাওরাবে।
মানব ইতিহাস ঠিক এভাবেই লেখা হয়েছে।”
এই বই আপনাকে হাসাবে আর কয়েক ঘণ্টার জন্য জাদু দুনিয়ায় ঘুরিয়ে নিয়ে আসবে।
বলা হয় যে,যাদের হ্যারি পটার ভালো লেগেছে,তাদের আর্টেমিস ফাউলকেও ভালো লাগবে।
যদিও এই বইটি টিনেজারদের জন্য মানানসই, এটা বড়দের জন্যও মানিয়ে যাবে।
আর যারা রুপকথার রাজ্যে ঘুরে আসতে চান,তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
আরিফুজ্জামান১৯৮৭ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
হামিদ আহসান বলেছেন: ভাল রিভিউ ....