![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি হতাশ হয়ে গেলে দেখবেন আপনার চারপাশে কিছু ধান্দাবাজ লোক ঘোরাঘুরি করা শুরু করেছে। এরা হতাশ লোককে নিয়ে ব্যবসা করে।
.
প্রথমত বলতে হয় মাদক ব্যবসায়ীদের কথা। হতাশ মানুষকে দেখলে এই মাদক ব্যবসায়ীরা আনন্দে আটখানা হয়ে যায়। কারণ হতাশ মানুষরাই মাদক ব্যবসায়ীদের মেইন কাস্টমার। এবং দেখা যাবে, আপনার কোন একজন ঘনিষ্ঠ বন্ধু এইসব মাদক ব্যবসায়ীর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে।
.
যাহোক, মাদক ব্যবসায়ীর কথা বললাম। এছাড়াও আছে ধর্ম ব্যবসায়ী এবং সন্ত্রাসী।
আমি দেখেছি, কতিপয় মোল্লা হতাশ মানুষ দেখলে তাকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করে। আর, সিনেমায় দেখেছি, লাস্টে দিয়ে এসব হতাশ মানুষকে জঙ্গি বানানো হয়।
.
এবার সন্ত্রাসের কথায় আসি। হতাশ মানুষকে সন্ত্রাসী বানানো খুব সহজ। কারণ হতাশ মানুষ এমনিতেই সমাজের উপরে খুব ক্ষিপ্ত থাকে।
.
তাই, সবাইকে সাবধান করে দিচ্ছি। এসব ধান্দাবাজ মানুষের কাছ থেকে দূরে থাকবেন।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
রাশিয়া বলেছেন: সর্বাবস্থায় আল্লাহ্র উপর যারা নির্ভর করতে পারে, তারা কখনও হতাশ হয়না।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: আমি সব সময় দুষ্টলোকদের কাছ থেকে দূরে থাকি।
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮
মহসিন ৩১ বলেছেন: হতাশা সর্বগ্রাসী; এর মোকাবেলা করা এবং করতে পারাই দক্ষতা ; আমাদের দৈনন্দিন কর্ম দক্ষতার চেয়েও কিছুটা উপরে বা সমান্য নিচে এই দক্ষতার প্রবেশাধিকার - সমাজ তৈরি করে নানামুখী দক্ষ লোকেদের। যে সমাজে রয়েছে বিভিন্ন চিন্তার প্রসারের মাধ্যমে হতাশার চারণ ভূমির মত ক্ষেত্রের বিস্তার ; সেখানে সামান্য মানুষের নেই নিস্তার।
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: কথা সত্য ।
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০
মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: সাবধান করার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১১
প্রেক্ষা বলেছেন: হতাশ মানুষকে আরও হতাশ করার জন্যও কিছু লোক আছে যারা সবসময় বলতে থাকে তোমাকে দিয়ে কিছূ হবে না।