![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ুন আহমেদের আমি এবং কয়েকটি প্রজাপতি উপন্যাস থেকে তুলে দিলাম।
.
"আপনি কি ধর্ম কর্ম করেন? ধর্মের নিয়ম কানুন কঠিনভাবে পালন করেন? নিশিরাতে প্রার্থনায় মগ্ন থাকেন?"
.
এই প্রশ্নগুলির উত্তরে আপনি যদি হ্যাঁ বলেন তাহলে সাইক্রিয়াটিস্ট ভদ্রলোকের মনে বিরাট আনন্দ হবে। তিনি মনে মনে বলবেন, "তরে পাইছি'।
২| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার পরিচিত এক আত্মীয় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সে রাতজেগে জেগে পাখি নিয়ে ভাবে; কুত্তা বিলাইর ডাক শুনলে কুত্তা নিয়ে ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে যায়।
একবার তাদের বাড়ির একটা গাছ কাটা হচ্ছিল। সেটা দেখে সে গাছ- গাছে বসা পাখি, পাখির বাচ্চা.... নিয়ে ভাবতে ভাবতে ব্যাপক আক্রমণাত্মক হয়ে উঠেছিলো।
তবে সিজোফ্রেনিক ব্যক্তিদের চিন্তাভাবনা একটু আধ্যাত্মিক ধাচের হয় এটা সত্য।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: পাইছি তরে!