নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিফুজ্জামান১৯৮৭

আরিফুজ্জামান১৯৮৭ › বিস্তারিত পোস্টঃ

মনের কিছু ভাবনা

১১ ই জুন, ২০২০ রাত ৯:৫৭

১ম ভাবনা:
***
সমাজের মানুষ ধনী লোকদের কাছ থেকে কাজ আদায় করে নেয় তাদেরকে সম্মান প্রদর্শণের মাধ্যমে।
.
আর গরীব লোকদের কাছ থেকে কিভাবে কাজ আদায় করে?
.
সমাজের মানুষ গরীব লোকদের কাছ থেকে কাজ আদায় করে নেয় তাদেরকে অসম্মান প্রদর্শণ, বা, অপমানিত করার মাধ্যমে।
.
যেমনঃ ধরুন, রহিম খুব ধনী একজন মানুষ। কোটি কোটি টাকা সম্পদ তাঁর। গরীব একজন মানুষের টাকার দরকার। সে রহিমের কাছে গিয়ে তার চরিত্রের খুব প্রশংসা করল। এবং, রহিম-ও খুশি হয়ে তাকে হাজার খানেক টাকা দিয়ে দিল।
.
এবার, গরীব লোকের উদাহরণ দিই। করিম নামের একজনের কথা কল্পনা করা যাক।
করিম খুব গরীব একজন মানুষ। তবে, সে যদিও গরীব, তারপরেও সমাজকে তার কিছু জিনিস দেয়ার আছে। সমাজেরও তার কাছ থেকে কিছু জিনিস নেয়ার আছে। সমাজ তার কাছ থেকে কি চায়? সমাজ চায়, সে যেন কামলা খাটে।
তো, এই জন্য সমাজের লোকেরা কী করবে?
সমাজের লোকেরা তাকে অপমান করার মাধ্যমে তাকে কামলা খাটার জন্য উদ্বুদ্ধ করবে।
সমাজের কোন একজন লোক... ধরুন, তার নাম হচ্ছে মাহিন, সে করিমের কাছে গিয়ে বলবে, "তোর দিন ক্যামনে কাটে? তুই তো কোনো কাজ-কাম করস না।" মাহিন এরপরে করিমকে কয়েকটা কুৎসিত গালি দেবে। এসব অপমান জনক কথা শুনার পরে করিমের মন ছোট হয়ে যাবে। করিম ভাববে, এই অপমান সহ্য করা যায় না। তাকে অবশ্যই "সম্মান" অর্জন করতে হবে। তো, সে সম্মান অর্জন করবে কিভাবে? তাকে তো একটা পথ দেখিয়েই দেয়া হয়েছে। কামলা খাটা। হীনমন্যতাবোধে ভুগতে থাকা করিম এবার কামলা খাটার কাজ-এর খোঁজ করবে। এবং, করিম এরপরে কী করবে? করিম এবার কামলা খাটা শুরু করবে।
.
সমাজের লোকেরা এভাবেই আরেকজন লোকের কাছ থেকে কাজ/টাকা আদায় করে নিচ্ছে।
*******
গল্প/উপন্যাস অনুবাদের ব্যাপারে আপনাদেরকে কয়েকটা পরামর্শ দেই।
১] সরাসরি কম্পিউটারে টাইপ করে অনুবাদ করবেন না। কারণ, গল্প/উপন্যাস অনুবাদের কাজ সরাসরি কম্পিউটারে টাইপ করে করলে মাথাটা ঠিক খেলে না। তাহলে কিভাবে করবেন? খাতা-কলম নিয়ে বসে যান।
২] হাতের কাছে একটা ডিকশনারি রাখেন। সেটা ডিকশনারি সফটওয়্যার হতে পারে। আবার হার্ড কপির ডিকশনারিও হতে পারে।
৩] গল্পের যেই বাক্যটি অনুবাদ করবেন, সেই বাক্যটি তিন বার পড়ুন। তিন বার পড়লে বাক্যটা আপনার আত্মস্থ হবে। বাক্যের যেই যেই ওয়ার্ডগুলো "অচেনা" লাগছে, সেগুলো চিহ্নিত করুন। হাতের কাছে রাখা ডিকশনারিতে সার্চ দিন। সার্চ দিলে অচেনা শব্দের মানে জেনে যাবেন। অচেনা শব্দের মানে জেনে গেলে এবার বাক্যের অনুবাদ করা কোনো বিষয়ই না। আর এই সিস্টেমে একটা বাক্য অনুবাদ করতে পারলে, পুরো উপন্যাসই আপনি অনুবাদ করে ফেলতে পারবেন।
********
মধ্য বাড্ডা, আদর্শ নগর এলাকার মানুষগুলা বড্ড ভালো। রাস্তায় বের হলেই তারা আমার কানে নানান সুন্দর-সুন্দর "বাণী" বর্ষণ করেন।
তাদের ওই সব সুন্দর-সুন্দর "বাণী" শুনে আমি বুকে বল পাই। আহা! দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে?
********

সমাজে বৈচিত্র্য কেন দরকার?
.
যেই এলাকার মানুষের মধ্যে যত বেশি বৈচিত্র্য,
সেই এলাকা তত বেশি ভালো।
এই বৈচিত্র্য ধর্মের দিক দিয়ে হতে পারে,
ভৌগোলিক হতে পারে, আবার গায়ের রং দিয়েও হতে পারে।
.
কোনো এলাকায় যদি বিভিন্ন ধর্মের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপুর্ণভাবে বসবাস করে,
তাহলে ধরে নিতে হবে, ওই এলাকার মানুষ বেশ সহনশীল। তারা অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও তারা অন্য মানুষটিকে ছোট করে দেখে না।
.
তো, আমি থাকি মধ্য বাড্ডা এলাকায়। এই এলাকার মানুষ হচ্ছে সব মুসলমান। এখানে অন্য ধর্মের প্রবেশাধিকার নেই বললেই চলে। পথ চলতে গেলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ... কিচ্ছু দেখতে পাওয়া যায় না। আমার মনে হয়, এই কারণেই এই এলাকার মানুষগুলা মন ছোট।
.
খিলগাঁও রেলগেট থেকে এক কিলোমিটার দূরে বৌদ্ধমন্দির এলাকা আছে। ওই এলাকাটা বেশ বৈচিত্র্যপূর্ণ। ওই এলাকায় হিন্দু, বৌদ্ধ, মুসলমান মিলেমিশে বসবাস করে। আমার কাছে ওই এলাকাটাকে বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে হয়। বাড্ডা এলাকাটা একেবারেই বর্বর একটা এলাকা। এখানকার মানুষগুলার কথা আর কী বলব? যাক, এই এলাকাতেই থাকি। গালাগালি না করি। গালাগালি করলে এদের সাথে আমার আর কী পার্থক্য থাকল?
*****
ম্যাটেরিয়ালিস্টিক মানুষ খালি ম্যাটেরিয়ালের পেছনে ছোটে।
আমি তো মানুষ হিসেবে ম্যাটেরিয়ালিস্টিক না। জীবনে ম্যাটেরিয়াল এর দরকার আছে। সেটা মানি। কিন্তু জীবনটা যে ম্যাটেরিয়ালময় করার কোনো দরকার নেই, সেটাও আমি মানি। ম্যাটেরিয়াল জীবনে থাকবে, তবে সেটা অপটিমাম পরিমাণে। ঠিক যতটুকু দরকার।
********
আমার যা মনে হয়,
অন্যকে সাহায্য করলে পরোক্ষভাবে নিজেকেই সাহায্য করা হয়।
ভাইস-ভার্সা...
অন্যের সাথে শত্রুতা করলে পরোক্ষভাবে নিজের সাথেই শত্রুতা করা হয়। এতে ক্ষতিটা নিজেরই। কেন শুধু শুধু নিজের ক্ষতি করবেন?
অন্যকে সাহায্য করুন। এতে আখেরে নিজেরই ভালো হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: লেখা ভালো লেগেছে।

২| ১২ ই জুন, ২০২০ রাত ৩:১৭

রাজীব নুর বলেছেন: আপনি তো বেশ অভিজ্ঞ মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.