![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন ও যন্ত্রণার মরুচরে আমি প্রপাতের ধারা ।
নির্জন দুপুর ভীতি, উসকে যেত
কাক ডাকলে তোমার।
দুষ্ট দেবতারা অতিদূর থেকে
তোমাকেই করে যেত মেহন।
মনে আছে, এমন দিশেহারা কালে
নীল কণ্ঠায় বেঁধেছিলে মাদুলি।
কত সময়-জল কালে কালে
গেল গড়িয়ে, আর
আধুনিক মোড়কে নিজেকে
নিলে সাজিয়ে। শিখে নিলে
রাজনীতির গুটিচাল।
ইশারা তোমার, শেয়ালেরা দৌড়ে
লেজ উঁচিয়ে,
এইসব শেয়ালের গন্ধ,
আমার চির অসহ্য।
তফাত যাও, তফাতে আছি,
খেয়া নেই, পেরোতে পারি না
চিরচেনা নদী।
কে শুনাবে খনার মন্ত্র
নদীরা মরণ চিনেছে।
সেও এক চতুর পুরত
আছে বেশ শ্রাদ্ধের আয়েশে।
একটি মানচিত্র মোটে ছাপ্পান্ন হাজার,
কত শেয়াল আর শকুনি
নিত্য করে টানাটানি,
স্বপ্নভঙ্গে ফিরে গেছে পরিযায়ী পাখি।
তোমার মাদুলিটা আমাকে দাও,
বেঁধে দিই স্বদেশের গলায়।
১৫ ই জুন, ২০১৪ রাত ১০:১৫
আসোয়াদ লোদি বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
আসোয়াদ লোদি বলেছেন: প্রীত হলাম। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫
বকুল০৮ বলেছেন:
ভিন্নরকম কবিতা।
"আমি নিজেকে বাঁচিয়ে কতদূর আর যেতে পারি
সামনে চিরচেনা নদী আমাকে আগলে রাখে। "
ভালো লাগলো।