![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনাইদহে আড়াই বছরের শিশু ধর্ষনের শিকার- এমন সংবাদ শুনলে অনেক ঘৃনা হয় নিজেদের প্রতি। কোথায় গিয়ে দাড়িয়েছে আমাদের দেশের পুরুষদের মানসিকতা???? এত লালসা? এত মোহ? এই শিশুটিও রেহাই পেলোনা নরপশুদের হাত থেকে। গত কয়েকদিনে-- টাঙ্গাইলের মেয়িটিকে গণধর্ষন। মিরপুরে ৫ বছরের বাচ্চাকে ধর্ষনসহ এমন অমানবিক খবর শুনে মার্মাহত হচ্ছি। মনে হচ্ছে এ বিষয়ে সবাইকে সচেতন করা দরকার। একই সঙ্গে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে যৌন ক্ষমতা নষ্ট করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা আবশ্যক। এ শাস্তি দেওয়া উচিত পূর্ব ঘোষিত হরতালের মতো দিন তারিখ নির্ধারন করে জনসমক্ষে।
আরও মার্মাহত হই দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেখে। প্রধান দুই দলের নেতা হলেন মহিলা। আর ধর্ষনের মতো এমন অমানবিক কর্মকান্ডের বিষয়ে তাদের কোনও কক্তব্য কিংবা কর্মসূচী নেই!!!!!
বাড়ি হারালে হরতাল আছে- নিজ জাতি তথা কোনও নারি তার ইজ্জত হারালে হরতাল তো পরের কথা মানববন্ধনও নেই...
আবার বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা হারালে ক্ষমতা পেতে রাজপথে নামবেন/ নামাবেন কিন্ত এখন কোনও কর্মসূচি নেই--- ওনারা নারী......
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
শান্তা273 বলেছেন: এদের পশুর সাথে তুলনা করবেন না। তাহলে পশুরা ও লজ্জা পাবে।
এরা পশুর চেয়ে নিকৃষ্ট, র্নিলজ্জ, নির্মম ও বিবেকহীন।
একটা মানুষ কতটা নিকৃষ্ট, র্নিলজ্জ, নির্মম ও বিবেকহীন হলে আড়াই বছরের শিশুকে ধর্ষন করতে পারে ভাবতেই গা শিউরে ওঠে।
ধর্ষনকারীদের ফাঁসি চাই।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
লজিক মানুষ বলেছেন: ফাঁসি গলায় না। লিংগে দেয়া হোক। আগায় বর্শি বেধে ঝুলাই রাখা হোক।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
মনিং_ষ্টার বলেছেন: চারদিকে ধর্ষনের ছড়াছড়ি। দেশের পুরুষ গুলা কি নিজেদের পুরুষত্ব যাচাইয়ের প্রেকটিস করতাছে না শীতে গরম থাকতে চায়।
এদের জ্বালায় তো মেয়ে শিশু গুলা নিরাপত্তা হীন