![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সেই ঐতিহাসিক দিন। এই প্রথম কোনও যুদ্ধাপরাধের আসমীর আইনী রায় হলো। প্রথম রায়েই বাচ্ফাচু রাজাকারকে ফাঁসির অদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল-২। অনেক দিন ধরেই এই মামলার নিউজগুলো করে আসছিলাম। নিজ আগ্রহ থেকৈই এই বিচারের নিঊজ করার জন্য অফিস থেকে অনুমতি নিয়ে কাজ করে চলেছিলাম। আজ সেই কাঙ্খিত দিনের দেখা মিললো। তাই খুব..খুবই ভালো লাগছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি জন্ম না হওয়ার কারণে। তাই বলেতো কলমের যুদ্ধ করার সুযোগ থাকা স্বত্বেও থেমে থাকতে পারি না। দেশের পক্ষে এই লড়াই চলছে.. চালিয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
শয়ন কুমার বলেছেন: দেশের পক্ষে এই লড়াই চলছে.. চালিয়ে যাবো।ধন্যবাদ ।