নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লার যাবজ্জীবন : সরকারের রাজনৈতিক খেলা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

কাদের মোল্রার যাবজ্জীবন শাস্তি দিয়েছে ট্রাইবু্যনাল। আমাদের আইনমন্ত্রী ও প্রতিন্ত্রী বলছেন, এ রায়ে সন্তুস্ট নয় দেশবাসী। তারা দেশ বাসীকে নিয়ে মন্তব্য করেছেন- তাতেই খুশি সাধারন জণগন--- সবাই বলছে সরকারে সঙ্গে জামায়াতের সমযোতা হয়েছে। সবাই সরকারের রাজনৈতিক টেকনিক সম্পর্কে বুঝে গেছে। আসলে রায় শুনে এতটাই হতাস যে কিছু লিখতে ইচ্ছা করছে না....... সাধারণ জনগণের কোনও ইচ্ছাই কানেও সরকার পুরণ করছে না। আমরা কি এই দুই নারীর কাছে জিম্মি???????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

htusar বলেছেন: আসবেই যেন সুদিন আবার,
মুছে ফেলো জল তুমি চোখের কোণে তোমার।
বোবার ভাষা নেই কেন কোন আশা নেই,
তাইতো তোমার লক্ষ্মী ছেলের হাতে হাতিয়ার,
তোমার ছেলেরা মাগো থাকবেনা পরাধীন আর,
রবেনা সেই শকুনি শাসন সব্বাই সাবধান হুঁশিয়ার!!
দেশদ্রোহী বাংলা ছাড়!!
এখনি তোরা বাংলা ছাড়!!
দালাল তোরা বাংলা ছাড়!!
সব রাজাকার বাংলা ছাড়!!
দিন বদলের স্বপ্ন বুকে এই প্রজন্ম ভাঙ্গবে দেয়াল,
মানবতার মুক্তিযুদ্ধে প্রেম হোক আমাদের হাতিয়ার।
নোংরা খেলা খেলিস তোরা সব কুকুর বিড়াল,
ক্ষমতার ঘেও ঘেও,
পা চাঁটার ম্যাও ম্যাও,
চেটে পাড় পাবিনা তোরা কেও।
দেশদ্রোহী বাংলা ছাড়!!
এখনি তোরা বাংলা ছাড়!!
দালাল তোরা বাংলা ছাড়!!
সব রাজাকার বাংলা ছাড়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.