![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ স্কয়ারে আন্দোলন অব্যাহত রয়েছে। এখনও মানুষ আসছে। জনতার ঢল নেমেছে। সবার এক দাবি কসাই কাদেরের ফাঁসি চাই। বর্তমানে প্রায় ১৫ হাজার মানুষ একই দাবিতে স্লোগান দিচ্চে। কাল সমাবেশ। শুক্রবার মহাসমাবেশ। সবার উপস্থিতি কামনা করছি। সবার অংশ নেওয়া নৈতিক দায়িত্ব। তনব খেয়াল রাকতে হবে আমাদের ছাত্রলীগৈর দিকে। তারা যেন এই আন্দোলনকে ফভন্ন খাতে নিতে না পারে। আপনিও আসুন.............
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মো কবির বলেছেন: প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার ।
গাধা বাঙ্গালী এই কথাটাই বুঝে না।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
একজন অপদার্থ বলেছেন:
--------------------------------------
দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: ফিরলাম,
কাল আবার যাবো।।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।