![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আপনারা বিচার করতে পারেননি। ফাঁসির দণ্ডাদেশ দেওয়া মাত্র ট্রাইব্যুনালের এজলাসে দাঁড়িয়ে সাঈদী দাঁড়িয়ে যান। ট্রাইব্যুনালের বিচারকদের উদ্দেশে তিনি ওই কথা বলেন। এরপরে বলেন, শাহবাগের কিছু তরুণ নাস্তিকদের প্ররোচনায় আপনারা এই রায় দিয়েছেন।
সাঈদীর কথা বলার শেষ হতে না হতেই ট্রাইব্যুনালে উপস্থিত সরকার সমর্থক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ার হোসেন চিৎকার দিয়ে সাঈদীকে উদ্দেশ্য করে বলেন, ‘কুত্তার বাচ্চা চুপ থাক’। সঙ্গে সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ইউসুফ হোসেন বাচ্চু বলেন, ‘ঐ রাজাকারের বাচ্চা চুপ কর’। এসময় তিনি কাটগড়ায় থাকা সাঈদীর দিকে তেড়ে আসার চেষ্টা করলে সরকার পরে প্রসিকিউটররা তাকে বাধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
তখন পুলিশ সাঈদীকে চারপাশ থেকে ঘিরে দ্রুত ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায়। এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৯টা ৩০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাঈদীকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। হাজতখানা থেকে ১১টা ১০ মিনিটে এজলাসে উঠানো হয় সাঈদীকে। রায় ঘোষণার সময় বিমর্ষ দেখায় সাঈদীকে। রায় পড়া শুরু হলো তিনি কখনো রায় শুনতে থাকেন কখনো চোখ বন্ধ করে থাকেন আবার কখনো হাতে থাকা কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন।
তার গায়ে সাদা জোব্বার সঙ্গে খয়েরি রঙের কটি জড়ানো আছে। সাঈদী পরে এসেছেন কালো চামড়ার জুতো। তার ডান হাতে কালো রঙের ঘড়িও আছে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
পরীবানু বলেছেন: চাইদীর কুদরতী জিনের বাদশারা কই গেল????
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
যোগী বলেছেন:
হ শুনছি!
খান্কিরপুতে বিরুদ্ধে একটা মামলা দিবো কিনা ভাবছি।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
য়াসাদ বলেছেন: লিংক আমি নিজেই... কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম...@নাজমুল
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০
রানার ব্লগ বলেছেন: ফাঁশি হোক প্রকাশ্য দিবালকে, কুত্তা যেমন পাগল হলে বাঁশ ডলা দিয়া মারা হয় প্রকশ্যে তেমনি ওই কুত্তা কে মারা হোক, আমরা সত্যি আগ্রহি।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ফজলে রাব্বী চিৎকার বলেছেন: লেইঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড...
ছাগু ইন্ডিকেটেড....
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
আপনার বক্তব্যে স্বপক্ষে লিংক দেন। সাঈদী'র যে বক্তব্য আমি পত্রিকাতে পেয়েছি তার সাথে আপনার বক্তব্যের কোন মিল নেই।
View this link