![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ৩ পুলিশ আহত.. এভাবে আর কতদিন? সদ্য চাকুরীতে যোগ দেওয়া এসআইর দুই হাত উড়ে গেল.. একজনের কনুবি আহত.... আজ আবার ৩ জন আহত... কিছু সময় আগে এক পুলিশের অস্ত্র ছিনতাই করেছে শিবির। এখন আবার মিডিয়ার গাড়িতে আগুন- দুইটি মিডিয়ার ভাংচুর করেছে.. কী যে হচ্ছে দেশে... লাইক এজ ওয়ার.... নরিাপত্তা নেই.. আমরা এর থেকে মুক্তি ''চাই''.... কিন্তু চাই কার কাছে... ????
২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
মো ঃ আবু সাঈদ বলেছেন: উভয়কে সহনশীল হতে হবে।
১০০জন লোক মেরে যেমন উল্লাস করলে ফলাফল ভালো হয় না,
তেমনি পুলিশের হাত উড়িয়ে দিয়ে, মাথা থেতলে দিয়েও ভালো হয় না।
সহনশীল না হয়ে উভয়ে হিংসাত্বক হলে ঘটনা খারাপের দিকেই যেতে থাকবে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
এ সামাদ বলেছেন: জেলার নাম বললাম না। সেদিন আমার খুব পরিচিত ঘটনাস্থলের কাছে সে ছিল সে বলল প্রায় ৪০ জনের মত মরেছে। কিন্তু মিডিয়ায় এসেছে মাত্র ১২ জন।
আসলে সহনশীল না হলে এমন হতেই থাকবে।
আর পুলিশ তো নির্বীকার। তারা হুকুমের গোলাম। এটা বাংলাদেশ যেদল ক্ষমতায় থাকবে তাদের গোলামী করতে হবে।
কবে এই নিয়মের পরিবর্তন হবে জানিনা।
৪| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আহমেদ রিজভী বলেছেন: পুলিশ যখন মারে তখন বাহ বাহ এইত বেশ হচ্ছে । আর যখন উল্টা মাইর খায় তখন এইটা কি হইল পুলিশের গায়ে হাত ? এত মাত্র শুরু সুতরাং মাইর চলবে । কারন মাইরের উপর ওষুধ নাই ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
মদন বলেছেন: উভয়কে সহনশীল হতে হবে।
১০০জন লোক মেরে যেমন উল্লাস করলে ফলাফল ভালো হয় না,
তেমনি পুলিশের হাত উড়িয়ে দিয়ে, মাথা থেতলে দিয়েও ভালো হয় না।
সহনশীল না হয়ে উভয়ে হিংসাত্বক হলে ঘটনা খারাপের দিকেই যেতে থাকবে।