নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

গণজাগরন মঞ্চ-সরকার মুখোমুখি

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

সরকারের নীতি নির্ধারক খেপেছে গণজাগরণ মঞ্চের শূখপাত্র ইমরান সরকারের ওপর। তারা চাইছে গণজাগরণ মঞ্চ বন্ধ হোক। আর ইমরান বলছে- কারো (সরকারের) নির্দেশে বন্ধ হবে না। দাবি আদায় না হলে ঢাকা অবরোধসহ কঠোর কমৃসূচি দেওয়া হবে। এই বিপরীতমূখি অবস্থানের কারণ খুজছেন অনেকে। যেখানে সরকারের পাহারায় আন্দেলন হকতা। আজ সেখানে ই অবস্থা কেন??

উত্তর কী......... অনকেে বলছেন হেফাজতকে সামলাতে ব্লগারদের আটকসহ সরকারের এই অবস্থান। তবে এতটুকু বুঝি- তরুণ প্রজন্মকে নিজের অবস্থানে থাকা থাকা উচিৎ ছিল। (ইমরানরা শুরুতে যেমন ছিলেন পরে তাদের অবস্তান থেকে সরে দাড়িয়েছেছিল-অনেকের ভাষায় বিক্রি হয়ে গিয়েছে) আর সেখানে নেই বলেই আজ এই অবস্থা। আবার তরুণ প্রজন্মের (াাসল তরুণ প্রজন্ম যারা কিনা নেতৃত্বে সেই) চেতনা নিয়ে রাজনীতি করা ঠিক নয়... করলে সেই রাজনীতির খেলায় হারতে পারেন যেকোনও দলই....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: হারজিৎ বড় কথা নয়
সমাধান কি
উচিৎ সংলাপে বসা

২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক কুমিরের ছা কয়বার দেখানো যায়!!!!


মিডিয়ার বাগাড়ম্বরে আর সরকারের ছাত্রছায়ায় চে-গুয়েভারার গেহ্ঝি পরে বিপ্লব ভাব নেয়া যায় বিপ্লব হয় না।

আর দেশের মৌলিক বিষয়কেতো চামচদের ভাবনার প্রতিপক্ষ বানালে হবে না।
৯০ ভাগ বিশ্বাসীর দেশে আপনি তাদের বিশ্বাসকে নিয়ে হাসি মস্করা করবেন- তা কেমনে হবে?
নাস্তিক ব্লগারের জানাজার নাটক কি খুব দরকার ছিল?

আর বাকী থাকে ভোটের রাজণীতির কথা- তবেতো সরকার ঠিক মতোই আছে ;)

মতিঝিলে দালাল মাসউদ যা ৫ কোটি টাকা খেয়ে করতে পারে নি- অন্য হুজুররা তা মুফতে করে দেখাল!

সমাবেশ দেইখা সরকারে মাথার চুল তো খাড়া হইয়া গেছে গা....


তো আর কি হবার- যা হবার তাই হচ্ছে!!

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

তথই বলেছেন: লাদেনকে কিন্তু আমেরিকাই সৃষ্টি করেছিল , পরে আবার তারাই মারসে , ইমরানের কপালেও সেরকমি কিছু আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.