![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেফাজতে ইসলামের ৬ তারিখের লংমার্চ রুখতে ঘাতক দালাল নিমূল কমিটি হরতালের ডেকেছে। আগমীকাল সন্ধ্যা ৬ থেকৈ ২৪ ঘন্টা। আর এই হরতাল কমৃসূচী আজ সন্ধ্যা ৬ টার মধ্যে প্রত্যাহার না করলে রোববার থেকে লাগাতার হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এদিকে জামায়াত নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপী দিয়েছে গণজাগরণ মঞ্চ। প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকলেও দেখা দেননি। গণজাগরণ বলছে- আজকের মধ্যে প্রধানমন্ত্রী সুনিদৃষ্ট রুপরেখে না দিলে হরতালসহ ঢাকা অবরোধ কর্মসূচী দেওয়া হতে পারে। এর কিছুক্ষনের মধ্যেই ব্লগার আসিফ মহিউদ্দিনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার পরেই আবার ইমরান সরকারকে গ্রেপ্তারের দাবিতে যুব থেলাফতের সংবাদ সন্মেলন। এর মধ্যে খালেদা জিয়া বলেছে- স্বরাষ্ট্রমন্ত্রী রাজাকার, সবাই সরকার পতনে রাজপথে আসুন। হরতালতো দেয়েই যাচ্ছে্ বাকী আছে জামায়াত আর এরশাদ- তারা দুই একই রকম। জামায়াতের তো সার্বক্ষণিক হরতাল আর এরশাদের সার্বক্ষনিক মত পাল্টানোর অভ্যাস। জণগন কিসের মধ্যে আছে.......... সরকার কী করছে.. এ থেকে উত্তরনেল পথ কী? বিএনপি জামায়াত হরতাল দিচেছ। এখন দিচ্ছে ঘাতক দালাল নিমূল কমিটি-হেফাজতে ইসলাম-গণজাগরণ মঞ্চ হরতাল দেবে বলে হুশিয়ারি দিয়েছে... সবাই জণগনকে নিয়ে হরতাল দেয়- আর জণগন সেই হরতালে খভাগে... এই জণগনের মৌলিক অধিকারে পরিনত হয়েছে.. এর শেষ কোথায়???
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....ধর্ম ব্যাবসায়ী শিবির ও কিছু নাস্তিক ব্লগারদের হাত থেকে তুমি দেশ ও ইসলামকে রক্ষা কর।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
আমি মেহমান বলেছেন: এটাকেই নাকি বলে 'বেকায়দা'। সরকারের সাথে জনজীবনও এখন ফাটা বাশের ছিপায় - হায়, হায়!!
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯
কেয়ারফুলি কেয়ারলেস বলেছেন: এবার জনগনের হরতাল আহ্বান করার পালা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ! আমজনতা ঘরে বসে টিভির চ্যানেল ঘোরাবো আর ক্ষনে নিজেদের ভাগ্যকে দোষারোপ করবো ক্ষনে সৌভাগ্যবান মনে করব....