নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম-হরতাল সমর্থক সংঘর্ষ : নিহত-১ : আহত-৬

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

হেপজতে ইসলাম ও হরতাল সমর্থকদরে মধ্যে সংঘর্ষ হয়েছে দৌলতদদিয়ায়। আহত হয়েছে ৬ জনঅ এর আগে কামরাঙ্গির চরে দুই গ্রুপের সংঘর্ষের বাধলে পুলিশের গুলিতে ১ জন আওয়ামী লীগ নেতা নিহত হয়। এছাড়া মুখোমুখি অবস্থানে রয়েছে চট্রগ্রামে। যে কোনও সময় সংঘর্ষ বাধতে পারে... এভাবে চললে কাল দেশের অবস্থা কী হবে... প্রতিকার চাই.... সবাই জণগন নিয়ে জোর দেভখয়ে হরতাল দেয়। আর সেই জণগন পরে ফান্দে। আর কত কাল ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

লিঙ্কনহুসাইন বলেছেন: এইভাবে চললে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা চলে যাবে

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

বোকা_ছেলে বলেছেন: সব দলকে লড়াই করার জন্য একটা নির্দিষ্ট ময়দান দেয়া হউক। এর চারপাশে থাকিবে রেব পুলিশ বিজিবি যাহাতে ময়দানের বাইরে সং ঘর্স না ছড়ায়। তবে এই রেব পুলিশ বিজিবি কারু পক্ষে বা বিপক্ষে কোনো একশন নিবেনা।
তারপর জয়ী দল ক্ষমতা নিবে পরবর্তী লড়াই পর্যন্ত।
এ লড়াই এ সকল দেশীয় অস্ত্র ব্যাবহার করা যাইবে । শুধু ব্যাপক বিধ্বংসী কুনো অস্ত্র ব্যাবহার করা যাইবেনা।
এইবার সাধারন জনগন বইসা বইসা লাইভ দেখবো আর নিশ্চিন্তে ঘুমাইবো আর মজা লইবো।
আইডিয়াটা কেমুন?

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মুহসিন বলেছেন: ভাই এইভাবে লড়াইয়ের ময়দান দিলে দেশ একসময় ধ্বংস হয়ে যাবে! তার চেয়ে দুই দলকেই পালাক্রমে ক্ষমতা দেয়ার আইন করা হোক, তাদের সমর্থক দলগুলোসহ, এইসব হরতাল, সংঘর্ষ আপনাআপনি বন্ধ হয়ে যাবে, দেশের মানুষ শান্তিতে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.