নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

গণজাগরণ মঞ্চে হেফাজেতর হামলা চেষ্টাকালে শাহবাগেই ছিলাম.. একট্র দেৌড় দিতে হয়েছিল আরকি...

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নিউজ সংগ্রহ করছিলাম। এক সহকর্মীর ফোন আসলো... গণজাগরণ মঞ্চে হামলা হতে পারে- সাবধানে থেকো- আমলে নেইনি- সময় ৪.২০ মিনিট। হটাৎ শিশু পার্কের দিক থেকে মানুষজন দৌড়ে আসতেছিল। কারণ দেখার জন্য সামনের দিকে গেলাম। গুজব নাকি সত্য জাচাইয়ের জন্য। দেখলাম- টেনিশ ফেডারেশনের সামনে থেকে ইট মারতেছে হেফাজত ইসলামের সমর্থকরা। কী আর করা এক দৌড়ে পিজি হাসাপতাল। কিছুক্ষণ পরে আবার গেলাম। ততক্ষনে তার পালিয়েছে....

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আমি মেহমান বলেছেন: আপনি বলেন হেফজতের কর্মী আর নিউজ বুলেটিংয়ে বলে শিবিরের কর্মী - আসলে কারা ওরা কেউ জানেন কি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

নাহিদ সৈকত বলেছেন: :) :)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

শিপু ভাই বলেছেন:
দৌড়াইয়া পলাইয়া আবার পোস্ট দিছেন??!!!??

আমরা লাঠি নিয়া ওদের ধাওয়া কইরা বিদায় করছি।
কেউ ভয় পায় নাই। প্রতিরোধ করতে এগিয়ে গেছে।


আর ওরা হেফাজত না শিবির তা বোঝা যায় নাই। শিবির হওয়ার সম্ভাবনা বেশি

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০

তানিম৭১৯ বলেছেন: শিপু ভাই বলেছেন:
দৌড়াইয়া পলাইয়া আবার পোস্ট দিছেন???

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.