![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা আমাকে গালি দিয়েছিল তার এখন নিজেদের গালি নিজেরাই হজম করছেন। দেখতে পাচ্ছি তাদের হজম করতে একটু কষ্ট হচ্ছে- কী আর করা আমার কোনও হাত নেই। এর আগে আমি লিখছিলাম- ''গণগাগরণ মঞ্চে কোন্দল" তখন অনেকেই সূত্র খুজছিল। আমি বলিনি এই কারণে সেই নেতা আমাে নাম প্রকাশে বারণ করেছিলেন। পরে ঠিকই দেখা গেল আলাদা কর্মসুচি ঘোষণা করেছিল দুই গ্রুপ। যার রেস এখনও কাটেনি। পরে রোববার লিখলাম- "বৃহস্পতিবার শিবিরের হরতাল" এ দিনও অনেকে আমাকে গরু-ছাগল বানিয়েছেন- এখন তারা কী বলবেন? পেশা হলো সংবাদ সংগ্রহ করা- তাই অনেক কিছু যেনে যদি আগে বলি-সেক্ষেত্রে অনেক সময় সূত্র উল্লেখ করা যায় না- তাই কেউ আজে বাজে মন্তব্য না করলে খুশি হবে। নিজের ঠোল নিজে পেটালাম নাকি? ডোন্ট মাইন্ড...
©somewhere in net ltd.