নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

রেশমা উদ্ধার : বিধাতার প্রসংসা করলে আপনাদরে চোখে কি সাম্প্রদায়িক হয়ে যাব?

১০ ই মে, ২০১৩ রাত ৮:০৪

৪০৮ ঘন্টা পর সাভারের রানা প্লাজার ধংসস্তূপের মসজেদের মধ্য দিয়ে রেশমা নামের এক গার্মেন্স কর্মীকে উদ্ধার করা হয়। এটা বধিাতার অপার দয়া ছাড়া আর কছিু না। এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসের সঙ্গে অনেকের মত না মিলতেও পারে। তারা এখন এ ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছ। একই সঙ্গে তারা আল্লার এ অলৈকিকতা শিকার করতে নারাজ। এবং যারা আল্লাহর প্রসংসা করছে তাদেরকে সাপ্ম্রদায়িক বলে আখ্যা দেচ্ছে। তাদেরকে বলবো@ নেজের বিশ্বাস নিয়ে একটু ভাবুন। বিপদে পরলে তো আপনার অজান্তেই আল্লাহ বলে চিৎকার মারেন। ফেসবুক আর ব্লগে আল্লাহকে অস্বিকার করে তথাকথিত অসাম্প্রদায়িক হতে চাইর্ই জন্মকে অস্বকার করা যায় না। মরার পর কিন্তু রাজিবরেও জানাজা হয়েছিল।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ রাত ৮:১৩

মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: মুন্নি সাহা (বেশ্যা সাহা) যে উদ্দার করছে সেই সেনা কর্মকর্তা রাজ্জাককে বার বার এমন সব প্রশ্ন করছে যেন এই ঘটনাটা বানানো যেমন : সেখানে খাবার কিভাবে আসল? সে কিভাবে বেচে ছিল? সে আলো বাতাস কি ভাবে পেল? ইত্যাদি ব্লা ব্লা.................................................. এদের কে বলতে চাই রেশমা কিন্তু আটকে ছিল রানা প্লাজার বেজমেন্ট এর সমজিদ (নামাজ পরার স্থানে) ও সেই স্থান টুকুর সামান্য কোন ক্ষয় ক্ষতি হয় নি।

২| ১০ ই মে, ২০১৩ রাত ৮:১৯

শরীফ উদ্দিন সবুজ বলেছেন: স্রষ্টার কাছে শুকরিয়া তো অবশ্যই আদায় করবো। এটা তো একটা অসাধারন ঘটনা। তারপরেও কিভাবে সে বেঁচে রইলো এই অভিজ্ঞতা তো আমাদের জানতে ইচ্ছে করবেই। এতে দোষের কি আছে ?

৩| ১০ ই মে, ২০১৩ রাত ৮:২১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার বিশ্বাস নিয়ে আমি বলবো । এটা সামপ্রদায়ীকতার কি আছে । ১৭ দিন পর জিবন্ত অক্ষত মানুষ । আল্লাহু আকবর। হিন্দু , খৃষ্টান তাদের বিস্বাশ অনুযায়ী বলুক । এতে সাম্প্রদায়ীকতার কিছু নাই ।

৪| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৪৭

মাঝ রাতে স্বপ্ন দেখি বলেছেন: মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ) বলেছেন: মুন্নি সাহা (বেশ্যা সাহা) যে উদ্দার করছে সেই সেনা কর্মকর্তা রাজ্জাককে বার বার এমন সব প্রশ্ন করছে যেন এই ঘটনাটা বানানো যেমন : সেখানে খাবার কিভাবে আসল? সে কিভাবে বেচে ছিল? সে আলো বাতাস কি ভাবে পেল? ইত্যাদি ব্লা ব্লা.................................................. এদের কে বলতে চাই রেশমা কিন্তু আটকে ছিল রানা প্লাজার বেজমেন্ট এর সমজিদ (নামাজ পরার স্থানে) ও সেই স্থান টুকুর সামান্য কোন ক্ষয় ক্ষতি হয় নি।

৫| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৫৫

rakibmbstu বলেছেন: সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার বিশ্বাস নিয়ে আমি বলবো । এটা সামপ্রদায়ীকতার কি আছে । ১৭ দিন পর জিবন্ত অক্ষত মানুষ । আল্লাহু আকবর। হিন্দু , খৃষ্টান তাদের বিস্বাশ অনুযায়ী বলুক । এতে সাম্প্রদায়ীকতার কিছু নাই ।



ঠিক তাই সব কিছুতে সাম্প্রদায়ীকতা খুজেন কেন?

৬| ১০ ই মে, ২০১৩ রাত ৯:৪৫

বাংলা মায়ের ছেলে বলেছেন: সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার বিশ্বাস নিয়ে আমি বলবো । এটা সামপ্রদায়ীকতার কি আছে । ১৭ দিন পর জিবন্ত অক্ষত মানুষ । আল্লাহু আকবর। হিন্দু , খৃষ্টান তাদের বিস্বাশ অনুযায়ী বলুক । এতে সাম্প্রদায়ীকতার কিছু নাই ।

সহমত

৭| ১১ ই মে, ২০১৩ সকাল ৯:১৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ ভাই বাংলা মায়ের ছেলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.