নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

এ মামলায় মৃতু্দণ্ড না হলে আর কোনও মামলা পাওয়া যাবে না : ট্রাইবু্নাল ভূল করেছে

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

এ মামলায় মৃতু্দণ্ড না দিলে আর কোনও মামলা পাওয়া যাবে না। কাদরে মোল্লার মামলার রায়ের পর্যবেক্ষণে এমনি বলেন উচ্চ আদলত। আডিল বিভাগের রায়ে বলা হয়, ট্রাইবু্যনাল রায়ের ক্ষেত্রে ভূল করেছে। আদালত বলেন, আসামীর বিরুদ্ধে আনা ৬ নম্বর অভিযোগ সম্পর্কে ট্রাইবু্নাল বলেন, এই াভিযোগের বিরুদ্ধে একজন সাক্ষ্য দিয়েছেন। আসলে ট্রাইবু্নাল ভূল বলেছে। এই অভিযোগের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে ৪ জন। তাই এই মামলায় মৃতু্যদণ্ড দেওয়া যায়। এটাতে না দিলে আর কোনও মামলা পাওয়া যাবে না। ........... আপনাদরে অভিমত?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগের প্রবল আন্দলনের শ্রোতে সরকার বাধ্য হয়। প্রয়োজনিয় আইন প্রনয়ন, সংযোজন সংশোধন করে সরকারের আপিল ক্ষমতা অর্জন ও এই আইন কাদের মোল্লার উপর প্রয়োগ করতে।

নতুন আইন তৈরি হওয়ার পরও উচ্চ আদালত এই আইন কাদের এর উপর প্রয়োগ করতে দ্বিধাগ্রস্থ হয়েছিল, পরে এব্যাপারে পরামর্শ চাইতে আদালত ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। যাদের দুজন বাদে প্রায় সবাই আওয়ামী বিরোধী, কিছু বিএনপি-জামাত সমর্থক হিসেবে পরিচিত, একজন তো কাদের মোল্লার আইনজীবি।

প্রবল জনমতের চাপেই রফিকুল হক সহ বেশির ভাগ এমিকাস কিউরি 'পক্ষে' মতামত দেন।
এরপর আপিল বিভাগ ট্রাইবুনালের রায় উল্টেদিয়ে ফাসির রায় দেয়!

কশাই কাদেরকে ঝুলানো এখন সুধু সময়ের ব্যাপার!
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.