![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের চলতি মেয়াদে আরও কোনও যুদ্ধাপরাধীর রায় কার্যকর সম্ভব নয়। কেননা এখন আপিল বিভাগে ৬ টি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে সাঈদীর মামলার শুনানী। তার মামলায় আসামীপক্ষের ১২তম দিনের শুনানী শেষ হয়েছে। এখন আদালত বন্ধ। আগামী ২ জানুয়ারি খুলবে। সুতারাং আগামী মাসের শুরুতে আদালতের কার্যক্রম শুরুর পরে যদি সাঈদীর মামলার কার্যক্রম ধারাবাহিকভাবে চলেও তার পরেও এই মেয়াদে শেষ করা সম্ভব নয়। এর মধ্যে আবার হরতাল-অবরোধে আপিল বিভাগে শুনানী হয় না। তার ওপরে আসামীপক্ষের পরে আবার রাষ্ট্রপক্ষ শুনানী করবেন দেন চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষাা। তার চলতি মেয়াদে আর কোানও মামলার রায় কার্যকর সম্ভব নয়..
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
বাংলার আকাশ বলেছেন: এটা আমরা জানি , আপনার বোলতে হবে না। শেষ হলে বাল ফায়দা লুটবে কেমনে?