![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল-অবরোধ করে ভাংচুর করে মানুষ হত্যা করলে তাদের আটক সবাই সমর্থন করবে। কিন্তু গনতন্ত্রের নামে যদি কেই শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় তাহলে তাতে বাধা কেন? অকারণেই কেন আটক? এসব কি? সরকারের নির্বাচনে যেতে কেন এত ভয়? নির্বাচনের আগেই নিজেদেে জযী করে রাখা। তারপরেও বিরোধীদলকে সমাবেশ করতে না দেওয়া কি দমননীতির মধ্যে পড়ে না। আমারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে সমর্থন করি। গনতন্ত্রের মানষ কন্যা হাসিনা পছন্দ করতাম, তবে তার বর্তমান এই অগণতান্ত্রীক আচরত সাধারণ মানুষকেও বিষিয়ে তুলছে। ক্ষমতা আকড়ে রাখা যায় না। কোনও কছিুই চিরস্থায়ী না। গাদ্দাফীকেও ৩০ বছর পর ক্ষমতা ছাড়তে হয়েছিল। শচীনও ২৪ বছর পর ব্যাট হাতে রাখতে পারেননি,..... কথাটা মাথায় রাখা ভালো......
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
গ্রাম্যবালক বলেছেন: সরকারী দল কুত্তা পাগল হয়ে গেছে তাই যাকে পায় তাকেই কামড়ায়। এক সময় ক্লান্ত হয়ে খাচায় বন্দি হবে।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মদন বলেছেন: গনতন্ত্র রক্ষার নাম ভাংগিয়ে গনতন্ত্র ধর্ষনের মহোৎসব চালাচ্ছে আওয়ামীলীগ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মাজহারুল হুসাইন বলেছেন: পাঠক১৯৭১ @ কোন বিশেষজ্ঞ মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
HHH বলেছেন: গনতন্ত্রের মানষ কন্যা!!!
are you serious? :-&
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
nurul amin বলেছেন: দেশটা কেমন যেন ওলট পালট হয়ে যাচ্ছে
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
মোঃ আনারুল ইসলাম বলেছেন: যতই কর বাহানা,তোমার শেষ রক্ষা হপেনা - হাসু বুবু।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
মিতক্ষরা বলেছেন: আওয়ামী লীগের চাই ক্ষমতা। ক্ষমতার নেশায় ওরা অন্ধ। যে করেই হোক মসনদের মালিকানা তাদের চাইই। বিএনপি যখন ৫ই জানুয়ারীর সংসদ নির্বাচনে অংশ নেয় নি, তখন আওয়ামীরা মায়াকান্না শুরু করল খালেদা সমস্ত সুবিধা হারাচ্ছেন। খালেদা একূল ওকূল দুকূলই নাকি হারিয়েছেন বলে আত্মতৃপ্তির ঢেকুর তুলল। ওদিকে এসব নিয়ে খালেদার কোন ভ্রুক্ষেপ নেই। তিনি একলা হলেও দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে অটল।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম ও শিবির গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে না, তাদের দমন করা দরকার।