নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানেত চাই

আবেগি-মাথা গরম

য়াসাদ

want to khow

য়াসাদ › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকাই কাল হলো ব্যাংক ডাকাত সোহেলের

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২

ইয়াসমিন আক্তার। বয়স ২০-২২ বছর। লেখাপড়া করেন স্থানীয় একটি কলেজে, অনার্স থার্ড ইয়ারে। প্রেম করেন স্মরণকালের চাঞ্চল্যকর ব্যাংক লুটকারী সোহেলের সঙ্গে।

এই প্রেম এবং আধুনিক প্রযুক্তির মোবাইল ফোনের সূত্র ধরেই সোহেলের সন্ধান মিলেছে ঘটনার দুই দিন পর। এর আগে পুলিশ ব্যাংকের পিয়ন আবু বকরসহ মোট ১২ জনকে আটক এবং জিজ্ঞাসাবাদ করেন। আবু বকরের ফোনকল লিস্ট ধরে পুলিশ জানতে পারে, ঘটনার আগের দিন বেশ কয়েকবার কথা হয়েছে সোহেলের সঙ্গে।



এজন্য পুলিশ আবু বকরকে আলাদা করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে সে স্বীকার করে, সোহেলকে সে চেনে। কিন্তু সোহেল এই মুহূর্তে কোথায় আছে তা বলতে পারেনি। তবে সোহেলের একজন প্রেমিকা আছে, এ খবর প্রথম পুলিশের কাছে প্রকাশ করে দেয় আবু বকর।

আবু বকরের তথ্যমতে, পুলিশ আটক করে সোহেলের প্রেমিকা ইয়াসমিনকে। পরে ইয়াসমিনের ফোনকল লিস্ট পরীক্ষা করে দেখা যায়, তার সঙ্গে সোহেলের নিয়মিত যোগাযোগ হচ্ছে। এই তথ্য পাওয়ার পর হাসি ফোটে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মুখে। তারা তখন শুরু করেন মোবাইল ট্র্যাকিং।



ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান চাঞ্চল্যকর এই ব্যাংক লুটের ঘটনা উদ্‌ঘাটন সম্পর্কে বলতে গিয়ে জানান, আধুনিক প্রযুক্তির কারণে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ তার তদন্তের কৌশল হিসেবে এই প্রক্রিয়াটিকে বেছে নিয়েছিল। তাতে সফলও হওয়া গেছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

মোমেরমানুষ৭১ বলেছেন: হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

নিয়ামুল ইসলাম বলেছেন: ভাই আমাদের এই স্বভাব টা আমরাকি বদলাতে পারি না? যেই ভালো কাজটা হয়েছে ওইটার প্রশংসা করি। যদি এই টাকা উদ্ধার না হতো তাহলে ক্ষতিটা কার হতো বলেন? আর ভাই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকনা থেকেই দ্বিপ, দেশ , মহাদেশের সৃষ্টি।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

মুছাফির বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন:
হলমার্কের ৪০০০
কোটি টাকা যেখানে কিছুই
না, সেখানে সোহেলের ১৭
কোটি টাকা তো.............৪
আনা পয়সাও না :-p

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

উদাস কিশোর বলেছেন: মুছাফির বলেছেন : একজন ঘূণপোকা বলেছেন: মোমের মানুষ ৭১ বলেছেন: হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

দূষ্ট বালক বলেছেন: উদাস কিশোর বলেছেন: মুছাফির বলেছেন : একজন ঘূণপোকা বলেছেন: মোমের মানুষ ৭১ বলেছেন: হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

সাইবার অভিযত্রী বলেছেন: দূষ্ট বালক বলেছেন: উদাস কিশোর বলেছেন: মুছাফির বলেছেন : একজন ঘূণপোকা বলেছেন: মোমের মানুষ ৭১ বলেছেন: হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না


মোমের মানুষ ভাই, কলা - কলা - কলা ..

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১

সাইবার অভিযত্রী বলেছেন: দূষ্ট বালক বলেছেন:
উদাস কিশোর বলেছেন:
মুছাফির বলেছেন :
একজন ঘূণপোকা বলেছেন:
মোমের মানুষ ৭১ বলেছেন:

হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

মোমের মানুষ ভাই, কলা - কলা - কলা ..

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

ফিরোজ রিয়েল বলেছেন: মোমের মানুষ ৭১ বলেছেন:

হলমার্কের ৪০০০ কোটি টাকা যেখানে কিছুই না, সেখানে সোহেলের ১৭ কোটি টাকা তো.............৪ আনা পয়সাও না

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ভিটামিন সি বলেছেন: আমার মন্তব্য গেল কই?
মিয়া ফাইজলামি করেন? একটা মন্তব্য লেখার জন্য কতকিছু করতে হয় আপনি জানেন। কারেন্ট লাগে, কম্পুটার লাগে, ইন্টারনেট লাগে, বাংলা টাইপ জানা লাগে, পোষ্ট পড়া লাগে, তারপর চিন্তা কইরা মন্তব্য লেখা লাগে। আবার "মন্তব্য প্রকাশ করুন" বাটনে চাপ দেয়া লাগে। এতোকিছুর পর মন্তব্য প্রকাশ হয়। আর আপনি মিয়া দুই ক্লিকেই মন্তব্য ডিলিট দেন।

সোহেলকে অর্থমন্ত্রী বানানো হউক। আমার মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.