![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাকিস্তান ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলাম, আফ্রিদি-ওয়াসিম-ওয়াকার-শোয়েব -সাঈদ আনোয়ার-ইনজামাম-গুলের অসাধারন নৈপুণ্যের জন্য পাকিস্তান সমর্থন করতাম-ওরা আজ আর দলে নাই তাই বর্তমান টিম আমাকে আর আকৃষ্ট করে না। অনেকে এসব বিষয়ে একাত্তর টেনে আনে, তারা ভারত সমর্থক। তারা নিজেদের দেশ প্রেমীক "দাবি" করে, অথচ লাষ্ট ম্যাচে ভারতের ভূমিকার পরেও তারা সেই ভারকেই অন্তরে লালন করে পাকিস্তনীদের গালি দিয়ে কথিত দেশ প্রেমীক জাহির করা চেষ্টা করে, ভারত ছাড়ার প্রসঙ্গ আসলে নিশ্চুপ... . দেশ প্রেম দেখায়...!!!!
আামি পাকিস্তান সমর্থনে একাত্তর ভাবিনি, ছাড়ার সময়ও সেটি ভেবে ছাড়ছি না, খেলা খেলাই... এখন ক্রিকেটে যদি বাংলাদেশের পরে পছন্দে দ্বিতীয় দল রাখি, তাহলে টাইগারদের অসন্মান করা হবে। কারণ টাইগাররা এখন যে কোনো দলকে হারাতে সক্ষম... এই উপলব্ধি "দেশ প্রেমীক দাবিদার" দের মধ্যে দেখা যায় না....
এগিয়ে চলো মাশরাফি বাহিনী.. তোমাদের সঙ্গে আছে ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত....
চিটারি করে তোমােদর আটকাতে পারবে না....
©somewhere in net ltd.