নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শ্রোতা

গর্বিত একজন বাঙালি

ভোরের শ্রোতা › বিস্তারিত পোস্টঃ

আমার "মা"

১০ ই মে, ২০১৫ দুপুর ১:২০

হয়তো শুরুটা এখন কিন্তু শেষটা হয়ত অসীম "মা" তোমায় নিয়ে যদি লিখতে চাই,,

আজকে মা দিবস
চার দেয়ালের মাঝে বসে আছি তুমি পাশে নাই মা।

মা জানো অনেকে তার মায়ের সাথে ছবি তুলছিল আমারও ইচ্ছে করেছে খুব, কিন্তু আমার তো গন্ডি বাধা মা।

সাগর সমান কথা জমে আছে, বুকের মাঝে, ঘামে ভেজা শরীরে নিস্তদ্ব কোণে পরে আছি, তুমি একটু আদর করে দিবে না,

প্রসব যন্ত্রণা ভোগ করে আমাকে আলো দেখিয়েছ এ দুনিয়ার, কিন্তু এই আমি তোমায় কত কষ্ট দিয়েছি।।
পারলে ক্ষমা কর, জানি মা কোনো কষ্টই তুমি বুকে চেপে রাখ না,

পৃথিবীর সব টুকু ভালবাসা একপাল্লায় মাপার পরও তোমার ভালবাসার পাল্লার দড়ি হয়তো ভাড়েই ছিড়ে যাবে, গায়ের চামড়া টুকু কেটে তোমার জুতা বানালেও আর কোনো মূল্য হবে তোমার ভালবাসার কাছে।

মা খুব ইচ্ছে করে সেই রুপকথা শুনতে তোমার কোলে মাথা রেখে, রাজকুমার আসবে ঘোড়ায় চড়ে আর সেই রাজকুমার এসে তার মাকে বন্দি খানা থেকে উদ্ধার করবেঃ তুমি বলেতে মা এই রুপকথা আর শেষে বলতে সেই রাজকুমার হল আমার বাবা, বলে কপালে চুমু খেতে, বোঝার ক্ষমতা ছিল না, তবে খুব শান্তিতে তোমায় জড়িয়ে ধরতাম।

মা আবার কবে ছুটি পাব তোমার কাছে ফিরে যাব। আমার ভালোলাগেনা এই যান্ত্রিক জীবন।

মা তোমাকে সত্যিই খুব বেশি ভালবাসি:-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.