![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভোরের,
ভাগ্য দেবতা হয়ে দাড়িয়ে থাকবো,
কুড়ে কুড়ে খাওয়া সপ্নগুলোকে একটা একটা করে অস্তত্বহীন করে দেব,
কোমরে মোড়ানো থাকবে সোনার সাপ আর বন্দ জানালা থেকে খানিকটা রোদের আবেশ, সূর্যের অপমানে আকাশ কেঁদে উঠবে তোমায় জানাবে আহ্ববান,
ভালবাসার পরশে তোমায় ভালবেসে ঘিড়ে রাখবে,
তুমি আগুন্তক হয়ে আমার পথের নতুন পথিক হবে,
আমি নদী ধুয়ে নিয়ে যাব সব দুঃখ,
তোমার পাখি হয়ে গান শোনাব, তোমার নিষ্পাপ মুখটাকে ভরিয়ে দেব ফুলের বাগান,
আমি অপেক্ষায় থাকবো তুমি ফিরে আসবে বলে,
©somewhere in net ltd.