নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শ্রোতা

গর্বিত একজন বাঙালি

ভোরের শ্রোতা › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত

২২ শে মে, ২০১৫ সকাল ৮:১০

সমাজে বরবরিই মানুষ তিন ধরনের অবস্থা নিয়ে থাকে,
আচ্ছা আমরা কেউ কী কখনো মধ্যবিত্ত দের কথা ভেবে দেখেছি,,
শুনেছি তাদের জীবন নির্বাহের গল্প,,
গেছে তাদের নিত্যদিনের রুটিন,
হয়তো না,
এক অদ্ভুত চক্রে নিজেদের জীবনকে রেখে দিনগুলো পার করছে এমনি এতে ব্যাতিক্রমের কোনো অবকাশ পর্যন্ত নাই,
তবে ব্যাতিক্রমটা তখন ঘটাতে চায় যখন
মাস শেষে মাইনেটা নিয়ে কোনো এক রেস্টুরেন্টে একটা কফির অর্ডার করে আর চোখে কালো চশমা ধরে কিছুক্ষন নিজেকে তার মন অনেক কিছু ভাবায়, বিয়ের পর আর স্ত্রীকে শাড়ি কিনে দেয়া হয়নি কিন্তু শাড়ি না হলেও প্রায় শুকনো একটা বেলি ফুলের মালা তো স্ত্রীর সারাদিনের কাজকরা ঘর্মাক্ত চুলের খোপায় তো ঝুলাবেই,
একতলা বাড়ির ছাদটায় কিছুক্ষন ফুরফুরা মেজাজে আকাশ তো দেখবেই আর কবিতার কথা ভাবতে ভাবতে এখানেই সমাপ্তি ঘটাবে,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.