নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

কবিতা -

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:১৫

ভোরবেলাতে চড়ুই শালিক কিচির মিচির
ঘুম আরক্ত চক্ষু তোমার একটু একটু খুলবে
গোসল সেরে পট্টবস্ত্রে রাজেন্দ্রাণী
চুলগুলো সব কোমর সমান দুলবে।
তখন না হয় খামখেয়ালী মনে
টুপুস করে আমার কথা ভেবো,
কি আর অমন হবে?
সোনার পালঙ্কে তোমার টোপর মাথায় বর
ভোজবাজিতে হঠাৎ যাবে উবে?

ঠিক বারোটায় তোমার মতন কোমল তোমার
ছানাদু’টো ইশকুলেতে যাবে,
চুমোয় চুমোয় নাইয়ে দিয়ে গাড়িতে তুলে প্রাসাদে ফেরার কালে
মনের ভুলে একটুখানিক আমার কথা ভেবো,
কি আর ক্ষতি হবে?
অনামিকার ঝকঝকে রিং, হীরের দ্যুতি পড়বে খসে?
অমন কথা কে শুনেছে কবে?

মনখারাপের দুপুর বেলা গীতবিতানে, চায়ের কাপে ,
গানের খাতায় - সুর খুঁজে না পেলে, লয় হারিয়ে গেলে
গরাদ আঁটা জানলা দিয়ে চোখটা খানিক রাখ
সাদা মেঘের গোলোক ধাঁধায় আমায় খুঁজে দেখো
পাপ কি অমন হবে?
নীল আকাশের বিশালতায় পঙ্কিলতার ঘ্রাণ
পেয়েছে কেউ ভবে?

বিকেল কিংবা সাঁঝের বেলায়, কর্তাবাবু ছানাপোনার
ক্ষিধের জ্বালা ছটফটানি, নাস্তা জোগান দিতে
বাসনকোসন ঝনঝনানি, ওর মধ্যেই আমায় খানিক ভেবো।
দশটি বছর আগে, বিকেল কিংবা সাঁঝে
দশটি টাকার ডাল-লুচি চায়ে স্বর্গ এসে পড়তো জমা
তোমার আমার পাতে!
সোনার সে দিন ভুলতেই হবে, পণ করেছো আজকে সন্ধ্যা রাতে?

অথবা রাতের ঘোর বিছানায় ভালোবাসার অঘোর ঘোরে
একটুখানিক পাপ ছুঁয়ে যাক – অমন কি দোষ হবে?
তোমার বরের মুখচ্ছবি ঘুরিয়ে খানিক, আমার মুখটি ভেবো।
দেহের চাবি তার কাছে থাক, মনের তালার আগল খুলুক
আমার স্মৃতির জোরে!

জীয়ন কাঠী- মরণ কাঠী, কর্তাবাবু , অট্টালিকা
দেবের মতন, শিশুর মতন, ছানাপোনা
কিসের অভাব আজকে তোমার এ সংসারে?
আমি আজো সেথায় আছি, যেথায় রেখে গিয়েছিলে,
কাগজ - কালি সম্বল করে!

মন্তব্য ১৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২০

নুর ইসলাম রফিক বলেছেন: জীয়ন কাঠী- মরণ কাঠী, কর্তাবাবু , অট্টালিকা
দেবের মতন, শিশুর মতন, ছানাপোনা
কিসের অভাব আজকে তোমার এ সংসারে?
আমি আজো সেথায় আছি, যেথায় রেখে গিয়েছিলে,
কাগজ - কালি সম্বল করে!


দারুন ভাইয়া...............

০২ রা মে, ২০১৫ বিকাল ৫:২৬

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ ভাই!

২| ০২ রা মে, ২০১৫ রাত ১০:২১

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ।
খুব ভাল লেগেছে

০৩ রা মে, ২০১৫ রাত ১:০৫

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার আরণ্যক।

৩| ০২ রা মে, ২০১৫ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: দশটি বছর আগে, বিকেল কিংবা সাঁঝে
দশটি টাকার ডাল-লুচি চায়ে স্বর্গ এসে পড়তো জমা
তোমার আমার পাতে!
সোনার সে দিন ভুলতেই হবে, পণ করেছো আজকে সন্ধ্যা রাতে?
................................

আমি আজো সেথায় আছি, যেথায় রেখে গিয়েছিলে,
কাগজ - কালি সম্বল করে!



চমৎকার হয়েছে।

৩য় ভালো লাগা রইলো।


০৩ রা মে, ২০১৫ রাত ১:০৬

সাজিদ উল হক আবির বলেছেন: আহা সুমন দা! পছন্দের অংশটুকু তুলে দেবার জন্যে কৃতজ্ঞতা!
ভালো আছেন আশা করি ।

৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: চতুর্থ ভালো লাগা।



দারুন_________

০৩ রা মে, ২০১৫ রাত ১:০৬

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার রাজপুত্র। শুভরাত্রি।

৫| ০৩ রা মে, ২০১৫ রাত ১২:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: অসাধারন হইছে ভাই। ভাল্লাগছে ব্যাপক। ++

০৩ রা মে, ২০১৫ রাত ১:০৭

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই , মনখুলে ভাল্লাগা জানানোর জন্যে ! :)

৬| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৫৩

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ! লাইনগুলো ভীষণ সুরেলা।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫১

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ হাসান ভাই। 'সুরেলা' - আমায় অন্যভাবে ভাবিয়ে তুলল। হয়তো তবে এটা গানে পরিণত করা যাবে। এই জন্যেই লেখা শেয়ার করা প্রয়োজন, পাঠকের মুল্যবান রেসপন্স সৃষ্টিকর্মের আমূল বদলে দেয়।

৭| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:৫৮

নক্ষত্রচারী বলেছেন: চমৎকার এবং ছন্দময়!

ভালো লাগা ।

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫১

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার!

৮| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুর করলে কেমন হবে ভাবছিলাম। শব্দে শব্দে চমৎকার দ্যোতনা আছে। ভাল্লাগলো :)

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:৫৩

সাজিদ উল হক আবির বলেছেন: প্রিয় প্রফেসর, আপনার ভাল্লাগলো ? ভালো লাগে নাই ? :-/
হাহাহা ! অনেক ধন্যবাদ। ভালো থাকুন সর্বদা। :)

৯| ০৮ ই মে, ২০১৫ রাত ১০:১৭

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: অথবা রাতের ঘোর বিছানায় ভালোবাসার অঘোর ঘোরে
একটুখানিক পাপ ছুঁয়ে যাক – অমন কি দোষ হবে?
তোমার বরের মুখচ্ছবি ঘুরিয়ে খানিক, আমার মুখটি ভেবো।
দেহের চাবি তার কাছে থাক, মনের তালার আগল খুলুক
আমার স্মৃতির জোরে!

অনেক ভালো লাগলো। অসাধারন

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: হ্যালো হ্যালো তিথি আপু ! সামুতে স্বাগতম ! !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.