নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)
রাত্তির দুই ঘটিকা নাগাদ, যখন বিড়ি ফুঁকে
চাকুরিহীনতার মাঝবয়েসি টেনশন কাটাতে মেসবাড়ির
সামনের বারান্দায় গিয়ে দাঁড়াই আর আমার কর্ণকুহর
ডাঙ্গায় জাল ফেলে মাছ ধরবার মত করে
ধরে ফেলে আসেপাশের ফ্ল্যাটবাড়ির গোসলখানার
মেঝেতে অঝরে ঝরে পড়া পানির ঝিরিঝিরি আওয়াজ
আর নববিবাহিত দম্পতির সঙ্গম পরবর্তী হিহি হাহা
এবং জলকেলির শব্দ, দালানের পানির পাইপে নিসর্গ থেকে চুয়ে পড়া
স্বচ্ছ- কামসার্থক জল, সম্মুখের নর্দমায় তোলে টাইফুন
১৭-১, উত্তর কমলাপুর বাজারের গলির বাঁধা পাগল কাসেমের
চিৎকার – “লাগাইতাছেরে, লাগাইতাছে!” শোনা যায়,
পাড়ার কুকুরগুলো সমস্বরে ঘেউ ঘেউ
করে ওঠে আর আমি -
.
ব্যার্থ বৈতালের রাতে
পরনের লুঙ্গী খুলে মাথার ওপর পতপত
করে ওড়াই আর রাও ফরমান আলীর মত
শহরে জারি করি নতুন ফরমান –
.
“ সরকার বাহাদুর, এই বেকারের
ভোট যদি চান পরের নির্বাচনে তো
ছাতাপড়া এই শহরে রাত ১২টার পর
সব স্নানঘরে বন্ধ করে দিন পানির সরবরাহ।
নব বিবাহিতরা যা কিছু করবার তন্মধ্যেই করে
সেরে রাখুন , সভ্যতার লবণাক্ত স্রোতে ভেসে
আসা নষ্ট ভালোবাসার জীবাণু বুকে বয়ে নিয়ে
বেড়ানো আমরা কতিপয় বেকার যুবক
খেতে পাইনা তা ঠিক, তা বলে কামুক নৃত্যে
আমাদের চিত্তকে এই মাঝরাত্তিরে ধর্ষণ করে
ঋজু তারকালোকে ফোঁটা পদ্মপাতার বুকে
একখণ্ড শিশিরের জলের মত
অক্ষয় অম্বর হয়ে রইবেন
আপনি ও আপনার বউ –
সে হতে দেব না!”
১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ ভাই এত মনযোগ দিয়ে আদ্যোপান্ত পড়েছেন দেখে। আচ্ছা , এইটা আসলে প্ল্যান করে ওইভাবে লেখা না, তবে চলে এসেছে থিয়েট্রিক্যালিটি। আপনার কমেন্ট পড়ে ব্যাপারটা খেয়াল হল , নিজে বার কয় আবৃত্তি করলাম এবং দেখলাম আসলেই দমে টান পড়ে!
শুভেচ্ছা জানবেন।
২| ১৮ ই জুন, ২০১৫ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: আহারে!
১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
সাজিদ উল হক আবির বলেছেন: ধুর ভাই!
৩| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: শেষ প্যারা বেশী ভাল লাগল।
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:২০
সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা ! পছন্দের অংশটুকু উদ্ধৃত করে দেয়ায় কৃতজ্ঞতা।
৪| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
লেখোয়াড়. বলেছেন:
আরো একটি অসাম কবিতা।
সাবাস!!
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:২১
সাজিদ উল হক আবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শব্দের জাদুগর! ভালো আছেন আশা করি।
৫| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
মায়াবী রূপকথা বলেছেন: অসাধারন লাগলো
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩১
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ জানাই ।
৬| ১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪১
শতদ্রু একটি নদী... বলেছেন: এ কারনে অনেকসময়ই কবিতা লিখবার সময় মনে মনে আবৃত্তি করে নিলে ভালো। যদি নিজেরই পড়তে কিংবা আবৃত্তিতে সমস্যা মনে হয় তবে পাঠকেরও হতে পারে। আর অতিরিক্ত বড় লাইন অর্থ বোঝায় সমস্যা করতে পারে। তবে আপনার এই ধরনের কবিতার জন্য একটু বড় হলেই ভালো। এগুলা তো ডায়লগ বলার মত, ছোট ডাগলগ ভালো পাইনা।
২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫
সাজিদ উল হক আবির বলেছেন: লিখবার সময় আসলে শুধু একটা ঘোর কাজ করে, পরে এডিট করবার বেলায় এসে মিলিয়ে দেখি যা বলবার তা সব বলা হয়েছে কিনা, আবৃত্তি সক্ষমতা তার পরের পয়েন্টে। হয়ে গেলে ভালো, না হলেও ক্ষতি নাই। লাইনের আকৃতির ব্যাপারে আমি অনেকাংশেই এক্সপিরিমেন্তাল, কখনো কখনো মন চাই একদম দাঁড়ি কমা ছাড়াই লিখে ফেলি। :প যাক ভাই, ধন্যবাদ পুনরায়। ভালো আছেন আশা করি।
৭| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৭
নয়ন বিন বাহার বলেছেন: আহারে জ্বালা...............।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: কনসেপ্ট বেশ! এরকম কবিতা পড়তে ভালই লাগছে দেখি।
০৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৮
সাজিদ উল হক আবির বলেছেন: ঐ একদিন মাঝরাত্রে বারান্দায় গিয়ে দাঁড়ানোর ফলশ্রুতি! আধুনিক ফ্ল্যাটভিত্তিক নাগরিক জীবন আর কি!
৯| ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক কথায় মুগ্ধতা। কবিতাটা তৃপ্ত করলো। শব্দচয়ন অসাধারণ হয়েছে। প্রিয়তে।
১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৫
সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্যে। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৫ রাত ৯:৩৪
শতদ্রু একটি নদী... বলেছেন: এইটাও আপনার থিয়েট্রিকাল পোয়েট্রি, না? এইটাও দারুন হইছে।
দম লাগবে এইটা আবৃত্তির সময়। একটানা থামাথামি ছাড়া বলা সহজ কথা না, বিশেষ করে পরের প্যারাটা।