নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচার বহির্ভূত হত্মা বন্দ্ধ করতে এগিয়ে আসুন সবাই!

www.extrajudicialkilling.info

আনু দা বেস্ট

আমি খুব সাদা সিদে একজন মানুষ

আনু দা বেস্ট › বিস্তারিত পোস্টঃ

ভূতের আডডার ভয়।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ করে তুলে নিয়ে একের পর এক হত্যা শুরু হলো। সরকার বলছে এ বিষয়ে তারা কিছুই জানে না। এই গুপ্ত হত্যা সাধারন মানুষকে কতোটা আতঙ্কিত করে তুলেছে, তা আমাদের মন্ত্রী-আমলারা বুঝবেন না। কারণ সন্ত্রাসের এই জনপদে তারা নিচ্ছিদ্র নিরাপত্তা উপভোগ করেন।



আমার মতো সাধারন মানুষের আতঙ্কটা অনেক বেশি কারন আমি জানিনা, """"আজ অফিস থেকে বাড়ি ফেরার পথে কোনো একটি সাদা মাইক্রোবাসে ঘাতক আমার জন্য অপেক্ষা করছে কিনা; মাথায় কালো কাপড়ের পট্টি বেঁধে মারধোর করে আমাকে তুলে নিয়ে যাবে কিনা; পরে কোথাও পথের পাশে করোটিতে গুলিবিদ্ধ আরেকটি লাশ উদ্ধারের সংবাদ পত্রিকায় ছাপা হবে কিনা। এবং কাউকেই এই হত্যার জন্য অভিযুক্ত করা যাবে না।



‘ক্রস ফায়ার’ আমলে অন্তত একটা বিষয় পরিষ্কার ছিলো, গ্রেপ্তার হওয়া লোকটি র‌্যাব বা পুলিশের গুলিতেই মারা গেছে। এতে কিছুটা হলেও সরকারের ও প্রশাসনের দায় থাকতো। অন্তত মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি-টিবৃতি দিতো, তথাকথিত সুশীলেরা কলাম লিখে পত্রিকার পাতা ভরাতেন.. ..কিন্তু এখন? এই গুপ্ত হত্যার দায় কেউ নিচ্ছে না, এবং এটি থামানোর ব্যপারেও কারো মাথা ব্যথা নেই। """""



পুনশ্চ: এটি ভূতের আডডার বক্তব্য। "ভূতের আডডা" একজন ব্লগার।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.