![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাদা সিদে একজন মানুষ
পদ্মা সেতুর দুর্নীতি
চোরের মার বড়ো গলা।। বেপারটা সেই রকমই হয়ে গেলো আর কি! অনুরোধ করে আবার অনুরোধ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ সরকার।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংককে অর্থায়নের জন্য করা অনুরোধ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের এই অনুরোধ গ্রহণ করেছে বিশ্বব্যাংক। আর এর সাথে সাথে বিশ্বব্যাংকের এবং বাংলাদেশ সরকারের পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল হয়ে গেল। শুধু বিশ্বব্যাংক একা নয়, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে আরো দুই উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাইকা।
গত ৩১ জানু্য়ারী বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংককে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়। আর ১ ফেব্রুয়ারী শুক্রবার বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় যে বিশ্বব্যাংক 'বাংলাদেশ সরকারের এই অনুরোধ গ্রহণ করেছে '। একি ডিন
ওইদিন শুক্রবার রাতেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর এক বিবৃতিতে আর পরদিন শনিবার জাইকার বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে -তারা ও এই প্রকল্প থেকে সরে দাড়াচ্ছে।
গত বুধবার বিশ্বব্যাকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বলেছিলেন, পদ্মা সেতু প্রকল্পের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংক অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে পারে না। একই সঙ্গে এ বিষয়ে চলমান ফৌজদারি তদন্ত পূর্ণাঙ্গ ও সুষ্ঠু হওয়ার নিশ্চয়তাও থাকতে হবে। এর পরপরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বিশ্বব্যাংককে জানিয়ে দেওয়া হল।
বিশ্বব্যাংকের কাছে পাঠানো বাংলাদেশ সরকারের ওই চিঠিতে এও বলা হয় যে, এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিষয়ে বাংলাদেশ তদন্ত চালিয়ে যাবে।
বাংলাদেশ সরকারের এই চিঠি বিশ্বব্যাংক গ্রহণ করেছে। একই সঙ্গে এ প্রকল্পে অভিযোগ ওঠা বিষয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন পরিপূর্ণ ও স্বচ্ছ তদন্ত করবে বলে বিশ্বব্যাংক আশা প্রকাশ করছে।
পদ্মা সেতু প্রকল্পে স্বল্প সুদে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে গত বছরের জুন মাসে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে। পরে সরকারের সঙ্গে আলোচনার পর গত সেপ্টেম্বর মাসে আবার ফিরে আসার নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক। তখন শর্ত দেওয়া হয়, তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাবে বিশ্বব্যাংক। সেই স্বাধীন দলটির পর্যবেক্ষণ প্রতিবেদন বিশ্লেষণ করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে পর্যবেক্ষণ দলটি দুবার বাংলাদেশ ঘুরে গেছে। দুদক পদ্মা সেতুর-দুর্নীতি নিয়ে মামলা করেছে। কিন্তু দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) থেকে বিশ্বব্যাংকের মূল অভিযোগের আঙুল যাঁর দিকে, সেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণ দলটি আবুল হোসেনকে বাদ দেওয়াসহ দুদকের কাছে আটটি প্রশ্নের জবাব চেয়েছে।
এমন প্রেক্ষাপটে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ৩১ জানুয়ারির (গতকাল) মধ্যে বিশ্বব্যাংক সিদ্ধান্ত না জানালে বাংলাদেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।
সরকার ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করতে উদ্যোগ নিয়েছে। এ জন্য কোন অর্থবছরে কত টাকা দরকার হবে, তা জানাতে সেতু বিভাগকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী গত ২৮ জানু্য়ারী সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এর আগে অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন। প্রধানমন্ত্রী দেশীয় অর্থায়নের ওপর জোর দিয়ে বিশ্বব্যাংকের বাইরে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও ইসলামি উন্নয়ন ব্যাংককে (আইডিবি) অন্তর্ভুক্ত করা যায় কি না, সেটি বিবেচনার পরামর্শ দেন।
কিন্ত গত ৩১ জানু্য়ারী বৃহস্পতিবার বাংলাদেশ পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংককে অর্থায়নের জন্য করা অনুরোধ ফিরিয়ে নেয়ার পর পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে আরো দুই উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং জাইকা। গত শুক্রবার রাতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আর শনিবার জাইকার বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে -তারা ও এই প্রকল্প থেকে সরে দাড়াচ্ছে।
বিবৃতিতে এডিবি জানিয়েছে, অর্থায়নে বিশ্বব্যাংক না থাকায় প্রকল্পে থাকতে চায় না সংস্থাটি। তবে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে এটি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া বাংলাদেশে দারিদ্র্য বিমোচন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।
জাইকার বিবৃতিতে বলা হয়েছে, ''বিশ্বব্যাংককে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের অনুরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত জাইকাকে জানিয়েছে বাংলাদেশ সরকার। এটা খুবই দুঃখজনক যে বর্তমান অর্থনৈতিক কাঠামোর অধীনে তারা অগ্রসর হতে পারেনি এবং সংকট সমাধানে আমাদের পদক্ষেপ কাজে আসেনি। যদিও গত জুনে বিশ্বব্যাংক কর্তৃক ঋণ বাতিল করার পর আমরা বাংলাদেশ সরকার ও অন্যান্য সহ-অর্থায়নকারীদের সঙ্গে এ ব্যাপারে ঘনিষ্ঠভাবে আলোচনা করেছি। একটি সহ-অর্থায়নকারী হিসেবে বর্তমান কাঠামোয় আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখা সম্ভব নয়। আমাদের নীতিতে নৈতিকতার সর্বোচ্চ মানের দরকার হয়।''
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে জাইকা।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পের প্রধান অর্থদাতা প্রতিষ্ঠান ছিল বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের। এ ছাড়া এডিবির ৬১ কোটি, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৪০ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠায় ২০১১ সালের সেপ্টেম্বরে চুক্তি স্থগিত করে বিশ্বব্যাংক।
উল্লেখ্য গত বছরের (২০১২) জুলাই মাসেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়টি মন্ত্রিসভা কমিটি অনুমোদন করে। সে সময় মূল সেতুর দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু বিশ্বব্যাংকের ফিরে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় সেবার দরপত্র আহ্বান করা হয়নি।
সেতু বিভাগ সূত্র জানিয়েছে, এখনো সরকারের পক্ষ থেকে দরপত্র আহ্বান কিংবা ঠিকাদারের সঙ্গে যোগাযোগের সরাসরি নির্দেশনা সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি।
সূত্র:
বিশ্বব্যাংকের ওয়েব সাইট
জাইকার ওয়েব সাইট
এডিবি ওয়েব সাইট
দৈনিক প্রথম আলো
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
আনু দা বেস্ট বলেছেন: তাইলে বনধুদের দেখান মানে ফেসবুকান!
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
ধান শালিক বলেছেন: ভালো বলছেন , এই ভাবে আওামি চুরি চামারির খতিয়ান জনতাকে দেখাতে হবে । গুড জব ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
আনু দা বেস্ট বলেছেন: ভবিষ্যতে বিএনপি/জামাত এর জন্যেও রেডি হচ্চি। আমি একা নই, জনোগন মানে ম্যন্গো পিপল।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
ঢাকাবাসী বলেছেন: টার্গেট চব্বিশ হাজারের ২০% সেইটা ডব্লিউ.বি. দেয় নাই তো দেশের পাবলিকের কাছ থেকে আদায় করেই ২০% মারতে হবে।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
আনু দা বেস্ট বলেছেন: ছাগুর মত কথা না বলি !!
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
খুব সাধারন একজন বলেছেন: আলিগের দুর্নিতির কথা যে জানে না সে এখনো জন্মায় নাই।
কিন্তু আজকের আবেগ তো আলিগের নীতির আবেগ নয়,
আজকের আবেগ দেশর অস্তিত্বের আবেগ।
জামাত থেকে চোখ আল্টিমেটলি সরে গেল আলিগের দিকে।
হায়রে লিগ, হেরেই গেলি।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
খুব সাধারন একজন বলেছেন: ভাই আমিতো আলিগ সাপোর্টার নারে!
বিম্পি জামাতরে কলসি দিক,
আমি চোখ বন্ধ করে বিম্পিরে ভোট দিব।
এই অযোগ্য বিম্পি আলিগের ভাত নাই।
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
আনু দা বেস্ট বলেছেন: @খুব সাধারন একজন: ভাই আপনার কথায় মন খারাপ হলো! লেখাটা গত এক সপ্তাহ ধরে লিখবো লিখবো করে আজকে ভোরে শেষ করলাম।বিশ্বাস না হয় এই পোষ্টটা পোড়ুন। এটাও তো সমসাময়িক ইসু। নাকি আপনি আলি সাপোর্টার বলে একটু বেশি লাগছে?
তবে হ্যা, জামাতের আর তাদের ছাগুদের নিয়া লেখাটা রসায়া রসায়া লিখবো বলে অপেক্খায় আছি। বিচারটা শেষ হৈতে দিন।
সাথে থাকুন !!
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
মদন বলেছেন: শোকেসে থাকলো...