নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচার বহির্ভূত হত্মা বন্দ্ধ করতে এগিয়ে আসুন সবাই!

www.extrajudicialkilling.info

আনু দা বেস্ট

আমি খুব সাদা সিদে একজন মানুষ

আনু দা বেস্ট › বিস্তারিত পোস্টঃ

কৌতুক কৌতুক কৌতুক কৌতুক !

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

ভাই শুনুন! একটা কৌতুক শুনে যান।



আজকের কৌতুক জজ মিয়া গ্রেফতার !! যাক সাগর আর রুনির মৃত্যুর এক বছর পর "৪৮ ঘন্টা" তাহলে পার হল .....!! নাকি অন্য কোনো ধান্দা ? শাহবাগ এর আন্দোলন অন্য দিকে ঘুরিয়ে দিতে না পেরে শেষে কিনা পাবলিকের চোখ মানে মিডিয়ার চোখ অন্য দিকে ঘুরানোর চেষ্টা ! যাই হোক, দেখা যাক সরাষ্ট্র ম্ন্ত্রনালয় তাদের কৌতুকের ঝাপিতে কি মজা রেখেছেন আমাদের জন্য। চ-লু-ন আমরা ঝাপি খুলি।



সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে। আজ শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।



আজ সকালে র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান এ টি এম হাবিবুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



গণমাধ্যমে পাঠানো র‌্যাবের খুদেবার্তায় বলা হয়েছে, আজ ভোর পৌনে পাঁচটার দিকে হুমায়ুন ওরফে এনামুলকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটগামী একটি ট্রেনে করে ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তাঁকে ঢাকায় আনা হয়েছে। আজ বেলা ১১টার দিকে সংবাদ ব্রিফিংয়ের জন্য তাঁকে উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।



গত বছরের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।



হুমায়ুন ওরফে এনামুলকে এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে চিহ্নিত করে গত বছরের ১০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তাঁকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

বলাক০৪ বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.