![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব সাদা সিদে একজন মানুষ
নেমে গেলো বাংলাদেশ! হ্যা বাক স্বাধীনতা প্রকাশের সুচকের মানদন্ডে নেমে গেলো বাংলাদেশ। ২০১৩ সালের রিপোর্টারস উইথআউট বর্ডাস এর প্রকাশিত বাক প্রকাশের স্বাধীনতা সুচকের মানদন্ডে বাংলাদেশ ১২৯ থেকে ১৫ ধাপ হারিয়ে নিচে নেমে গিয়ে ১৪৪ এ এসে থেমেছে।
২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার সময় বাক প্রকাশের স্বাধীনতা সুচকের মানদন্ডে বাংলাদেশের অবস্থান ছিল ১২১, আর ২০১০ সালে এসে তা ১২৬ এ নেমে আসে, ২০১১ এবং ২০১২ সালে নেমে যা্য় ১২৯ এ। সব থেকে বড় পতন হলো এই বছর। বাংলাদেশে সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনা অব্যাহত থাকায় বাক প্রকাশের স্বাধীনতার এই সুচক ১২৯ ঠেকে ১৫ ধাপ নিচে নেমে গিয়ে ১৪৪ এ এসে থেমেছে।
উল্লখ করা যেতে পারে রিপোর্টারস উইথআউট বর্ডাস এর তথ্যানুযা্য়ী শুধু ২০১২ সালেই বাংলাদেশে ৪ জন সাংবাদিক খুন হয়েছেন এবং অনেক সাংবাদিক গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছন। একজন ব্লগার আততা্য়ীর ছুরিকাঘাতে মারাত্মক ভাবে আহত হন।
এতে জানানো হয়, ১১ ফেব্রুয়ারি সাগর-রুনিকে নিজ অ্যাপার্টমেন্টে নির্মমভাবে দৃর্বৃত্তরা হত্যা করে। এছাড়াও যশোরের গ্রামের কাগজের সাংবাদিক জামালউদ্দিনকে ১৫ জুন হত্যা করা হয়। ২৩ অক্টোবর নরসিংদীর সাংবাদিক তালহাদ আহমেদ কাবিদকে গুলি করে হত্যা করা হয়
এখনও পর্যন্ত এই সমস্ত সাংবাদিক খুনের ঘটনায় সরকার কোন খুনিকে গ্রেফতর কিম্বা অভিযুক্ত করতে সক্ষম হয়নি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭
আনু দা বেস্ট বলেছেন: হ্যা, আমি ভালো করেই বুঝতে পারি যে - জামাত একটা বিষ ফোড়া!! সাধারণ মানুষ কবে বুঝবে আমি জানি না। আসুন চেষ্টা করে যাই।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮
ডাব্বা বলেছেন: আমলীগ খারাপ, বুঝলাম। তার একটা ব্যবস্থা হবে। কিন্তু জামাত যে বিষফোঁড়া, এটা কবে বুঝবে মানুষ? আপনিই কি বোঝেন?