নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিচার বহির্ভূত হত্মা বন্দ্ধ করতে এগিয়ে আসুন সবাই!

www.extrajudicialkilling.info

আনু দা বেস্ট

আমি খুব সাদা সিদে একজন মানুষ

আনু দা বেস্ট › বিস্তারিত পোস্টঃ

এর জবাব বন্ধু হা্ওয়ায় আসে ভেসে!

২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬





একটা হিন্দু মহিলার গর্ভেও আমি জন্ম নিতে পারতাম কিন্ত তার জন্য আমার রক্তের রং লাল না হয়ে সবুজ হতো না।কিমবা তাতে আমার মা ডাকের কোন হেরফের হোত না। সেখানে ও আমাদের মানবিক অনুভুতি গুলো একই রকমের হতো।



আজকের প্রথম আলোর সংবাদ বলছে গত ২৪ দিনে দেশের ৩২টি জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এসব হামলায় অন্তত ৩১৯টি মন্দির, বাড়ি, দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এগুলোর মধ্যে দোকান ১৫২টি, বাড়ি ৯৬টি ও মন্দির ৭১টি।



২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে এসব হামলা চালানো হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ফাঁসির আদেশে ক্ষুব্ধ হয়ে হামলা চালান বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। কিছু এলাকায় বিএনপির কর্মী-সমর্থকেরাও হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই জামায়াত এ ধরনের হামলায় জড়িত, থাকার কথা অস্বীকার করে বক্তব্য-বিবৃতি দিয়ে আসছে।



অবশ্য এক সপ্তাহ ধরে গভীর রাতে বিভিন্ন স্থানে মন্দিরে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় কারা জড়িত পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তা বলতে পারছে না।



২৪ দিনের ঘটনায় সংখ্যালঘু ব্যক্তিরা ২৬টি মামলা করেছেন। পুলিশ বাদী হয়ে মামলা করেছে ১৭টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে ১৮৯ জন।



আজকের প্রথম আলোর এই খবর আমাদের মানবিক অনুভুতি গুলোর চোখে আংগুল দিয়ে প্রশ্ন করে -- আমরা কেউ না কেউ এই কাজ গুলো করে যাচ্ছি। আর এর শিকার মানুষ গুলো কারো ভাই,কারো বোন, বাবা অথবা মা। তারা সংখ্যায় কম বলে আজকে হয়তো আমরা পার পেয়ে যাচ্ছি।



ওদের জা্য়গায় নিজের ভাই, বোন, বাবা অথবা মাকে কল্পনা করুন। কেমন লাগে? জানি জবাব দিতে পারবেন না। আশাও করিনা! কেনোনা জবাব দিতে পারলে কাজটা করতেন না!! জবাবটা আমার জানা আছে! কারণ এর জবাব বন্ধু হা্ওয়ায় আসে ভেসে!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

মো ঃ আবু সাঈদ বলেছেন: সব কিছু ভিডিও পাওয়া যায় কিন্তু এই একটি ঘটানার কোন হামলাকারীর ছবি পর্যন্ত পাওয়া যাচ্ছে না...

আমাদের অপ রাজনীতির শিকার এরা....

অাল্লাহ আমাদের রক্ষা করুন.....কোন নিরিহ মানুষদের এই ভাবে আক্রমন করা কোন সভ্য মানুষের কাজ নয়...

২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

এই আমি রবীন বলেছেন: ৮০% --> ৮৫% --> ৯০% --> ৯৫% --> ১০০%!!! উই ড্রিম! নো প্রব!!

৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

সাদা রং- বলেছেন: বড় দুঃখের বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.